Ajker Patrika

টালিউড অভিনেতা পার্থসারথি দেবের মৃত্যু

বিনোদন ডেস্ক
Thumbnail image

টালিউড অভিনেতা পার্থসারথি দেব মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় এ অভিনেতার মৃত্যু হয়। ৪০ দিনের বেশি সময় ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সহকর্মী অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র।

এদিকে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, গতকাল ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে পার্থসারথি দেব মারা গেছেন। আর্টিস্ট ফোরাম শোকজ্ঞাপন করে জানায়, ‘তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ান স্টুডিওতে বেলা ১২টায় অভিনেতার দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেসময় স্টুডিওতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারেন।’

দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থ সারথি দেব। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন সহশিল্পীরা। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থসারথি দেব। থাক আজ আর আমাদের সেসব দিনের কথা বলব না কমরেড।’

উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর অভিনয়ের সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। টালিউডের ২০০ টিরও বেশি সিনেমাসহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন পার্থ সারথি দেব। নাটকের মঞ্চেও ছিল তাঁর সাবলীল অভিনয়। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত