Ajker Patrika

এক সিনেমায় তিন রকমের বুবলী

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৪ মে ২০২১, ২১: ৩৪
Thumbnail image

ঢাকা: কয়েক বছর আগে সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এসেছিলেন শবনম বুবলী। শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবির নায়িকা হয়েছেন বুবলী।

কিন্তু ‘বীর’ সিনেমার পর প্রায় বছরখানেকের বিরতি। তারপর প্রেম, বিয়ে নিয়ে এই দুই তারকার সংবাদ প্রকাশ হতে থাকে মিডিয়ায়। বরাবরই দুজন খবরগুলো মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাছাড়া এক বছরেরও বেশি সময় ধরে বুবলী আত্মগোপনে ছিলেন।

সব জল্পনা সরিয়ে আবারও এই শাকিব-বুবলী একসঙ্গে অভিনয় করছেন। গত ২১ মে নতুন লুক নিয়ে হাজির হয়েছিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। নতুন গেটআপে লিডার হিসেবে ধরা দিয়েছিলেন তিনি।

এর দুদিন বাদে সোমবার (২৪ মে) পাওয়া গেলো ‘লিডার, আমিই বাংলাদেশ’ নায়িকা শবনম বুবলীর লুক। একটি নয়, তিনটি চরিত্রে পাওয়া গেল এই চিত্রনায়িকাকে। এতে সাধারণ সালোয়ার-কামিজ, পাশ্চাত্য ও শাড়িতে হাজির হয়েছেন এই নায়িকা।

শাকিব-বুবলী। ১১টি সিনেমার জুটি তাঁরাবুবলী জানান, আজ (২৫ মে) থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। তিনি বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ উত্তরায় আমরা সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।’

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়েছিল। ছবিটি পরিচালনা করছেন তপু খান।

শাকিব-বুবলী জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’। এরপর একসঙ্গে দশটি সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। ‘লিডার, আমিই বাংলাদেশ’ তাঁদের একসঙ্গে ১১তম সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত