আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এর আগে কিং খানের ছবি ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। মাঝে প্রায় ৪ বছরের বিরতি। কেন এই দীর্ঘ বিরতি, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘জিরো’ সিনেমাটি নামের প্রতি সুবিচার করায় বেশ কষ্ট পান শাহরুখ, বক্স অফিসে পুরো ফ্লপ হয় ছবিটি। বেশ কয়েক মাস কোনো নতুন ছবির কাজ করবেন না বলে তখনই ঘোষণা দেন তিনি। ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই বিরতি যে এতটা দীর্ঘ হবে, তা ভাবেননি। হয়তো সেই ততোটা দীর্ঘ হতো, যদি অভূতপূর্ব ভয়াবহ অতিমারীর দীর্ঘস্থায়ী সংক্রমণ বিশ্বে না আসত।
‘জিরো’ নিয়ে শাহরুখ বলেন, ছবিটির জন্য তিনি অনেক খেটেছিলেন। কিন্তু কোনো কারণে তা বক্স অফিসে চলেনি। তাঁর ভাষ্যমতে, ‘ছবিটা কারও ভালো লাগেনি’, আর এই বিষয়টি খুব খারাপ লেগেছিল তাঁর। তাই তিনি বিরতি নিতে চেয়েছিলেন।
ছবিতে অভিনয় না করলে কী করবেন? ওই সাক্ষাৎকারে এমন প্রশ্নের হাস্যরসাত্মক উত্তর দেন শাহরুখ। তিনি বলেন, ‘পাঠান ক্যাটারিং, বাজিগর বেকারি আর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মিষ্টির দোকান খুলব।’
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। এর আগে কিং খানের ছবি ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। মাঝে প্রায় ৪ বছরের বিরতি। কেন এই দীর্ঘ বিরতি, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘জিরো’ সিনেমাটি নামের প্রতি সুবিচার করায় বেশ কষ্ট পান শাহরুখ, বক্স অফিসে পুরো ফ্লপ হয় ছবিটি। বেশ কয়েক মাস কোনো নতুন ছবির কাজ করবেন না বলে তখনই ঘোষণা দেন তিনি। ওই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই বিরতি যে এতটা দীর্ঘ হবে, তা ভাবেননি। হয়তো সেই ততোটা দীর্ঘ হতো, যদি অভূতপূর্ব ভয়াবহ অতিমারীর দীর্ঘস্থায়ী সংক্রমণ বিশ্বে না আসত।
‘জিরো’ নিয়ে শাহরুখ বলেন, ছবিটির জন্য তিনি অনেক খেটেছিলেন। কিন্তু কোনো কারণে তা বক্স অফিসে চলেনি। তাঁর ভাষ্যমতে, ‘ছবিটা কারও ভালো লাগেনি’, আর এই বিষয়টি খুব খারাপ লেগেছিল তাঁর। তাই তিনি বিরতি নিতে চেয়েছিলেন।
ছবিতে অভিনয় না করলে কী করবেন? ওই সাক্ষাৎকারে এমন প্রশ্নের হাস্যরসাত্মক উত্তর দেন শাহরুখ। তিনি বলেন, ‘পাঠান ক্যাটারিং, বাজিগর বেকারি আর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মিষ্টির দোকান খুলব।’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে ৮ আগস্ট প্রাঙ্গণেমোর মঞ্চায়ন করবে নাটক ‘শেষের কবিতা’। দলটি জানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় মঞ্চে উপস্থাপন করা হয়েছে।
৬ মিনিট আগে২০১৩ সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড ওয়ার জেড আয় করেছিল ৫৪০ মিলিয়ন ডলার। এই জম্বি থ্রিলার এক যুগ ধরে ছিল ব্র্যাড পিটের সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০২৫ সালে এসে সে রেকর্ড ভেঙে দিল এফ ওয়ান।
১ ঘণ্টা আগেস্বামী আবু সালেহ মূসার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলা করেন তিনি। আদালত অভিযোগ আমলে নিয়ে স্বামীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
২ ঘণ্টা আগেহিন্দি সিনেমার পরিবেশকরা হল মালিকদের শর্ত দেন, বাংলা সিনেমার সঙ্গে শো ভাগ করা যাবে না। হিন্দি সিনেমা চালাতে হলে ওই হলের সব শো দিতে হবে। এর ফলে বাংলা সিনেমার ব্যবসা ক্ষতিগ্রস্ত।
৪ ঘণ্টা আগে