বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে পর্দা নামল দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা অডিটরিয়ামে বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এবার বাংলাদেশের পাশাপাশি চীন, কাজাখস্তান, ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়ার বেশ কিছু সিনেমা নিয়ে বেশ আলোচনা হয়েছে।
উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী আয়োজনের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি নির্মাতা মাজিদ মাজিদি। এ সময় মাজিদ মাজিদি বলেন, ‘চলচ্চিত্র সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলচ্চিত্র সমাজের কথা বলে, বঞ্চিত মানুষের কথা বলে, হৃদয়ের কথা বলে। যাদের কথা কেউ শোনে না, তাদের কথা বলে। আমি খুব আনন্দিত যে এই উৎসবে তরুণ অনেক নির্মাতা অংশগ্রহণ করেছে। চলচ্চিত্রের প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনা দেখে আমি আনন্দিত। উৎসবের পরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশা করি বাংলাদেশের চলচ্চিত্র আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়াবে।’
এশিয়ান ফিল্ম কমপিটিশনের বিজয়ীদের নাম ঘোষণা করেন এই বিভাগের জুরিবোর্ডের প্রধান ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুর বলেন, ‘এশিয়ান কমপিটিশন বিভাগে আমরা ১৫টি সিনেমা দেখেছি। আমাদের দায়িত্ব ছিল এই বিভাগ থেকে ছয়জন সেরাকে নির্বাচন করা। এটা খুব কঠিন কাজ ছিল। অনেক তর্কবিতর্ক শেষে আমরা আমরা আটটি সিনেমাকে বেছে নিয়েছি। কারণ বাকি দুটি সিনেমাকে কোনোভাবেই ইগনোর করার সুযোগ ছিল না। উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের অনুরোধ রাখার জন্য। ধন্যবাদ যাঁরা আমার সঙ্গে জুরিবোর্ডে ছিলেন। খুব ভালো সময় কাটিয়েছি এখানে।’
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আগামী বছর উৎসবে আমন্ত্রণ জানিয়ে এবারের উৎসবের সমাপ্তি ঘোষণা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আগামী বছর ১১-১৯ জানুয়ারি বসবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সেরাদের তালিকা
চিলড্রেন ফিল্মস সেকশন
সিনেমা (বাদল রহমান পুরস্কার): প্রবাস (বিপুল শর্মা, ভারত)
অডিয়েন্স অ্যাওয়ার্ড
মুজিব: একটি জাতির রূপকার (শ্যাম বেনেগাল)
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড
বিজয়ার পরে (অভিজিৎ শ্রীদাস, ভারত)
স্পিরিচুয়াল ফিল্ম সেকশন
ফিচার ফিল্ম: দেয়ার অ্যান্ড ব্যাক (ওলেগ আসাদুলিন, রাশিয়া)
প্রামাণ্যচিত্র: কুনানফিনদা দ্য ল্যান্ড অব ডেথ (হ্যানসেল লেভা ফানেগো, কিউবা)
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: সুরত (গোলাম রাব্বানী, বাংলাদেশ)
উইমেন ফিল্মমেকারস সেকশন
ফিচার ফিল্ম: জাঙ্কস অ্যান্ড ডলস (মানিজেহ হেকমত, ইরান)
প্রামাণ্যচিত্র: পাসাং (ন্যান্সি সোভেন্ডসেন, যুক্তরাষ্ট্র)
পরিচালক: জিওংমু নোহ (হাউ টু গেট ইয়োর মেন প্রেগন্যান্ট, দক্ষিণ কোরিয়া)
স্পেশাল মেনশন: মুক্তি (চৈতালি সমাদ্দার, বাংলাদেশ)
বাংলাদেশ প্যানোরমা: পূর্ণদৈর্ঘ্য
ফিপরেসি অ্যাওয়ার্ড: সাবিত্রী (পান্থ প্রসাদ)
বাংলাদেশ প্যানোরমা: ট্যালেন্ট সেকশন
স্বল্পদৈর্ঘ্য ফিপরেসি অ্যাওয়ার্ড: লায়লা (বৈশাখী সমাদ্দার)
প্রথম রানারআপ: ইনাফি (সুভাশিষ সিনহা)
দ্বিতীয় রানারআপ: অন্তহীন পথে (জিয়াউল হক রাজু)
এশিয়ান ফিল্ম কমপিটিশন
চিত্রনাট্য: ডোভ (মহিউদ্দিন মুজাফফর, তাজিকিস্তান)
চিত্র গ্রহণ: মাইটি আফরিন (অ্যাঞ্জেলোস র্যালিস, ফ্রান্স)
অভিনেত্রী: ব্যাদেমা (দ্য কর্ড অব লাইফ, চীন)
অভিনেতা: অঞ্জন দত্ত (চালচিত্র এখন, ভারত)
পরিচালক: জগৎ মনুভার্মা (উইসপায়ারিং মাউন্টেইনস, শ্রীলঙ্কা)
সিনেমা: দ্য কর্ড অব লাইফ (কিয়ো সিকওয়ে, চীন)
স্পেশাল জুরি মেনশন ফিল্ম: হ্যাপিনেস (আসকার উজাবায়েভ, কাজাখস্তান)
স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী: আফরিন খানম (মাইটি আফরিন)
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে পর্দা নামল দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা অডিটরিয়ামে বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এবার বাংলাদেশের পাশাপাশি চীন, কাজাখস্তান, ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়ার বেশ কিছু সিনেমা নিয়ে বেশ আলোচনা হয়েছে।
উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী আয়োজনের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি নির্মাতা মাজিদ মাজিদি। এ সময় মাজিদ মাজিদি বলেন, ‘চলচ্চিত্র সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলচ্চিত্র সমাজের কথা বলে, বঞ্চিত মানুষের কথা বলে, হৃদয়ের কথা বলে। যাদের কথা কেউ শোনে না, তাদের কথা বলে। আমি খুব আনন্দিত যে এই উৎসবে তরুণ অনেক নির্মাতা অংশগ্রহণ করেছে। চলচ্চিত্রের প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনা দেখে আমি আনন্দিত। উৎসবের পরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশা করি বাংলাদেশের চলচ্চিত্র আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়াবে।’
এশিয়ান ফিল্ম কমপিটিশনের বিজয়ীদের নাম ঘোষণা করেন এই বিভাগের জুরিবোর্ডের প্রধান ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুর বলেন, ‘এশিয়ান কমপিটিশন বিভাগে আমরা ১৫টি সিনেমা দেখেছি। আমাদের দায়িত্ব ছিল এই বিভাগ থেকে ছয়জন সেরাকে নির্বাচন করা। এটা খুব কঠিন কাজ ছিল। অনেক তর্কবিতর্ক শেষে আমরা আমরা আটটি সিনেমাকে বেছে নিয়েছি। কারণ বাকি দুটি সিনেমাকে কোনোভাবেই ইগনোর করার সুযোগ ছিল না। উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের অনুরোধ রাখার জন্য। ধন্যবাদ যাঁরা আমার সঙ্গে জুরিবোর্ডে ছিলেন। খুব ভালো সময় কাটিয়েছি এখানে।’
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আগামী বছর উৎসবে আমন্ত্রণ জানিয়ে এবারের উৎসবের সমাপ্তি ঘোষণা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আগামী বছর ১১-১৯ জানুয়ারি বসবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সেরাদের তালিকা
চিলড্রেন ফিল্মস সেকশন
সিনেমা (বাদল রহমান পুরস্কার): প্রবাস (বিপুল শর্মা, ভারত)
অডিয়েন্স অ্যাওয়ার্ড
মুজিব: একটি জাতির রূপকার (শ্যাম বেনেগাল)
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড
বিজয়ার পরে (অভিজিৎ শ্রীদাস, ভারত)
স্পিরিচুয়াল ফিল্ম সেকশন
ফিচার ফিল্ম: দেয়ার অ্যান্ড ব্যাক (ওলেগ আসাদুলিন, রাশিয়া)
প্রামাণ্যচিত্র: কুনানফিনদা দ্য ল্যান্ড অব ডেথ (হ্যানসেল লেভা ফানেগো, কিউবা)
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: সুরত (গোলাম রাব্বানী, বাংলাদেশ)
উইমেন ফিল্মমেকারস সেকশন
ফিচার ফিল্ম: জাঙ্কস অ্যান্ড ডলস (মানিজেহ হেকমত, ইরান)
প্রামাণ্যচিত্র: পাসাং (ন্যান্সি সোভেন্ডসেন, যুক্তরাষ্ট্র)
পরিচালক: জিওংমু নোহ (হাউ টু গেট ইয়োর মেন প্রেগন্যান্ট, দক্ষিণ কোরিয়া)
স্পেশাল মেনশন: মুক্তি (চৈতালি সমাদ্দার, বাংলাদেশ)
বাংলাদেশ প্যানোরমা: পূর্ণদৈর্ঘ্য
ফিপরেসি অ্যাওয়ার্ড: সাবিত্রী (পান্থ প্রসাদ)
বাংলাদেশ প্যানোরমা: ট্যালেন্ট সেকশন
স্বল্পদৈর্ঘ্য ফিপরেসি অ্যাওয়ার্ড: লায়লা (বৈশাখী সমাদ্দার)
প্রথম রানারআপ: ইনাফি (সুভাশিষ সিনহা)
দ্বিতীয় রানারআপ: অন্তহীন পথে (জিয়াউল হক রাজু)
এশিয়ান ফিল্ম কমপিটিশন
চিত্রনাট্য: ডোভ (মহিউদ্দিন মুজাফফর, তাজিকিস্তান)
চিত্র গ্রহণ: মাইটি আফরিন (অ্যাঞ্জেলোস র্যালিস, ফ্রান্স)
অভিনেত্রী: ব্যাদেমা (দ্য কর্ড অব লাইফ, চীন)
অভিনেতা: অঞ্জন দত্ত (চালচিত্র এখন, ভারত)
পরিচালক: জগৎ মনুভার্মা (উইসপায়ারিং মাউন্টেইনস, শ্রীলঙ্কা)
সিনেমা: দ্য কর্ড অব লাইফ (কিয়ো সিকওয়ে, চীন)
স্পেশাল জুরি মেনশন ফিল্ম: হ্যাপিনেস (আসকার উজাবায়েভ, কাজাখস্তান)
স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী: আফরিন খানম (মাইটি আফরিন)
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩৮ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে