বিনোদন ডেস্ক
পাঠন-এর পর বক্স অফিসে অপ্রতিরোধ্য শাহরুখ খানের ‘জওয়ান’। বলিউড বাদশাহর ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হওয়ার দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। মাত্র ১০ দিনেই ৭৯৭ কোটি রুপি উপার্জন করে ফেলেছে এটি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই শাহরুখের বাড়ি মান্নাতের সামনে চলছে উৎসব। উচ্ছ্বাস, উন্মাদনা আর উদ্দীপনার মাঝেই গতকাল রোববার মান্নাত-এর বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। তাদের নিরাশ করলেন না শাহরুখ। অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মান্নাতের ছাদে দেখা দিলেন তিনি।
এদিন ফুরফুরে মেজাজে দেখা গেছে বলিউড বাদশাহকে। তিনি এলেন, মান্নাতের রেলিং বেয়ে উপড়ে উঠতেই চিৎকারে ভরে গেল চারিদিক। রাস্তার বাস, গাড়ি থমকে গেল কয়েক মিনিটের জন্য। অনুরাগীদের কখনো কর জোরে ধন্যবাদ জানালেন, আবার কখনো উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। এদিন দু-হাত খুলে নিজের আইকনিক পোজও দিলেন শাহরুখ। সেই সব ছবি, ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের ডাকে সাড়া দিচ্ছেন, তারকাদের অভিনন্দন বার্তার জবাব দিচ্ছেন বাদশা। কিন্তু পাঠান-এর মতো জওয়ান ঘিরেও অনেকখানি প্রচারবিমুখ শাহরুখ। এটাই কি তাঁর নতুন স্ট্র্যাটেজি।
বিশ্ব বক্স অফিসে গৌরী খান প্রযোজিত সিনেমাটি আয় করেছে ৭৯৭.৫০ কোটি রুপি, যার মধ্যে শুধু ভারতের বক্স অফিস থেকেই ১০ দিনে মোট আয় ৪৩৯ কোটি রুপি।
১০০০ কোটি রুপির ম্যাজিক ফিগার থেকে মাত্র ২০২ কোটি রুপি দূরে শাহরুখ খানের ‘জওয়ান’। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যার দুটো ছবি (আগে পাঠান) ১০০০ কোটি রুপি ব্যবসা করতে সফল হয়েছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত দেশের বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে রয়েছে মাত্র তিনটি ছবি (পাঠান, গদর ২ এবং বাহুবলী ২), চার নম্বর লিস্টে যোগ হবে জওয়ান-এর নাম। সেটিও শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে চলেছে।
পাঠন-এর পর বক্স অফিসে অপ্রতিরোধ্য শাহরুখ খানের ‘জওয়ান’। বলিউড বাদশাহর ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হওয়ার দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। মাত্র ১০ দিনেই ৭৯৭ কোটি রুপি উপার্জন করে ফেলেছে এটি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই শাহরুখের বাড়ি মান্নাতের সামনে চলছে উৎসব। উচ্ছ্বাস, উন্মাদনা আর উদ্দীপনার মাঝেই গতকাল রোববার মান্নাত-এর বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। তাদের নিরাশ করলেন না শাহরুখ। অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মান্নাতের ছাদে দেখা দিলেন তিনি।
এদিন ফুরফুরে মেজাজে দেখা গেছে বলিউড বাদশাহকে। তিনি এলেন, মান্নাতের রেলিং বেয়ে উপড়ে উঠতেই চিৎকারে ভরে গেল চারিদিক। রাস্তার বাস, গাড়ি থমকে গেল কয়েক মিনিটের জন্য। অনুরাগীদের কখনো কর জোরে ধন্যবাদ জানালেন, আবার কখনো উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। এদিন দু-হাত খুলে নিজের আইকনিক পোজও দিলেন শাহরুখ। সেই সব ছবি, ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের ডাকে সাড়া দিচ্ছেন, তারকাদের অভিনন্দন বার্তার জবাব দিচ্ছেন বাদশা। কিন্তু পাঠান-এর মতো জওয়ান ঘিরেও অনেকখানি প্রচারবিমুখ শাহরুখ। এটাই কি তাঁর নতুন স্ট্র্যাটেজি।
বিশ্ব বক্স অফিসে গৌরী খান প্রযোজিত সিনেমাটি আয় করেছে ৭৯৭.৫০ কোটি রুপি, যার মধ্যে শুধু ভারতের বক্স অফিস থেকেই ১০ দিনে মোট আয় ৪৩৯ কোটি রুপি।
১০০০ কোটি রুপির ম্যাজিক ফিগার থেকে মাত্র ২০২ কোটি রুপি দূরে শাহরুখ খানের ‘জওয়ান’। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যার দুটো ছবি (আগে পাঠান) ১০০০ কোটি রুপি ব্যবসা করতে সফল হয়েছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত দেশের বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে রয়েছে মাত্র তিনটি ছবি (পাঠান, গদর ২ এবং বাহুবলী ২), চার নম্বর লিস্টে যোগ হবে জওয়ান-এর নাম। সেটিও শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে চলেছে।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...
৪ ঘণ্টা আগেতিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
৬ ঘণ্টা আগেকনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
১৪ ঘণ্টা আগে