Ajker Patrika

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
নব্বইয়ের দশকের লাস্যময়ী বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাস নিয়েছেন। ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের লাস্যময়ী বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাস নিয়েছেন। ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের ‘লাস্যময়ী’ অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার খবরে বিস্মিত ছিল ভক্তমহল। অনেকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই হতাশ হয়েছেন। এ দিকে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়ে মমতা হয়েছিলেন কিন্নর আখড়ার ‘মহামণ্ডলেশ্বর’। কিন্তু নানা আলোচনা-সমালোচনার মুখে সেই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ পদত্যাগের কথা জানিয়েছেন।

গত সোমবার এ পদত্যাগের কথা ঘোষণা করেন মমতা। যদিও এর কয়েক দিন আগেই এই পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।

এ দিকে ইনস্টাগ্রামের ওই ভিডিওতে মমতা বলেছেন, ‘আমি, মহামণ্ডলেশ্বর মমতা নন্দ গিরি পদ থেকে পদত্যাগ করছি। আমাকে মহামণ্ডলেশ্বর ঘোষণা করা নিয়ে কিন্নর আখড়া বা উভয় আখড়ার মধ্যেই সমস্যা হয়েছিল। তবে আমি ২৫ বছর ধরে সন্ন্যাস জীবন কাটিয়েছি এবং ভবিষ্যতেও সেটাই থাকব।’

মমতা আরও বলেন, ‘মহামণ্ডলেশ্বরে আমাকে এক ধরনের সম্মান দেওয়া হয়েছে। আমি ২৫ বছর ধরে আধ্যাত্মিক জীবনযাপন করেছি। ২৫ বছর ধরে বলিউড ছেড়ে থেকেছি। না হলে মেকআপ আর বলিউড থেকে এত দূরে কে থাকে?’

তবে সন্ন্যাস প্রসঙ্গে মমতা বলেন, যাঁরা তাঁকে মহামণ্ডলেশ্বর হিসেবে আপত্তি জানিয়েছেন, যাঁদের জন্য এসব ঘটেছে, তাদের সম্পর্কে তিনি যা-ই বলুক না কেন, সেটাই কম হবে।

মমতার কথায়, ‘তাঁরা জানেও না সন্ন্যাস জীবনটা কী। আমি শুধু এটুকুই বলতে চাই যে আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজিকে অনেক সম্মান করি।’

অল্প সময়ে এই ত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কিছুই করিনি। এই সবই মা চণ্ডীর লীলা। যাঁর পূজা আমি করি তিনি আমাকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। তাই সবকিছু ছেড়ে দিচ্ছি।’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আপত্তি জানান অনেকেই। যোগদানের ঠিক এক সপ্তাহের মাথায় আখড়ার পরিচালকদের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তও জানানো হয়।

জানা যায়, কিন্নর আখড়ার সংস্থাপক হিসেবে নিজেকে দাবি করা ঋষি অজয় দাস মমতাকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বহিষ্কার করেছেন। কারণ হিসেবে তিনি বলা হয়- প্রথা অনুযায়ী মমতা নিজের মাথা ন্যাড়া করতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত