Ajker Patrika

টেলি সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

টেলি সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

টেলি সামাদ ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি। ১৯৭৩ সালে নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি।

চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলি সামাদ। তিনি দর্শকদের কাছে ‘পায়ে চলার পথ’ ছবির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান। তবে দর্শকদের কাছে তিনি পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় অভিনয় করে। তাঁর শেষ চলচ্চিত্র অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো-‘ভাত দে’, ‘রঙিন রূপবান’, ‘সুজন সখী’, ‘জয় পরাজয়’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘মাটির বউ’, ‘কে আমি’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘আমার স্বপ্ন আমার সংসার’ ইত্যাদি।

সংগীতশিল্পী হিসেবেও প্রচুর কাজ করেছিলেন টেলি সামাদ। ‘মনা পাগলা’ নামে একটি ছবির সংগীত পরিচালনা সামলেছেন। অভিনয়ের বাইরে তাঁর কণ্ঠে অর্ধশতাধিক চলচ্চিত্রে রয়েছে গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত