ঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের ‘রাজকুমার’, প্রচারিত হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ।
এ ছাড়া ঈদের পরদিন বেলা আড়াইটায় দেখা যাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ঈদের তৃতীয় দিন একই সময়ে প্রচারিত হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানু প্রমুখ। ইফতেখার চৌধুরী পরিচালিত ও সাইমন, ববি, মিশা সওদাগর অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ দেখা যাবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ৩০ মিনিটে।
ঈদের পঞ্চম দিন একই সময়ে দেখা যাবে ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত, সাবেরী আলম, শিবা সানু প্রমুখ। ষষ্ঠ দিন দেখা যাবে ছটকু আহমেদের ‘আহারে জীবন’। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’। অভিনয়ে ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমুখ।
ঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের ‘রাজকুমার’, প্রচারিত হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ।
এ ছাড়া ঈদের পরদিন বেলা আড়াইটায় দেখা যাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ঈদের তৃতীয় দিন একই সময়ে প্রচারিত হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানু প্রমুখ। ইফতেখার চৌধুরী পরিচালিত ও সাইমন, ববি, মিশা সওদাগর অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ দেখা যাবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ৩০ মিনিটে।
ঈদের পঞ্চম দিন একই সময়ে দেখা যাবে ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত, সাবেরী আলম, শিবা সানু প্রমুখ। ষষ্ঠ দিন দেখা যাবে ছটকু আহমেদের ‘আহারে জীবন’। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’। অভিনয়ে ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমুখ।
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
২৩ মিনিট আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
৩৩ মিনিট আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
২ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৬ ঘণ্টা আগে