Ajker Patrika

যুদ্ধজীবনের স্মৃতি নিয়ে তথ্যচিত্র ‘রণ-কথা’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩৬
যুদ্ধজীবনের স্মৃতি নিয়ে তথ্যচিত্র ‘রণ-কথা’

যুদ্ধজীবনের স্মৃতি নিয়ে চাঁদপুর জেলার কচুয়া থানার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠানের তথ্যচিত্র প্রদর্শিত হবে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি হলে ‘রণ-কথা’ শিরোনামের তথ্যচিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠানের একমাত্র ছেলে রকিবুল হাসান জেমস, পরিচালনা করেছেন অভিনেতা শোয়াব মনির।

প্রিমিয়ারে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠানের পরিবারের সদস্য, চাঁদপুর ও নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, কবি, সাহিত্যিক এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ সব রাজনৈতিক, সামাজিক শ্রেণিপেশার মানুষ।

উন্মেষ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল হাসান জেমস জানান, তাঁর বাবাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রর মূল উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলি দলিল হিসেবে সংরক্ষণ করা। ইতিমধ্যে চাঁদপুর জেলার কচুয়া থানার বীর মুক্তিযোদ্ধাদের ঘটনা সংরক্ষণের কাজ শুরু হয়েছে। তার মতে, এর মাধ্যমে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের ঘটনা সংরক্ষণসহ পরবর্তী প্রজন্মদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা যাবে। বিজয়ের মাসে তাই এই তথ্যচিত্রের প্রথম প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে।

শিল্পকলা একাডেমি হলে ‘রণ-কথা’ শিরোনামের তথ্যচিত্রটির একটি প্রদর্শনী হবে এবং প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত