আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘মা’। নির্মাণ করবেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নাটক নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। অসংখ্য ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও অরণ্য আনোয়ারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিগগিরই জানানো হবে অন্য কলাকুশলীদের নাম।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তিনি বলেন, ‘অরণ্য আনোয়ারের এটা প্রথম ছবি। ওনাকে টেলিভিশন পর্দা থেকেই চিনি। উনি একজন গুণী নির্মাতা। তাঁর প্রথম ছবিতে আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছেন, এটা পরম পাওয়া। তবে গল্পটা অসাধারণ। গল্পটা আমাকে এতটাই টেনেছে যে আমার চরিত্র কী তা নিয়ে ভাবিনি। শুধু গল্পটার সঙ্গে থাকতে চেয়েছি। এই চিত্রনাট্যে একটা অদ্ভুত শক্তি আছে। এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার মা নেই। তাই মায়ের চরিত্রে অভিনয় আবেগপ্রবণ করে দেবে আমাকে।’
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া দীর্ঘ সময় এই গল্প লালন করেছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। অনেক দিন ধরেই ছবিটি বানানোর প্রস্তুতি নিয়েছি। মায়ের গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য পরীকে উপযুক্ত মনে হলো। কিন্তু শঙ্কা ছিল যে ক্যারিয়ারের এই সময়ে মায়ের চরিত্রে অভিনয় করবেন কি না। এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শুনে পরী যেভাবে উচ্ছ্বসিত হয়ে রাজি হলেন, তাতে আমি মুগ্ধ।’
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির শিডিউল ফাঁকা নেই। এ সময় তিনি শুটিং করবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির। এরপর ‘প্রীতিলতা’ ছবিরও বাকি থাকা অংশের শুটিং করবেন। সব মিলিয়ে জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন পরীমণি—এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
আরও এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি। এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন। ছবির নাম ‘মা’। নির্মাণ করবেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নাটক নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। অসংখ্য ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও অরণ্য আনোয়ারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শিগগিরই জানানো হবে অন্য কলাকুশলীদের নাম।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। তিনি বলেন, ‘অরণ্য আনোয়ারের এটা প্রথম ছবি। ওনাকে টেলিভিশন পর্দা থেকেই চিনি। উনি একজন গুণী নির্মাতা। তাঁর প্রথম ছবিতে আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছেন, এটা পরম পাওয়া। তবে গল্পটা অসাধারণ। গল্পটা আমাকে এতটাই টেনেছে যে আমার চরিত্র কী তা নিয়ে ভাবিনি। শুধু গল্পটার সঙ্গে থাকতে চেয়েছি। এই চিত্রনাট্যে একটা অদ্ভুত শক্তি আছে। এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার মা নেই। তাই মায়ের চরিত্রে অভিনয় আবেগপ্রবণ করে দেবে আমাকে।’
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া দীর্ঘ সময় এই গল্প লালন করেছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। অনেক দিন ধরেই ছবিটি বানানোর প্রস্তুতি নিয়েছি। মায়ের গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য পরীকে উপযুক্ত মনে হলো। কিন্তু শঙ্কা ছিল যে ক্যারিয়ারের এই সময়ে মায়ের চরিত্রে অভিনয় করবেন কি না। এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শুনে পরী যেভাবে উচ্ছ্বসিত হয়ে রাজি হলেন, তাতে আমি মুগ্ধ।’
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমণির শিডিউল ফাঁকা নেই। এ সময় তিনি শুটিং করবেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির। এরপর ‘প্রীতিলতা’ ছবিরও বাকি থাকা অংশের শুটিং করবেন। সব মিলিয়ে জানুয়ারিতে নতুন ছবির শুটিং শুরু করতে পারবেন পরীমণি—এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১১ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১ দিন আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১ দিন আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১ দিন আগে