সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।
সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’
বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’
নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ও সমালোচিত সিনেমা নিয়ে কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ। তিনি কথা বলেছেন ‘গদর ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের কাছে তিনি দাবি করেছেন, এসব সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এসব সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক।
সাক্ষাৎকারটিতে নাসির উদ্দিনকে বলিউডের সিনেমা নির্মাণের ধারার যে পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে নাসির উদ্দিন বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’
বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয়, যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা ও হনসল মেহতা, যাঁরা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাঁদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোকে দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে, এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে গেছেন।’
নাসির উদ্দিনের মতে, ১০০ বছর পরও দর্শক যখন ‘ভিড়’ দেখবেন আর ‘গদর ২’ দেখবেন, তখন তাঁরা বুঝতে পারবেন কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে। তাঁর মতে, ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’ বা ‘গদর-২’-এর মতো সিনেমাগুলো এই ঘৃণাকে পুঁজি করেই ব্যবসা করে নিয়েছে।
প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে আট দিনব্যাপী অনুষ্ঠানমালা। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য নতুন, আকর্ষণীয় নাটক ও টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান রচয়িতা ও নির্মাতারা, অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা...
৫ ঘণ্টা আগেভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন...
৬ ঘণ্টা আগেটিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়।
১ দিন আগেকাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তাঁর জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও এ বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা...
১ দিন আগে