বিনোদন ডেস্ক
অবশেষে পাওয়া গেল অনির্বাণ ভট্টাচার্যকে। পশ্চিমবঙ্গের এই অভিনেতা প্রশংসিত হয়েছেন গায়ক ও পরিচালক হিসেবেও। অন্যায়ের বিরুদ্ধেও সব সময় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পাওয়া গেছে অনির্বাণকে। তবে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন পশ্চিমবঙ্গে তুমুল আন্দোলন চলছিল, তখন মুখে কুলুট এঁটেছিলেন তিনি।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও নেমে এসেছিলেন পথে। সোশ্যাল মিডিয়ায়ও জারি রেখেছিলেন তাঁদের প্রতিবাদ। তবে এসব দৃশ্যে হাজির ছিলেন না অনির্বাণ। তাঁকে নিয়ে তাই ব্যাপক সমালোচনা হয়েছে। হয়েছে ট্রোলিং।
সম্প্রতি এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন অভিনেতা। জানালেন, ইচ্ছা করেই এসব থেকে দূরে ছিলেন। কারণ তাঁর মনে হয়েছে, শুধু বক্তব্য দিয়ে বা প্রতিবাদ করে সমাজ বদলানো যায় না।
আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, ‘প্রথমে আমারও মনে হতো, বক্তব্য দিয়ে হবে। বক্তব্য দিতাম। প্রতিবাদ করে গান করেছি। কোথাও কোনো তৃণমূলের নেতা নাট্য উৎসব বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। পরে আমি বুঝেছি, অনেক সময় ব্যয় করে, অনেকের সঙ্গে কথা বলে। এটা একটা ফেইলড এক্সারসাইজ অনেদিন ধরে চলছে। যদি তুমি চাও, তোমার সমাজটা যেমন আছে, তেমন থাকবে না। সমাজটা অন্যরকম হওয়া উচিত, তাহলে কাজ করতে হবে। পরিশ্রম। লেবার। বক্তব্য দিয়ে কিছু হবে না। শুধু প্রতিবাদ করে সমাজ বদলানো সম্ভব নয়।’
অনির্বাণ আরও বলেন, ‘মুশকিল হল, সারা পৃথিবীতে আমরা সকলেই বিরোধীকে মিস করছি। অল্টারনেটিভ পলিটিক্যাল গ্রুপকে। ফলে শিল্পীকে এসে প্রতিবাদ করতে হচ্ছে। বন্দুকটা আমাদের দিকে ঘুরে গেছে, কারণ যাঁদের কাজ করার কথা ছিল, তাঁরা করেননি। আমরা অন্য দশটা কাজ করতে করতে তার ফাঁকে মিছিলে হেঁটে প্রতিবাদ করে আসছি। সমাজের জন্য কাজ করতে গেলে হোলটাইমার হতে হবে। সোশ্যাল মিডিয়ায় গরম গরম বক্তৃতা দিয়ে মার্ক জাকারবার্গ লাভবান হবেন, গণমাধ্যম লাভবান হবে, সমাজের কিছু হবে না।’
এর আগে এনআরসি-সহ একাধিক ইস্যুতে অনির্বাণ গান বেঁধেছেন, বিজেপি বিরোধিতায় মঞ্চে ‘মেফিস্টো’র মতো নাটক করেছেন। সেই উদাহরণ দিয়ে অনির্বাণ বলেন, ‘আমরা একটা গান করেছিলাম, যেখানে ধর্মীয় হিংসার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। তাতে কি এক শতাংশও ধর্মীয় হিংসা কমেছে? কেন কমেনি? কারণ, গান করে ধর্মীয় হিংসা কমানো যায় না। তার জন্য কাজ করতে হয়।’
অবশেষে পাওয়া গেল অনির্বাণ ভট্টাচার্যকে। পশ্চিমবঙ্গের এই অভিনেতা প্রশংসিত হয়েছেন গায়ক ও পরিচালক হিসেবেও। অন্যায়ের বিরুদ্ধেও সব সময় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পাওয়া গেছে অনির্বাণকে। তবে আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন পশ্চিমবঙ্গে তুমুল আন্দোলন চলছিল, তখন মুখে কুলুট এঁটেছিলেন তিনি।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও নেমে এসেছিলেন পথে। সোশ্যাল মিডিয়ায়ও জারি রেখেছিলেন তাঁদের প্রতিবাদ। তবে এসব দৃশ্যে হাজির ছিলেন না অনির্বাণ। তাঁকে নিয়ে তাই ব্যাপক সমালোচনা হয়েছে। হয়েছে ট্রোলিং।
সম্প্রতি এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন অভিনেতা। জানালেন, ইচ্ছা করেই এসব থেকে দূরে ছিলেন। কারণ তাঁর মনে হয়েছে, শুধু বক্তব্য দিয়ে বা প্রতিবাদ করে সমাজ বদলানো যায় না।
আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, ‘প্রথমে আমারও মনে হতো, বক্তব্য দিয়ে হবে। বক্তব্য দিতাম। প্রতিবাদ করে গান করেছি। কোথাও কোনো তৃণমূলের নেতা নাট্য উৎসব বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। পরে আমি বুঝেছি, অনেক সময় ব্যয় করে, অনেকের সঙ্গে কথা বলে। এটা একটা ফেইলড এক্সারসাইজ অনেদিন ধরে চলছে। যদি তুমি চাও, তোমার সমাজটা যেমন আছে, তেমন থাকবে না। সমাজটা অন্যরকম হওয়া উচিত, তাহলে কাজ করতে হবে। পরিশ্রম। লেবার। বক্তব্য দিয়ে কিছু হবে না। শুধু প্রতিবাদ করে সমাজ বদলানো সম্ভব নয়।’
অনির্বাণ আরও বলেন, ‘মুশকিল হল, সারা পৃথিবীতে আমরা সকলেই বিরোধীকে মিস করছি। অল্টারনেটিভ পলিটিক্যাল গ্রুপকে। ফলে শিল্পীকে এসে প্রতিবাদ করতে হচ্ছে। বন্দুকটা আমাদের দিকে ঘুরে গেছে, কারণ যাঁদের কাজ করার কথা ছিল, তাঁরা করেননি। আমরা অন্য দশটা কাজ করতে করতে তার ফাঁকে মিছিলে হেঁটে প্রতিবাদ করে আসছি। সমাজের জন্য কাজ করতে গেলে হোলটাইমার হতে হবে। সোশ্যাল মিডিয়ায় গরম গরম বক্তৃতা দিয়ে মার্ক জাকারবার্গ লাভবান হবেন, গণমাধ্যম লাভবান হবে, সমাজের কিছু হবে না।’
এর আগে এনআরসি-সহ একাধিক ইস্যুতে অনির্বাণ গান বেঁধেছেন, বিজেপি বিরোধিতায় মঞ্চে ‘মেফিস্টো’র মতো নাটক করেছেন। সেই উদাহরণ দিয়ে অনির্বাণ বলেন, ‘আমরা একটা গান করেছিলাম, যেখানে ধর্মীয় হিংসার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। তাতে কি এক শতাংশও ধর্মীয় হিংসা কমেছে? কেন কমেনি? কারণ, গান করে ধর্মীয় হিংসা কমানো যায় না। তার জন্য কাজ করতে হয়।’
অনেক দিন নতুন সিনেমা নেই বাপ্পী চৌধুরীর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর খবর ছড়িয়েছে, সেখানেই স্থায়ী হচ্ছেন বাপ্পী। সিনেমায় আর দেখা যাবে না তাঁকে। ১৮ অক্টোবর দেশে ফিরেছেন বাপ্পী। তাঁকে নিয়ে তৈরি নানা গুঞ্জন সম্পর্কে জানতে তাঁর সঙ্গে কথা
১৪ ঘণ্টা আগেএক যুগ ধরে টালিউডে অভিনয় করছেন জয়া আহসান। চারবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। জয়া মনে করেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট টালিউডে অভিনয়ের সিদ্ধান্ত। বাংলাদেশে উপযুক্ত চরিত্র না পাওয়ার কারণেই তিনি ওপার বাংলায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
১৫ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির হিড়িক পড়েছে। প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে আলোর মুখ দেখেছে আরও পাঁচ সিনেমা। আগামী শুক্রবারও আসছে নতুন সিনেমা। ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কন্যা’ নামের সিনেমাটি।
১৫ ঘণ্টা আগেআইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
১ দিন আগে