ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে গত সোমবার ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে ফেরদৌস বলেন, ‘আমি এ এলাকার সন্তান। আমার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা এখানেই। এলাকার রাস্তাঘাট থেকে প্রতিটি অলিগলি আমার চেনা। আমি জানি এখানে আমার কী করা প্রয়োজন। আর এলাকার মানুষের কাছে আমি নায়ক হিসেবে পরিচিত নই, তাদের কাছে আমি সন্তানের মতো। তাই নায়ক হিসেবে নয়, এই এলাকার সন্তান হিসেবেই মনোনয়ন চেয়েছি।’
মনোনয়ন পাওয়ার বিষয়ে সম্ভাবনা কতটুকু প্রশ্নে ফেরদৌস বলেন, ‘আমি প্রায় দুই যুগ ধরে সামাজিক অনেক কাজে জড়িত আছি। আমি মনে করছি, আমার একটা জায়গা প্রয়োজন, যেখান থেকে মানুষের পাশে আরও নানাভাবে দাঁড়াতে পারব। সে জায়গা থেকে মনোনয়ন ফরম কিনেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় আছি। তিনি যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেব।’
অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যায় তাঁকে। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।
উল্লেখ্য, নায়ক ফেরদৌস বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নম্বর ওয়ার্ড নিয়ে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে গত সোমবার ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে ফেরদৌস বলেন, ‘আমি এ এলাকার সন্তান। আমার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা এখানেই। এলাকার রাস্তাঘাট থেকে প্রতিটি অলিগলি আমার চেনা। আমি জানি এখানে আমার কী করা প্রয়োজন। আর এলাকার মানুষের কাছে আমি নায়ক হিসেবে পরিচিত নই, তাদের কাছে আমি সন্তানের মতো। তাই নায়ক হিসেবে নয়, এই এলাকার সন্তান হিসেবেই মনোনয়ন চেয়েছি।’
মনোনয়ন পাওয়ার বিষয়ে সম্ভাবনা কতটুকু প্রশ্নে ফেরদৌস বলেন, ‘আমি প্রায় দুই যুগ ধরে সামাজিক অনেক কাজে জড়িত আছি। আমি মনে করছি, আমার একটা জায়গা প্রয়োজন, যেখান থেকে মানুষের পাশে আরও নানাভাবে দাঁড়াতে পারব। সে জায়গা থেকে মনোনয়ন ফরম কিনেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় আছি। তিনি যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেব।’
অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যায় তাঁকে। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।
উল্লেখ্য, নায়ক ফেরদৌস বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নম্বর ওয়ার্ড নিয়ে।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
৩ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৮ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে