Ajker Patrika

শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে ক্যারিয়ারের সেরা সাফল্য পেলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক
‘এফ ওয়ান’ সিনেমায় ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত
‘এফ ওয়ান’ সিনেমায় ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত

নতুন রেকর্ড গড়লেন ব্র্যাড পিট। তাঁর চার দশকের ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য এনে দিল নতুন সিনেমা ‘এফ ওয়ান’। গত ২৭ জুন মুক্তি পাওয়া এফ ওয়ানের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে তাঁর আগের সব সিনেমাকে। শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ের গল্প দিয়েই ক্যারিয়ারের সেরা সাফল্য পেলেন ব্র্যাড পিট।

‘ওয়ার্ল্ড ওয়ার জেড’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‘ওশানস ইলেভেন’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—এত দিন এগুলোই ছিল ব্র্যাড পিটের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।

২০১৩ সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড ওয়ার জেড আয় করেছিল ৫৪০ মিলিয়ন ডলার। এই জম্বি থ্রিলার এক যুগ ধরে ছিল ব্র্যাড পিটের সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০২৫ সালে এসে সে রেকর্ড ভেঙে দিল এফ ওয়ান। ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত নির্মাতা জোসেফ কোসিনস্কি পরিচালিত এফ ওয়ান এ পর্যন্ত আয় করেছে ৫৪৫ দশমিক ৬ মিলিয়ন ডলার।

‘এফ ওয়ান’ সিনেমায় ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত
‘এফ ওয়ান’ সিনেমায় ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত

স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিল সে। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাকে। একসময়ের প্রতিভাবান রেসার এখন ভবঘুরে আর জুয়াড়ি। নিউইয়র্কে মাঝেমধ্যে তাকে ট্যাক্সি চালাতেও দেখা যায়। কিন্তু স্টিয়ারিং হুইল হাতে পেলে এখনো হয়ে ওঠে বেপরোয়া।

একদিন সনি হেইসের সঙ্গে দেখা করতে আসে তার সাবেক সহকর্মী রুবেন। একটি টিম রয়েছে রুবেনের, কিন্তু ফর্মুলা ওয়ানে বারবার হেরে টিমটি হারিয়ে যাওয়ার পথে। সনিকে সে প্রস্তাব দেয় আবার রেসের মাঠে ফেরার জন্য। তার টিমকে রক্ষা করার জন্য। সনি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত যোগ দেয় র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা সেই টিমে।

টিমে ফিরে অন্যদের তির্যক মন্তব্যের মুখোমুখি হতে হয় সনিকে। আরও এক প্রতিভাবান চালক জশুয়ার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু হেরে যায় না সনি। শেষ পর্যন্ত ছিনিয়ে আনে জয়। এই জয়ের গল্প দিয়েই বক্স অফিসে সাফল্যের গল্প লিখলেন ব্র্যাড পিট।

তবে ২০২৫ সালের সর্বোচ্চ ব্যবসাসফল হলিউড সিনেমার তালিকায় বেশ পিছিয়েই রয়েছে এফ ওয়ান। এ বছর মুক্তি পাওয়া ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ আয় করেছে ১ বিলিয়ন ডলার, ওয়ার্নার ব্রসের ‘আ মাইনক্রাফট মুভি’ ৯৫৫ মিলিয়ন ব্যবসা করেছে। আর গত ২ জুলাই মুক্তি পাওয়া ইউনিভার্সাল পিকচার্সের ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ এ পর্যন্ত আয় করেছে ৭৬৬ মিলিয়ন ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত