Ajker Patrika

বক্স অফিসে অপ্রতিরোধ্য জওয়ান, মান্নাতের ছাদ থেকে শাহরুখের উড়ন্ত চুমু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১: ০৬
বক্স অফিসে অপ্রতিরোধ্য জওয়ান, মান্নাতের ছাদ থেকে শাহরুখের উড়ন্ত চুমু

পাঠন-এর পর বক্স অফিসে অপ্রতিরোধ্য শাহরুখ খানের ‘জওয়ান’। বলিউড বাদশাহর ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হওয়ার দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। মাত্র ১০ দিনেই ৭৯৭ কোটি রুপি উপার্জন করে ফেলেছে এটি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই শাহরুখের বাড়ি মান্নাতের সামনে চলছে উৎসব। উচ্ছ্বাস, উন্মাদনা আর উদ্দীপনার মাঝেই গতকাল রোববার মান্নাত-এর বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। তাদের নিরাশ করলেন না শাহরুখ। অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মান্নাতের ছাদে দেখা দিলেন তিনি।

এদিন ফুরফুরে মেজাজে দেখা গেছে বলিউড বাদশাহকে। তিনি এলেন, মান্নাতের রেলিং বেয়ে উপড়ে উঠতেই চিৎকারে ভরে গেল চারিদিক। রাস্তার বাস, গাড়ি থমকে গেল কয়েক মিনিটের জন্য। অনুরাগীদের কখনো কর জোরে ধন্যবাদ জানালেন, আবার কখনো উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। এদিন দু-হাত খুলে নিজের আইকনিক পোজও দিলেন শাহরুখ। সেই সব ছবি, ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের ডাকে সাড়া দিচ্ছেন, তারকাদের অভিনন্দন বার্তার জবাব দিচ্ছেন বাদশা। কিন্তু পাঠান-এর মতো জওয়ান ঘিরেও অনেকখানি প্রচারবিমুখ শাহরুখ। এটাই কি তাঁর নতুন স্ট্র্যাটেজি।

বিশ্ব বক্স অফিসে গৌরী খান প্রযোজিত সিনেমাটি আয় করেছে ৭৯৭.৫০ কোটি রুপি, যার মধ্যে শুধু ভারতের বক্স অফিস থেকেই ১০ দিনে মোট আয় ৪৩৯ কোটি রুপি।

১০০০ কোটি রুপির ম্যাজিক ফিগার থেকে মাত্র ২০২ কোটি রুপি দূরে শাহরুখ খানের ‘জওয়ান’। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যার দুটো ছবি (আগে পাঠান) ১০০০ কোটি রুপি ব্যবসা করতে সফল হয়েছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত দেশের বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে রয়েছে মাত্র তিনটি ছবি (পাঠান, গদর ২ এবং বাহুবলী ২), চার নম্বর লিস্টে যোগ হবে জওয়ান-এর নাম। সেটিও শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত