বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
ডিয়ার মাদার সিনেমাটি বানিয়েছেন এস কে শুভ সাদিক। ২০২৩ সালে মুক্তি পাওয়া ৬৭ মিনিটের সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে, প্রদর্শিত হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী ডিয়ার মাদারের মুকুটে যোগ করল গুরুত্বপূর্ণ পালক।
পরিচালক এস কে শুভ বলেন, ‘আমরা অতি সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার অঙ্কে নির্ণয় করা যায় না। হারিয়ে যেতে বসা কণ্ঠগুলোকে সংরক্ষণ করার ক্ষমতা আছে সিনেমার। এখন প্রযুক্তি আমাদের হাতে, আমাদের আর প্রচলিত সিনেমার ছক মেনে চলতে হবে না। সময় এসেছে নতুন আখ্যান খোঁজার, বাঁধাধরা কৌশল থেকে বেরিয়ে আসার এবং সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।’
ডিয়ার মাদারের শুটিং হয়েছে বান্দরবানের এক প্রত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী গ্রামে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইয়িদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণে হাসনাত সোহান, শিল্প নির্দেশনায় নিশাত রাফা এবং নির্বাহী প্রযোজক মশিউর রহমান। তবে চলচ্চিত্রটির আসল প্রাণ ছিল গ্রামের মানুষেরা, যাঁরা শুধু অভিনেতা নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন গল্পকার।
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
ডিয়ার মাদার সিনেমাটি বানিয়েছেন এস কে শুভ সাদিক। ২০২৩ সালে মুক্তি পাওয়া ৬৭ মিনিটের সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে, প্রদর্শিত হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী ডিয়ার মাদারের মুকুটে যোগ করল গুরুত্বপূর্ণ পালক।
পরিচালক এস কে শুভ বলেন, ‘আমরা অতি সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার অঙ্কে নির্ণয় করা যায় না। হারিয়ে যেতে বসা কণ্ঠগুলোকে সংরক্ষণ করার ক্ষমতা আছে সিনেমার। এখন প্রযুক্তি আমাদের হাতে, আমাদের আর প্রচলিত সিনেমার ছক মেনে চলতে হবে না। সময় এসেছে নতুন আখ্যান খোঁজার, বাঁধাধরা কৌশল থেকে বেরিয়ে আসার এবং সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।’
ডিয়ার মাদারের শুটিং হয়েছে বান্দরবানের এক প্রত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী গ্রামে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইয়িদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণে হাসনাত সোহান, শিল্প নির্দেশনায় নিশাত রাফা এবং নির্বাহী প্রযোজক মশিউর রহমান। তবে চলচ্চিত্রটির আসল প্রাণ ছিল গ্রামের মানুষেরা, যাঁরা শুধু অভিনেতা নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন গল্পকার।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে