Ajker Patrika

অস্কারে এবার নিয়মের কড়াকড়ি

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৭: ৪৭
অস্কারে এবার নিয়মের কড়াকড়ি

গত মার্চে ৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিলেন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। প্রায় এক মাস পর একাডেমি অ্যাওয়ার্ডের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানালেন- কোভিড বিধি মেনেই হবে এবারের অস্কারের অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামী ২৫ এপ্রিল বসবে অস্কার আসর। করোনাভাইরাসের কারণে এ বছরের অস্কার অনুষ্ঠানটির ভাগ্য প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেক পরিকল্পনা শেষে ২৫ এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়।

যদিও জানা যাচ্ছে, এবারের অস্কার মঞ্চের জৌলুস অনেকটাই কম থাকবে। কোভিডের জন্য আরোপ হবে একাধিক সতর্কতা। এর আগে জুমে অনুষ্ঠান করার যে পরিকল্পনা ছিল, তা নাকচ করা হয়েছে।

পছন্দের তারকাকে দেখার আশায় লাল গালিচার দুপাশে এবার আর ভিড় জমাতে পারবেন না দর্শকরা। অস্কারে অংশ নিতে হলে বেশ ঝামেলাও পোহাতে হবে তারকাদের। থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টিনে।

আমেরিকার বাইরে যাঁরা থাকেন, যেমন ‘প্রমিজিং ইয়াং উইমেন’ নির্মাতা এমেরাল্ড ফেনেল, ক্যারে মুলিগান ও রিয়াজ আহমেদ, তাঁদের জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে।

এবার অস্কার আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুটি ভেন্যুতেই করোনা পরীক্ষার ব্যবস্থাসহ থাকবে সুরক্ষা টিম। প্রত্যেক তারকার করোনা পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হবে। সবার জন্যই মাস্ক থাক বাধ্যতামূলক।

সূত্র: হলিউড রিপোটার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত