Ajker Patrika

গানের শুটিংয়ের জন্য দুদিন পানি পান না করে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৫: ০৭
গানের শুটিংয়ের জন্য দুদিন পানি পান না করে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ

বলিউডে তিন দশক কাটিয়ে ফেললেন শাহরুখ খান। ক্যারিয়ারের সময় যে ব্যবসায়িক সফলতা পেয়েছেন তা কিন্তু নয়, টানা ফ্লপও দেখতে হয়েছে তাঁকে। তবুও কখনো হার মানেননি তিনি। নিজেকে ভেঙেছেন, গড়েছেন। চমকে দিয়েছেন অনুরাগীদের। শাহরুখের সঙ্গে কাজ করা প্রায় সকলেই এক বাক্যে মেনে নিয়েছেন তাঁর এই খ্যাতি, জনপ্রিয়তা সবটাই তাঁর কঠিন পরিশ্রমের ফসল।

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কিছু কাজের স্মৃতিচারণ করেন। ভারতী সিং ও হর্ষ লাম্বাচিয়ার পডকাস্টে ফারাহ এদিন শাহরুখের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, এই ইন্ডাস্ট্রিতে ৩২ বছর কাটিয়ে ফেলা সত্ত্বেও এখনো গানের রিহার্সাল করতে চান তিনি। এই কোরিওগ্রাফার যখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি কি পাগল হলে নাকি?’ এমন কথা শুনেও নাকি শাহরুখ জোরাজুরি করতে থাকেন রিহার্সালের জন্য।

ওম শান্তি ওম সিনেমার ‘দার্দ ডিসকো’ গানের দৃশ্যে শাহরুখ।সর্বশেষ মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ গানের জন্য দীর্ঘসময় রিহার্সাল করেন শাহরুখ। গানটির কোরিওগ্রাফার তথা বন্ধু ফারাহ অবাক হোন শাহরুখের এই ডেডিকেশনে।

এ ছাড়া এদিন ফারাহ অতীতের এক ঘটনা স্মরণ করেন। তিনি জানান তাঁর পরিচালিত সিনেমা ‘ম্যায় হু না’র একটি দৃশ্যে শাহরুখ খানকে শার্টলেস অবস্থায় ধরা দিতে বলেন। কিন্তু সদ্যই তাঁর পিঠের সার্জারি কারণে শাহরুখ তা করতে পারেননি। তবে বলিউড বাদশাহ কথা দিয়েছিলেন ফারাহর সিনেমাতেই তিনি প্রথমবার শার্ট খুলে ধরা দেবেন। এরপর ‘ওম শান্তি ওম’ সিনেমার ‘দার্দ ডিসকো’ গানে শাহরুখ প্রথমবারের মতো শার্টবিহীন অবস্থায় ধরা দেন।

গানটির শুটিংয়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়েছেন ফারাহ। জানিয়েছেন শাহরুখের ডেডিকেশনের কথা। পানি পান করলে যেহেতু শরীর ফুলে যায়, তাই গানটির শুটিংয়ের সময় দুই দিন পানি পান করেননি শাহরুখ। কিন্তু এর জন্য অন্য বিপদ দেখা দিয়েছিল। অভিনেতার দেহে ক্র্যাম্প ধরে যাচ্ছিল, এমনকি তিনি ঠিক ভাবে নাচতেও পারছিলেন না তখন।

বন্ধু ফারাহর সঙ্গে শাহরুখ। ছবি: সংগৃহীতশাহরুখ খান এবং ফারাহ খান দীর্ঘদিনের বন্ধু। ১৯৯২ সালের ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রের মাধ্যমে কোরিওগ্রাফিতে ফারাহর কর্মজীবন শুরু। এরপর তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘মনসুন ওয়েডিং’-এর মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেন। তিনি কোরিওগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি জিতেছেন ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার।

প্রসঙ্গত, শাহরুখ খানকে পরবর্তী সিনেমা ‘ডানকি’। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত