অনলাইন ডেস্ক
নব্বইয়ের দশকের ‘লাস্যময়ী’ অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার খবরে বিস্মিত ছিল ভক্তমহল। অনেকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই হতাশ হয়েছেন। এ দিকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়ে মমতা হয়েছিলেন কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’। কিন্তু নানা আলোচনা-সমালোচনার মুখে সেই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ পদত্যাগের কথা জানিয়েছেন।
গত সোমবার এ পদত্যাগের কথা ঘোষণা করেন মমতা। যদিও এর কয়েক দিন আগেই এই পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এ দিকে ইনস্টাগ্রামের ওই ভিডিওতে মমতা বলেছেন, ‘আমি, মহামণ্ডলেশ্বর মমতা নন্দ গিরি পদ থেকে পদত্যাগ করছি। আমাকে মহামণ্ডলেশ্বর ঘোষণা করা নিয়ে কিন্নর আখড়া বা উভয় আখড়ার মধ্যেই সমস্যা হয়েছিল। তবে আমি ২৫ বছর ধরে সন্ন্যাস জীবন কাটিয়েছি এবং ভবিষ্যতেও সেটাই থাকব।’
মমতা আরও বলেন, ‘মহামণ্ডলেশ্বরে আমাকে এক ধরনের সম্মান দেওয়া হয়েছে। আমি ২৫ বছর ধরে আধ্যাত্মিক জীবনযাপন করেছি। ২৫ বছর ধরে বলিউড ছেড়ে থেকেছি। না হলে মেকআপ আর বলিউড থেকে এত দূরে কে থাকে?’
তবে সন্ন্যাস প্রসঙ্গে মমতা বলেন, যাঁরা তাঁকে মহামণ্ডলেশ্বর হিসেবে আপত্তি জানিয়েছেন, যাঁদের জন্য এসব ঘটেছে, তাদের সম্পর্কে তিনি যা-ই বলুক না কেন, সেটাই কম হবে।
মমতার কথায়, ‘তাঁরা জানেও না সন্ন্যাস জীবনটা কী। আমি শুধু এটুকুই বলতে চাই যে আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজিকে অনেক সম্মান করি।’
অল্প সময়ে এই ত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কিছুই করিনি। এই সবই মা চণ্ডীর লীলা। যাঁর পূজা আমি করি তিনি আমাকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তাই সবকিছু ছেড়ে দিচ্ছি।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আপত্তি জানান অনেকেই। যোগদানের ঠিক এক সপ্তাহের মাথায় আখড়ার পরিচালকদের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তও জানানো হয়।
জানা যায়, কিন্নর আখড়ার সংস্থাপক হিসেবে নিজেকে দাবি করা ঋষি অজয় দাস মমতাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করেছেন। কারণ হিসেবে তিনি বলা হয়- প্রথা অনুযায়ী মমতা নিজের মাথা ন্যাড়া করতে রাজি হননি।
নব্বইয়ের দশকের ‘লাস্যময়ী’ অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার খবরে বিস্মিত ছিল ভক্তমহল। অনেকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই হতাশ হয়েছেন। এ দিকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়ে মমতা হয়েছিলেন কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’। কিন্তু নানা আলোচনা-সমালোচনার মুখে সেই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ পদত্যাগের কথা জানিয়েছেন।
গত সোমবার এ পদত্যাগের কথা ঘোষণা করেন মমতা। যদিও এর কয়েক দিন আগেই এই পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
এ দিকে ইনস্টাগ্রামের ওই ভিডিওতে মমতা বলেছেন, ‘আমি, মহামণ্ডলেশ্বর মমতা নন্দ গিরি পদ থেকে পদত্যাগ করছি। আমাকে মহামণ্ডলেশ্বর ঘোষণা করা নিয়ে কিন্নর আখড়া বা উভয় আখড়ার মধ্যেই সমস্যা হয়েছিল। তবে আমি ২৫ বছর ধরে সন্ন্যাস জীবন কাটিয়েছি এবং ভবিষ্যতেও সেটাই থাকব।’
মমতা আরও বলেন, ‘মহামণ্ডলেশ্বরে আমাকে এক ধরনের সম্মান দেওয়া হয়েছে। আমি ২৫ বছর ধরে আধ্যাত্মিক জীবনযাপন করেছি। ২৫ বছর ধরে বলিউড ছেড়ে থেকেছি। না হলে মেকআপ আর বলিউড থেকে এত দূরে কে থাকে?’
তবে সন্ন্যাস প্রসঙ্গে মমতা বলেন, যাঁরা তাঁকে মহামণ্ডলেশ্বর হিসেবে আপত্তি জানিয়েছেন, যাঁদের জন্য এসব ঘটেছে, তাদের সম্পর্কে তিনি যা-ই বলুক না কেন, সেটাই কম হবে।
মমতার কথায়, ‘তাঁরা জানেও না সন্ন্যাস জীবনটা কী। আমি শুধু এটুকুই বলতে চাই যে আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজিকে অনেক সম্মান করি।’
অল্প সময়ে এই ত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কিছুই করিনি। এই সবই মা চণ্ডীর লীলা। যাঁর পূজা আমি করি তিনি আমাকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তাই সবকিছু ছেড়ে দিচ্ছি।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আপত্তি জানান অনেকেই। যোগদানের ঠিক এক সপ্তাহের মাথায় আখড়ার পরিচালকদের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তও জানানো হয়।
জানা যায়, কিন্নর আখড়ার সংস্থাপক হিসেবে নিজেকে দাবি করা ঋষি অজয় দাস মমতাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করেছেন। কারণ হিসেবে তিনি বলা হয়- প্রথা অনুযায়ী মমতা নিজের মাথা ন্যাড়া করতে রাজি হননি।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
২ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৩ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৩ ঘণ্টা আগে