Ajker Patrika

মারা গেছেন পুনম পান্ডে, নিশ্চিত করলেন তাঁর ম্যানেজার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৩৬
মারা গেছেন পুনম পান্ডে, নিশ্চিত করলেন তাঁর ম্যানেজার

হঠাৎ করেই আজ সকাল থেকে ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর খবর। অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়, মারা গেছেন পুনম পান্ডে। ইনস্টাগ্রামে লেখা হয়, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ু ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাঁকে স্মরণ করতে চাই।’

এরপর পুনম পান্ডের মৃত্যু নিয়ে অনেকে প্রশ্ন তুলতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত দাবি করেন, কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল। পুনম পান্ডের মৃত্যু নিয়ে তাই তৈরি হয় ধোঁয়াশা।

অবশেষে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। অফিশিয়াল এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

তিনি আরও জানান, বিনোদন জগতে পুনম শুধু একজন নক্ষত্র ছিলেন না, তিনি ছিলেন শক্তির প্রতীক। যেভাবে তিনি নিজের শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছিলেন, তা কুর্নিশ জানানোর মতো।

বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। ছবি: সংগৃহীত২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল পুনমের। অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। বিশেষ করে, ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময় হইচই ফেলে দিয়েছিলেন পুনম পান্ডে। সর্বশেষ গত বছর কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’ দেখা গেছে পুনমকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত