ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গত মাসে ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ ভাবে শুরু করেছেন ‘নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে’। যেখানে একই ছাদের নিচে হাজির হয়েছিল বলিউড–হলিউডের তারকারা। এবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এক ইভেন্টে ১০০টির বেশি কনটেন্টের নাম ঘোষণা করেছে। আগামী ১৮–২৪ মাসে পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নেটফ্লিক্স ও আমাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হবে জিও সিনেমাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিডিয়া কর্মকর্তা জ্যোতি দেশপান্ডে বলেন,‘আমাদের কনটেন্ট স্লটে ৭০টিরও বেশি সিনেমা রয়েছে এবং বাকিগুলো ডিজিটাল শো। এর প্রায় ৭০% সিনেমাই হিন্দিতে। এ ছাড়া মারাঠি এবং গুজরাটের মতো অন্যান্য ভাষার সিনেমাও থাকবে।’
জিও সিনেমার প্রকাশিত তালিকায় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা। এ ছাড়া আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’
ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।
এছাড়া আছে আরও কয়েকটি ওটিটি শো। তার মধ্যে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।
ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গত মাসে ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ ভাবে শুরু করেছেন ‘নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে’। যেখানে একই ছাদের নিচে হাজির হয়েছিল বলিউড–হলিউডের তারকারা। এবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এক ইভেন্টে ১০০টির বেশি কনটেন্টের নাম ঘোষণা করেছে। আগামী ১৮–২৪ মাসে পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নেটফ্লিক্স ও আমাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হবে জিও সিনেমাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিডিয়া কর্মকর্তা জ্যোতি দেশপান্ডে বলেন,‘আমাদের কনটেন্ট স্লটে ৭০টিরও বেশি সিনেমা রয়েছে এবং বাকিগুলো ডিজিটাল শো। এর প্রায় ৭০% সিনেমাই হিন্দিতে। এ ছাড়া মারাঠি এবং গুজরাটের মতো অন্যান্য ভাষার সিনেমাও থাকবে।’
জিও সিনেমার প্রকাশিত তালিকায় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা। এ ছাড়া আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’
ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।
এছাড়া আছে আরও কয়েকটি ওটিটি শো। তার মধ্যে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৩ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৩ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৪ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৪ ঘণ্টা আগে