Ajker Patrika

সম্মানসূচক সেজার পুরস্কার পাচ্ছেন ক্রিস্টোফার নোলান

সম্মানসূচক সেজার পুরস্কার পাচ্ছেন ক্রিস্টোফার নোলান

এ বছরের ফ্রান্সের সবচেয়ে সম্মানসূচক চলচ্চিত্র পুরস্কার সেজার পাচ্ছেন ‘ওপেনহাইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলান। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি সেজারের ৪৯ তম আসর বসবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে ফ্রেঞ্চ একাডেমি ক্রিস্টোফার নোলানকে সম্মানিত করবে।

ফ্রান্সের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম সেজার অ্যাওয়ার্ড। ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় দেওয়া হচ্ছে এ পুরস্কার। সেজার পুরস্কারকে ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্রের সম্মাননা বলে গণ্য করা হয়। এটি ফ্রান্সে অ্যাকাডেমি পুরস্কারের সমতুল্য।

উল্লেখ্য, ৭৭ তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে। এর আগে গোল্ডেন গ্লোবে ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও বাজিমাত করেছে ‘ওপেনহাইমার’।

‘ওপেনহাইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলানসেরা সিনেমা, সেরা পরিচালকসহ গোল্ডেন গ্লোবে পাঁচটি ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও আটটি পুরস্কার পেয়েছে সিনেমাটি। গত বছরের ২১ জুলাই মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বাফটায়ও এগিয়ে থাকল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত