শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। ভারতজুড়ে ‘জওয়ান’-এর মতো এত উন্মাদনা আগে কোনো সিনেমার জন্য দেখা যায়নি। এদিকে গতকাল বুধবার রাত থেকেই জেগে ছিল পুরো ভারত। বহু জায়গাতেই বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘জওয়ান’-এর প্রথম শো। আর তা নিয়েই রীতিমতো হইচই।
পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে ভোরবেলা থেকেই বহু শো হাউসফুল। মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। ভোর ৫টা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদ্যাপন করার জন্য বেরিয়ে পড়েছি। বলিউড বাদশাহকে বড় পর্দায় স্বাগত’।
এই ভিডিও রীতিমতো ভাইরাল। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং বলিউড বাদশাহ। শাহরুখ লিখেছেন, ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। আশা করি, সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সিনেমা হলে দেখব বলে জেগে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ’।
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শাহরুখ, জওয়ানের জন্য অনেক শুভকামনা।’ উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে ভালোবাসি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এসে শক্ত আলিঙ্গন করব।’
বিক্রম পরিচালক লোকেশ কানাগরাজের টুইটের জবাবও দিয়েছেন এসআরকে। চলচ্চিত্র নির্মাতা টুইট করেছেন, ‘এসআরকে স্যার, আমার প্রিয় ভাই অ্যাটলি, অনিরুধ, নয়নথারা, বিজয় সেতুপতি এবং জওয়ানের পুরো কাস্ট এবং ক্রুকে ব্লকবাস্টার হওয়ার জন্য পরম শুভকামনা জানাচ্ছি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে সময় পেলে ছবিটি দেখার নিমন্ত্রণ রইল। তামিলে দেখুন এবং আমরা কেমন করেছি জানান। এবং লিওর প্রতিও আমার সব ভালোবাসা।’
এর আগে গতকাল বুধবার সুপারস্টার মহেশ বাবুও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জওয়ানের সময় এসেছে! শাহরুখ খানের উন্মাদনা এবং শক্তি সম্পূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে! সর্বকালের ব্লকবাস্টার সাফল্য কামনা করছি! তাই পুরো পরিবারের সঙ্গে এটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’ মহেশ বাবুর উত্তর শাহরুখ বলেছেন। তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আশা করি আপনি সিনেমাটি উপভোগ করবেন। আপনি যখন জওয়ান দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনার সঙ্গে এটি দেখতে চাই। আপনাকে এবং পরিবারের প্রতি ভালোবাসা। আপনাকে আলিঙ্গন।’
এদিকে আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘জওয়ান’। আজ সন্ধ্যা ৬টা থেকেই ভারতের সঙ্গে একই দিনে শাহরুখের ‘জওয়ান’ দেখতে পাবে দেশের দর্শকেরা।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। ভারতজুড়ে ‘জওয়ান’-এর মতো এত উন্মাদনা আগে কোনো সিনেমার জন্য দেখা যায়নি। এদিকে গতকাল বুধবার রাত থেকেই জেগে ছিল পুরো ভারত। বহু জায়গাতেই বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘জওয়ান’-এর প্রথম শো। আর তা নিয়েই রীতিমতো হইচই।
পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে ভোরবেলা থেকেই বহু শো হাউসফুল। মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। ভোর ৫টা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদ্যাপন করার জন্য বেরিয়ে পড়েছি। বলিউড বাদশাহকে বড় পর্দায় স্বাগত’।
এই ভিডিও রীতিমতো ভাইরাল। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং বলিউড বাদশাহ। শাহরুখ লিখেছেন, ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। আশা করি, সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সিনেমা হলে দেখব বলে জেগে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ’।
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শাহরুখ, জওয়ানের জন্য অনেক শুভকামনা।’ উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে ভালোবাসি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এসে শক্ত আলিঙ্গন করব।’
বিক্রম পরিচালক লোকেশ কানাগরাজের টুইটের জবাবও দিয়েছেন এসআরকে। চলচ্চিত্র নির্মাতা টুইট করেছেন, ‘এসআরকে স্যার, আমার প্রিয় ভাই অ্যাটলি, অনিরুধ, নয়নথারা, বিজয় সেতুপতি এবং জওয়ানের পুরো কাস্ট এবং ক্রুকে ব্লকবাস্টার হওয়ার জন্য পরম শুভকামনা জানাচ্ছি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে সময় পেলে ছবিটি দেখার নিমন্ত্রণ রইল। তামিলে দেখুন এবং আমরা কেমন করেছি জানান। এবং লিওর প্রতিও আমার সব ভালোবাসা।’
এর আগে গতকাল বুধবার সুপারস্টার মহেশ বাবুও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জওয়ানের সময় এসেছে! শাহরুখ খানের উন্মাদনা এবং শক্তি সম্পূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে! সর্বকালের ব্লকবাস্টার সাফল্য কামনা করছি! তাই পুরো পরিবারের সঙ্গে এটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’ মহেশ বাবুর উত্তর শাহরুখ বলেছেন। তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আশা করি আপনি সিনেমাটি উপভোগ করবেন। আপনি যখন জওয়ান দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনার সঙ্গে এটি দেখতে চাই। আপনাকে এবং পরিবারের প্রতি ভালোবাসা। আপনাকে আলিঙ্গন।’
এদিকে আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘জওয়ান’। আজ সন্ধ্যা ৬টা থেকেই ভারতের সঙ্গে একই দিনে শাহরুখের ‘জওয়ান’ দেখতে পাবে দেশের দর্শকেরা।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
এক দশকের বেশি সময় আগে সিনেমা থেকে সরে আসা এই অভিনেত্রী ডলি জহুর আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, অনেক সিনেমায় তাঁকে ঠিকমতো দেওয়া হতো না পারিশ্রমিক! এখনো পরিচালকদের কাছে তাঁর পাওনা রয়েছে ৩৪ লাখ টাকা।
২৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শো উপস্থাপনা করছেন তিনি। এর আগে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানের প্রথম দুই পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি।
৫ ঘণ্টা আগেসংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’ নামের এই উৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বিভিন্ন নাট্যদলের নাটক।
৬ ঘণ্টা আগে২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু তাঁর। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করলেও রুপালি পর্দায় নিয়মিত হতে পারেননি। থিতু হয়েছেন ছোট পর্দায়।
১২ ঘণ্টা আগে