বিনোদন ডেস্ক
‘শোলে’ খ্যাত জনপ্রিয় কমেডিয়ান বীরবল খোসলা মারা গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আজ বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতের পঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন বীরবল খোসলা। ‘শোলে’ (১৯৭৫) ও ‘মেরা নাম জোকার’ (১৯৭০) সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।
ক্যারিয়ারের শুরুর দিকে বীরবল খোসলাকে তাঁর বাবা পারিবারিক ব্যবসা ‘খোসলা প্রিন্টিং প্রেস’-এর দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তবে তাঁর বাবা বুঝতে পারেন যে ছেলে ডেস্কে বসে সময় কাটানোর পাত্র নন, আর তখনই তাঁকে অর্ডার নেওয়া এবং বিতরণের দায়িত্বে নিযুক্ত করা হয়।
বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬৭ সালে ‘উপকার’ সিনেমায় অভিনয় করে নির্মাতাদের নজর কাড়েন। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সদমা’, ‘দিল’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
হিন্দি ছাড়াও পাঞ্জাবি, ভোজপুরি ও মারাঠি ভাষায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বীরবল খোসলা। নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অমিতাভ বচ্চন, জীতেন্দ্র, মুমতাজ, হেমা মালিনী, মনোজ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্নাসহ শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন বীরবল খোসলা।
‘শোলে’ খ্যাত জনপ্রিয় কমেডিয়ান বীরবল খোসলা মারা গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আজ বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ২৮ অক্টোবর ব্রিটিশ ভারতের পঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন বীরবল খোসলা। ‘শোলে’ (১৯৭৫) ও ‘মেরা নাম জোকার’ (১৯৭০) সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।
ক্যারিয়ারের শুরুর দিকে বীরবল খোসলাকে তাঁর বাবা পারিবারিক ব্যবসা ‘খোসলা প্রিন্টিং প্রেস’-এর দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তবে তাঁর বাবা বুঝতে পারেন যে ছেলে ডেস্কে বসে সময় কাটানোর পাত্র নন, আর তখনই তাঁকে অর্ডার নেওয়া এবং বিতরণের দায়িত্বে নিযুক্ত করা হয়।
বীরবল খোসলা ১৯৬৬ সালে ‘দো বন্ধন’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬৭ সালে ‘উপকার’ সিনেমায় অভিনয় করে নির্মাতাদের নজর কাড়েন। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’, ‘অনুরোধ’, ‘আনজাম’, ‘ফির কাভি’, ‘সদমা’, ‘দিল’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
হিন্দি ছাড়াও পাঞ্জাবি, ভোজপুরি ও মারাঠি ভাষায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বীরবল খোসলা। নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অমিতাভ বচ্চন, জীতেন্দ্র, মুমতাজ, হেমা মালিনী, মনোজ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্নাসহ শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন বীরবল খোসলা।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...
৬ ঘণ্টা আগেতিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
৮ ঘণ্টা আগেকনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
১৬ ঘণ্টা আগে