বিনোদন ডেস্ক
শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। ভারতজুড়ে ‘জওয়ান’-এর মতো এত উন্মাদনা আগে কোনো সিনেমার জন্য দেখা যায়নি। এদিকে গতকাল বুধবার রাত থেকেই জেগে ছিল পুরো ভারত। বহু জায়গাতেই বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘জওয়ান’-এর প্রথম শো। আর তা নিয়েই রীতিমতো হইচই।
পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে ভোরবেলা থেকেই বহু শো হাউসফুল। মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। ভোর ৫টা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদ্যাপন করার জন্য বেরিয়ে পড়েছি। বলিউড বাদশাহকে বড় পর্দায় স্বাগত’।
এই ভিডিও রীতিমতো ভাইরাল। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং বলিউড বাদশাহ। শাহরুখ লিখেছেন, ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। আশা করি, সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সিনেমা হলে দেখব বলে জেগে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ’।
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শাহরুখ, জওয়ানের জন্য অনেক শুভকামনা।’ উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে ভালোবাসি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এসে শক্ত আলিঙ্গন করব।’
বিক্রম পরিচালক লোকেশ কানাগরাজের টুইটের জবাবও দিয়েছেন এসআরকে। চলচ্চিত্র নির্মাতা টুইট করেছেন, ‘এসআরকে স্যার, আমার প্রিয় ভাই অ্যাটলি, অনিরুধ, নয়নথারা, বিজয় সেতুপতি এবং জওয়ানের পুরো কাস্ট এবং ক্রুকে ব্লকবাস্টার হওয়ার জন্য পরম শুভকামনা জানাচ্ছি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে সময় পেলে ছবিটি দেখার নিমন্ত্রণ রইল। তামিলে দেখুন এবং আমরা কেমন করেছি জানান। এবং লিওর প্রতিও আমার সব ভালোবাসা।’
এর আগে গতকাল বুধবার সুপারস্টার মহেশ বাবুও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জওয়ানের সময় এসেছে! শাহরুখ খানের উন্মাদনা এবং শক্তি সম্পূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে! সর্বকালের ব্লকবাস্টার সাফল্য কামনা করছি! তাই পুরো পরিবারের সঙ্গে এটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’ মহেশ বাবুর উত্তর শাহরুখ বলেছেন। তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আশা করি আপনি সিনেমাটি উপভোগ করবেন। আপনি যখন জওয়ান দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনার সঙ্গে এটি দেখতে চাই। আপনাকে এবং পরিবারের প্রতি ভালোবাসা। আপনাকে আলিঙ্গন।’
এদিকে আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘জওয়ান’। আজ সন্ধ্যা ৬টা থেকেই ভারতের সঙ্গে একই দিনে শাহরুখের ‘জওয়ান’ দেখতে পাবে দেশের দর্শকেরা।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। ভারতজুড়ে ‘জওয়ান’-এর মতো এত উন্মাদনা আগে কোনো সিনেমার জন্য দেখা যায়নি। এদিকে গতকাল বুধবার রাত থেকেই জেগে ছিল পুরো ভারত। বহু জায়গাতেই বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে যায় ‘জওয়ান’-এর প্রথম শো। আর তা নিয়েই রীতিমতো হইচই।
পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে ভোরবেলা থেকেই বহু শো হাউসফুল। মুম্বাইয়ে ভোরের প্রথম শো দেখে রাস্তায় মিছিল করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। ভোর ৫টা থেকেই শুরু হয় মিছিল। তার সঙ্গে ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক দল অনুরাগী মিছিল করতে করতে প্রথম শো দেখতে চলেছেন। সঙ্গে লেখা হয়েছে, ‘এখন ভোর ৫.৩৫। আমরা সকাল ৬টার প্রথম শো উদ্যাপন করার জন্য বেরিয়ে পড়েছি। বলিউড বাদশাহকে বড় পর্দায় স্বাগত’।
এই ভিডিও রীতিমতো ভাইরাল। তা দেখে চুপ থাকতে পারলেন না স্বয়ং বলিউড বাদশাহ। শাহরুখ লিখেছেন, ‘লাভ ইউ বয়েজ অ্যান্ড গার্লস। আশা করি, সিনেমাটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সিনেমা হলে দেখব বলে জেগে আছি। অনেক ভালোবাসা আর ধন্যবাদ’।
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শাহরুখ, জওয়ানের জন্য অনেক শুভকামনা।’ উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আপনাকে ভালোবাসি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এসে শক্ত আলিঙ্গন করব।’
বিক্রম পরিচালক লোকেশ কানাগরাজের টুইটের জবাবও দিয়েছেন এসআরকে। চলচ্চিত্র নির্মাতা টুইট করেছেন, ‘এসআরকে স্যার, আমার প্রিয় ভাই অ্যাটলি, অনিরুধ, নয়নথারা, বিজয় সেতুপতি এবং জওয়ানের পুরো কাস্ট এবং ক্রুকে ব্লকবাস্টার হওয়ার জন্য পরম শুভকামনা জানাচ্ছি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে সময় পেলে ছবিটি দেখার নিমন্ত্রণ রইল। তামিলে দেখুন এবং আমরা কেমন করেছি জানান। এবং লিওর প্রতিও আমার সব ভালোবাসা।’
এর আগে গতকাল বুধবার সুপারস্টার মহেশ বাবুও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জওয়ানের সময় এসেছে! শাহরুখ খানের উন্মাদনা এবং শক্তি সম্পূর্ণভাবে প্রদর্শিত হচ্ছে! সর্বকালের ব্লকবাস্টার সাফল্য কামনা করছি! তাই পুরো পরিবারের সঙ্গে এটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’ মহেশ বাবুর উত্তর শাহরুখ বলেছেন। তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আশা করি আপনি সিনেমাটি উপভোগ করবেন। আপনি যখন জওয়ান দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনার সঙ্গে এটি দেখতে চাই। আপনাকে এবং পরিবারের প্রতি ভালোবাসা। আপনাকে আলিঙ্গন।’
এদিকে আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘জওয়ান’। আজ সন্ধ্যা ৬টা থেকেই ভারতের সঙ্গে একই দিনে শাহরুখের ‘জওয়ান’ দেখতে পাবে দেশের দর্শকেরা।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...
৮ ঘণ্টা আগেতিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
১০ ঘণ্টা আগেকনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
১৪ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
১৮ ঘণ্টা আগে