Ajker Patrika

পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার আবেদন খারিজ করল ভারতের আদালত

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৫: ৪৬
পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার আবেদন খারিজ করল ভারতের আদালত

ভারত-পাকিস্তানের বৈরিতার গল্প নতুন নয়। তবুও মাঝে একটা সময় ছিল যখন দুই দেশের তারকারা মিলেমিশে কাজ করতেন। ভারতীয় তারকারা যেতেন পাকিস্তানে এবং পাকিস্তানের তারকারা আসতেন ভারতে। তবে ২০১৬ সালের উরি হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এমনকি এই নিয়ে মহারাষ্ট্র হাইকোর্টে কেস অবধি হয়।

উরি হামলার পরই পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার দাবিতে মহারাষ্ট্র হাইকোর্টে আবেদন করেন এক সিনেমাকর্মী, যার শুনানি হয়েছে গত মঙ্গলবার। শুনানিতে ওই আবেদনটি খারিজ করে দেয় আদালত।

মহারাষ্ট্র হাইকোর্ট জানিয়েছে, ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের মধ্যে শিল্পীদের টানাহেঁচড়া করা উচিত নয়। এবং পাকিস্তানি তারকাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও বলেছে হাইকোর্ট।

আবেদনকারী পাকিস্তানি শিল্পীদের ভিসা বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাছে আবেদন করেছিলেন। সেই পিটিশন খারিজ করে দিল বিচারপতি সুনীল বি শুক্রে এবং বিচারপতি ফিরদৌস পি পুনিওয়াল্লার ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট জানিয়েছে, ‘শিল্প-সংস্কৃতির মাধ্যমে সৌহার্দ্য বাড়ানোর প্রয়াস, শান্তিরক্ষার চেষ্টা এবং একতার পরিবেশ বজায় রাখা উচিত’।

এই দিন বিচারপতিরা উদাহরণ টেনে আনেন পাকিস্তান ক্রিকেট দল ও বিসিআই-এর। তারা বলেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ’। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেন বিচারপতিরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে উরি হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে বলিউড। এই বিষয়ে লিখিত নোটিশ জারি করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। যদিও ভারত সরকার সরাসরি এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তাই এই বিষয়ে আইনি প্রতিবন্ধকতা কোনো দিনই ছিল না। এখন দেখা যাক, আবারও ভারতে মাহিরা খান, আতিফ আসলামদের জাদু দেখা যায় কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত