গতকাল রোববার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই আরবাজ খান। মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর কেটে গেছে ৬ বছর। মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউডের এ অভিনেতা-প্রযোজক। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা।
সপ্তাহখানেক আগেই শুরার সঙ্গে আরবাজের প্রেমচর্চা সামনে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে সারলেন দুজনে। এদিন আরবাজ খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজ থেকে আমি এবং আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।’
বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানিতে দেখা মিলেছে আরবাজকে। কনে শুরা পরেছিলেন প্যাস্টেল লেহেঙ্গা। বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকার পুত্র আরহান খান। কালো রঙের যোধপুরী স্যুটে নজর কেড়েছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন বাবা ও সৎমা শুরার সঙ্গে।
বোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসেবে আরবাজের বিয়েতে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা। তাঁদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন কনে শুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তাঁর দুই পুত্র, সেলিম খান-সালমা খান উপস্থিত ছিলেন আরবাজের বিয়েতে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খানসহ আরও অনেকে।
উল্লেখ্য, বলিউডের আদর্শ দম্পতি হিসেবেই একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। তবে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ প্রেমে পড়েছিলেন বিদেশি জর্জিয়ার। কিন্তু চলতি মাসের গোড়াতেই সেই প্রেম ভাঙার গুঞ্জনে সিলমোহর দেন জর্জিয়া। মাস ঘুরতে না ঘুরতেই শুরাকে বিয়ে করলেন আরবাজ।
গতকাল রোববার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই আরবাজ খান। মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর কেটে গেছে ৬ বছর। মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন বলিউডের এ অভিনেতা-প্রযোজক। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা।
সপ্তাহখানেক আগেই শুরার সঙ্গে আরবাজের প্রেমচর্চা সামনে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে সারলেন দুজনে। এদিন আরবাজ খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজ থেকে আমি এবং আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।’
বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানিতে দেখা মিলেছে আরবাজকে। কনে শুরা পরেছিলেন প্যাস্টেল লেহেঙ্গা। বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকার পুত্র আরহান খান। কালো রঙের যোধপুরী স্যুটে নজর কেড়েছেন তিনি। হাসিমুখে পোজ দিয়েছেন বাবা ও সৎমা শুরার সঙ্গে।
বোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসেবে আরবাজের বিয়েতে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা। তাঁদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন কনে শুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তাঁর দুই পুত্র, সেলিম খান-সালমা খান উপস্থিত ছিলেন আরবাজের বিয়েতে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খানসহ আরও অনেকে।
উল্লেখ্য, বলিউডের আদর্শ দম্পতি হিসেবেই একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। তবে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ প্রেমে পড়েছিলেন বিদেশি জর্জিয়ার। কিন্তু চলতি মাসের গোড়াতেই সেই প্রেম ভাঙার গুঞ্জনে সিলমোহর দেন জর্জিয়া। মাস ঘুরতে না ঘুরতেই শুরাকে বিয়ে করলেন আরবাজ।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১২ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৭ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৭ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৭ ঘণ্টা আগে