Ajker Patrika

‘বীরানা’ খ্যাত চিত্রগ্রাহক গাঙ্গু রামসের মৃত্যু

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘বীরানা’ খ্যাত ভারতের বর্ষীয়ান চিত্রগ্রাহক গাঙ্গু রামসে মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রোববার মৃত্যু হয় গাঙ্গু রামসের। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।

সত্তর আশির দশকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স। সেই রামসে ব্রাদার্সদের মধ্যে অন্যতম ছিলেন গাঙ্গু রামসে। যার ক্যামেরার কারুকাজে হিন্দি ছবির দর্শক পেয়েছে হরর ঘরানার একাধিক ছবি। যার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘বীরানা’ ছিল অন্যতম চর্চিত ছবি।

গাঙ্গু রামসে-র বাবাও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও ছিলেন বিখ্যাত চিত্রগ্রাহক ও প্রযোজক। বাবার প্রযোজনায় ৫০টি ছবির চিত্রগ্রাহক ছিলেন গাঙ্গু রামসে। যার মধ্যে ছিল ‘পুরানা মন্দির’, ‘বীরানা’, ‘খোঁজ’, ‘বন্ধ দরওয়াজা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘দো গজ জমিন কে নিচে’, ‘তাহখানা’র মত গা ছমছম করা ছবি। নব্বইয়ের দশকে ‘রামসে ব্রাদার্স’ এর হরর ছবি ভীষণভাবেই জনপ্রিয় ছিল।

গাঙ্গু রামসে টেলিভিশনেও তাঁর কৃতিত্বের ছাপ রেখেছেন। এর মধ্যে রয়েছে—   ‘দ্য জি হরর শো’, ‘স্যাটারডে সাসপেন্স,’ ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত