গতকাল রোববার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই আরবাজ খান। মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর কেটে গেছে ৬ বছর। মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউডের এ অভিনেতা-প্রযোজক। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা।
সপ্তাহখানেক আগেই শুরার সঙ্গে আরবাজের প্রেমচর্চা সামনে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে সারলেন দুজনে। এদিন আরবাজ খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজ থেকে আমি এবং আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।’
বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানিতে দেখা মিলেছে আরবাজকে। কনে শুরা পরেছিলেন প্যাস্টেল লেহেঙ্গা। বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকার পুত্র আরহান খান। কালো রঙের যোধপুরী স্যুটে নজর কেড়েছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন বাবা ও সৎমা শুরার সঙ্গে।
বোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসেবে আরবাজের বিয়েতে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা। তাঁদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন কনে শুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তাঁর দুই পুত্র, সেলিম খান-সালমা খান উপস্থিত ছিলেন আরবাজের বিয়েতে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খানসহ আরও অনেকে।
উল্লেখ্য, বলিউডের আদর্শ দম্পতি হিসেবেই একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। তবে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ প্রেমে পড়েছিলেন বিদেশি জর্জিয়ার। কিন্তু চলতি মাসের গোড়াতেই সেই প্রেম ভাঙার গুঞ্জনে সিলমোহর দেন জর্জিয়া। মাস ঘুরতে না ঘুরতেই শুরাকে বিয়ে করলেন আরবাজ।
গতকাল রোববার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই আরবাজ খান। মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর কেটে গেছে ৬ বছর। মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউডের এ অভিনেতা-প্রযোজক। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা।
সপ্তাহখানেক আগেই শুরার সঙ্গে আরবাজের প্রেমচর্চা সামনে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে সারলেন দুজনে। এদিন আরবাজ খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজ থেকে আমি এবং আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।’
বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানিতে দেখা মিলেছে আরবাজকে। কনে শুরা পরেছিলেন প্যাস্টেল লেহেঙ্গা। বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকার পুত্র আরহান খান। কালো রঙের যোধপুরী স্যুটে নজর কেড়েছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন বাবা ও সৎমা শুরার সঙ্গে।
বোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসেবে আরবাজের বিয়েতে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা। তাঁদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন কনে শুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তাঁর দুই পুত্র, সেলিম খান-সালমা খান উপস্থিত ছিলেন আরবাজের বিয়েতে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খানসহ আরও অনেকে।
উল্লেখ্য, বলিউডের আদর্শ দম্পতি হিসেবেই একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। তবে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ প্রেমে পড়েছিলেন বিদেশি জর্জিয়ার। কিন্তু চলতি মাসের গোড়াতেই সেই প্রেম ভাঙার গুঞ্জনে সিলমোহর দেন জর্জিয়া। মাস ঘুরতে না ঘুরতেই শুরাকে বিয়ে করলেন আরবাজ।
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১৬ মিনিট আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
২৬ মিনিট আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
২ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৬ ঘণ্টা আগে