গত মার্চে ৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিলেন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। প্রায় এক মাস পর একাডেমি অ্যাওয়ার্ডের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানালেন- কোভিড বিধি মেনেই হবে এবারের অস্কারের অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামী ২৫ এপ্রিল বসবে অস্কার আসর। করোনাভাইরাসের কারণে এ বছরের অস্কার অনুষ্ঠানটির ভাগ্য প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেক পরিকল্পনা শেষে ২৫ এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়।
যদিও জানা যাচ্ছে, এবারের অস্কার মঞ্চের জৌলুস অনেকটাই কম থাকবে। কোভিডের জন্য আরোপ হবে একাধিক সতর্কতা। এর আগে জুমে অনুষ্ঠান করার যে পরিকল্পনা ছিল, তা নাকচ করা হয়েছে।
আমেরিকার বাইরে যাঁরা থাকেন, যেমন ‘প্রমিজিং ইয়াং উইমেন’ নির্মাতা এমেরাল্ড ফেনেল, ক্যারে মুলিগান ও রিয়াজ আহমেদ, তাঁদের জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে।
এবার অস্কার আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুটি ভেন্যুতেই করোনা পরীক্ষার ব্যবস্থাসহ থাকবে সুরক্ষা টিম। প্রত্যেক তারকার করোনা পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হবে। সবার জন্যই মাস্ক থাক বাধ্যতামূলক।
সূত্র: হলিউড রিপোটার্স।
গত মার্চে ৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিলেন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। প্রায় এক মাস পর একাডেমি অ্যাওয়ার্ডের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানালেন- কোভিড বিধি মেনেই হবে এবারের অস্কারের অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামী ২৫ এপ্রিল বসবে অস্কার আসর। করোনাভাইরাসের কারণে এ বছরের অস্কার অনুষ্ঠানটির ভাগ্য প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেক পরিকল্পনা শেষে ২৫ এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়।
যদিও জানা যাচ্ছে, এবারের অস্কার মঞ্চের জৌলুস অনেকটাই কম থাকবে। কোভিডের জন্য আরোপ হবে একাধিক সতর্কতা। এর আগে জুমে অনুষ্ঠান করার যে পরিকল্পনা ছিল, তা নাকচ করা হয়েছে।
আমেরিকার বাইরে যাঁরা থাকেন, যেমন ‘প্রমিজিং ইয়াং উইমেন’ নির্মাতা এমেরাল্ড ফেনেল, ক্যারে মুলিগান ও রিয়াজ আহমেদ, তাঁদের জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে।
এবার অস্কার আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুটি ভেন্যুতেই করোনা পরীক্ষার ব্যবস্থাসহ থাকবে সুরক্ষা টিম। প্রত্যেক তারকার করোনা পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হবে। সবার জন্যই মাস্ক থাক বাধ্যতামূলক।
সূত্র: হলিউড রিপোটার্স।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১১ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১৩ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১৩ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে