নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। গতকাল বুধবার হওয়া এ চুক্তির ঘোষণা এসেছে আজ বৃহস্পতিবার। কিন্তু এই খবরে একেবারেই খুশি নন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। রীতিমতো ক্ষোভ ঝাড়লেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি পরিচালক অরণ্য আনোয়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
সেই পোস্টে অর্ষা লেখেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, সবাই তাকে চেনেন। কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। তার ক্যারেক্টারটার জন্য আমাকেই লাগবে বলে জানান। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন।’
পরিচালকের অনুরোধে শেষে রাজি হন জানিয়ে পোস্টে অর্ষা আরও লিখেছেন, ‘সব শিডিউল বাদ দেই, ৩ দিন পর আমাদের মিটিং হবার কথা। আজকে উনি আমাকে বলেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যানসেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন। এই মেসেজটি পড়ার আগেই আমি নিউজ দেখলাম যে, আমার পরিচালক গতকাল একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমায়। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আর শুটিং হবে জানুয়ারিতে কারণ, এর আগে ওই নায়িকার ডেট ফাঁকা নেই। কাজ না-ই হতে পারে; কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। তবুও শুভকামনা আপনার অসততা নিয়ে প্রথম ছবির কাজের জন্য।’
অর্ষার ভাষ্য, ১০/১৫ দিন আগে পরিচালক অরণ্য আনোয়ার তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে সময় পরিচালক ছবির জন্য তাঁকেই লাগবে বলেই জানান। এমনকি অক্টোবরের শেষের দিকে ছয় দিনের জন্য ডেট চান। তিনি বলেন, ‘যেখানে আমি এখন অন্য দুটি বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি, সেখানে এই মুহূর্তে হুট করে ডেট বের করাটা খুব কঠিন কাজ ছিল আমার জন্য। আমি অনেক কষ্টে আট দিনের ডেট দিই। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শুটিং হওয়ার কথা। তিনি আমাকে দু-তিন দিনের মধ্যে মিটিং করবেন বলেও জানান। এর মধ্যে তিনি আমাকে কিছু না জানিয়ে অন্য নায়িকাকে চুক্তিবদ্ধ করেন। আমাকে খবর হওয়ার পর মেসেজ দিয়ে জানান টেকনিক্যাল কারণে কাজটি হচ্ছে না। এটা কেমন কথা!’
অর্ষার অভিযোগের বিষয়ে অরণ্য আনোয়ার বলেন, ‘পরীমণি যখন ছবিটায় চুক্তিবদ্ধ হয়েছে, তখন সংবাদটা জেনে অর্ষার মনে হয়েছে ও অনেক বড় কিছু হারিয়েছে। এর আগে এই ছবির গুরুত্ব ছিল না ওর কাছে। প্রস্তাব দেওয়ার পর আগায় আবার পিছায়, আবার পুরা পারিশ্রমিক অ্যডভান্স চায়। এটা কি হয়? ও তো আমার অনেক কাছের মেয়ে। ও ছবি নির্মাণের আগেই কীভাবে পারিশ্রমিক সবটা অ্যডভান্স চায়! আমি ওর কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি খুব তুচ্ছ একটা মানুষ তো না এই ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিন ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এমন কোনো বড় তারকা নেই, আমার সঙ্গে কাজ করেনি। আমার প্রথম ছবি করছি। অনেক দিনের প্রচেষ্টার ফল। সেখানে সানন্দে ওর এগিয়ে আসার কথা। কিন্তু ওর কাছে (এর) গুরুত্ব ছিল না। মূলত এ জন্যই খুব খারাপ লাগে। এর পর আর ওর সঙ্গে যোগাযোগ করিনি।’
নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। গতকাল বুধবার হওয়া এ চুক্তির ঘোষণা এসেছে আজ বৃহস্পতিবার। কিন্তু এই খবরে একেবারেই খুশি নন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। রীতিমতো ক্ষোভ ঝাড়লেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি পরিচালক অরণ্য আনোয়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
সেই পোস্টে অর্ষা লেখেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, সবাই তাকে চেনেন। কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। তার ক্যারেক্টারটার জন্য আমাকেই লাগবে বলে জানান। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন।’
পরিচালকের অনুরোধে শেষে রাজি হন জানিয়ে পোস্টে অর্ষা আরও লিখেছেন, ‘সব শিডিউল বাদ দেই, ৩ দিন পর আমাদের মিটিং হবার কথা। আজকে উনি আমাকে বলেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যানসেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন। এই মেসেজটি পড়ার আগেই আমি নিউজ দেখলাম যে, আমার পরিচালক গতকাল একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমায়। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আর শুটিং হবে জানুয়ারিতে কারণ, এর আগে ওই নায়িকার ডেট ফাঁকা নেই। কাজ না-ই হতে পারে; কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। তবুও শুভকামনা আপনার অসততা নিয়ে প্রথম ছবির কাজের জন্য।’
অর্ষার ভাষ্য, ১০/১৫ দিন আগে পরিচালক অরণ্য আনোয়ার তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে সময় পরিচালক ছবির জন্য তাঁকেই লাগবে বলেই জানান। এমনকি অক্টোবরের শেষের দিকে ছয় দিনের জন্য ডেট চান। তিনি বলেন, ‘যেখানে আমি এখন অন্য দুটি বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি, সেখানে এই মুহূর্তে হুট করে ডেট বের করাটা খুব কঠিন কাজ ছিল আমার জন্য। আমি অনেক কষ্টে আট দিনের ডেট দিই। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শুটিং হওয়ার কথা। তিনি আমাকে দু-তিন দিনের মধ্যে মিটিং করবেন বলেও জানান। এর মধ্যে তিনি আমাকে কিছু না জানিয়ে অন্য নায়িকাকে চুক্তিবদ্ধ করেন। আমাকে খবর হওয়ার পর মেসেজ দিয়ে জানান টেকনিক্যাল কারণে কাজটি হচ্ছে না। এটা কেমন কথা!’
অর্ষার অভিযোগের বিষয়ে অরণ্য আনোয়ার বলেন, ‘পরীমণি যখন ছবিটায় চুক্তিবদ্ধ হয়েছে, তখন সংবাদটা জেনে অর্ষার মনে হয়েছে ও অনেক বড় কিছু হারিয়েছে। এর আগে এই ছবির গুরুত্ব ছিল না ওর কাছে। প্রস্তাব দেওয়ার পর আগায় আবার পিছায়, আবার পুরা পারিশ্রমিক অ্যডভান্স চায়। এটা কি হয়? ও তো আমার অনেক কাছের মেয়ে। ও ছবি নির্মাণের আগেই কীভাবে পারিশ্রমিক সবটা অ্যডভান্স চায়! আমি ওর কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি খুব তুচ্ছ একটা মানুষ তো না এই ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিন ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এমন কোনো বড় তারকা নেই, আমার সঙ্গে কাজ করেনি। আমার প্রথম ছবি করছি। অনেক দিনের প্রচেষ্টার ফল। সেখানে সানন্দে ওর এগিয়ে আসার কথা। কিন্তু ওর কাছে (এর) গুরুত্ব ছিল না। মূলত এ জন্যই খুব খারাপ লাগে। এর পর আর ওর সঙ্গে যোগাযোগ করিনি।’
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১১ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১ দিন আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১ দিন আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১ দিন আগে