Ajker Patrika

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগে বাঙালি হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে টুইট করে এ খবর জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রে আইকনিক অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে দাদাসাহেব ফালকে বাছাই জুরি। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।’

পুরস্কারের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মিঠুন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনো কল্পনাও করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’

মিঠুনের এই পরস্কার প্রাপ্তির খবরে শুভেচ্ছা জানিয়েছেন টালিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতাশঙ্কর, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষসহ বলিউডের অনেক তারকা।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী।

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত