বিনোদন ডেস্ক
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।
সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’
বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’
নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।
সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’
বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’
নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...
৬ ঘণ্টা আগেতিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
৮ ঘণ্টা আগেকনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
১৬ ঘণ্টা আগে