সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’-এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে প্রতিষ্ঠানটির সাততলা ভবন।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক এবং একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দেন অক্ষয় কুমার। এই পরিস্থিতিতে সবার আগে প্রযোজককে অক্ষয় ফোন করেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এবার বাসু ভগনানির পুত্র ও অভিনেতা জ্যাকি ভগনানি জানিয়েছেন অক্ষয় কুমার তাঁদের সঙ্গে দেখা করে এই পরিস্থিতিতে পাশে থাকার ভরসা দিয়েছেন। জ্যাকি জানিয়েছেন, অক্ষয় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার পারিশ্রমিক নেবেন না, যতক্ষণ না পুরো কাস্ট এবং ক্রুদের পারিশ্রমিক পরিশোধ হচ্ছে।
জ্যাকি ভগনানি বলেন, ‘অক্ষয় স্যার সম্প্রতি আমাদের সঙ্গে দেখা করেছেন। পরিস্থিতি সম্পর্কে জানার পর, তিনি এগিয়ে এসে কলাকুশলীদের প্রতি তাঁর সমর্থন দেখাতে দ্বিধা করেননি। আমাদের প্রকল্পগুলোর সব ক্রু সদস্য তাঁদের সম্পূর্ণ অর্থ না পাওয়া পর্যন্ত তিনি নিজের পারিশ্রমিক নেওয়া স্থগিত করেছেন।’
জ্যাকি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞতা। আসলে সিনেমার ব্যবসা নির্ভর করে দৃঢ় সম্পর্কের ওপর, এই চেতনাই আমরা ইন্ডাস্ট্রিতে লালন করার চেষ্টা করি।’
গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার বেশ কয়েকজন অভিনেতা এখনো তাদের পারিশ্রমিক পাননি। অভিনেতাদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা ও টাইগার শ্রফও।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অক্ষয় ও টাইগারের সঙ্গে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, আলিয়া এফ, মানুষী চিল্লার এবং সোনাক্ষী সিনহা। চলতি বছরের ১০ এপ্রিল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মিত হলেও বিশ্বব্যাপী সিনেমাটি মাত্র ১১০ কোটি রুপি আয় করে।
সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’-এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে প্রতিষ্ঠানটির সাততলা ভবন।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক এবং একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দেন অক্ষয় কুমার। এই পরিস্থিতিতে সবার আগে প্রযোজককে অক্ষয় ফোন করেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এবার বাসু ভগনানির পুত্র ও অভিনেতা জ্যাকি ভগনানি জানিয়েছেন অক্ষয় কুমার তাঁদের সঙ্গে দেখা করে এই পরিস্থিতিতে পাশে থাকার ভরসা দিয়েছেন। জ্যাকি জানিয়েছেন, অক্ষয় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার পারিশ্রমিক নেবেন না, যতক্ষণ না পুরো কাস্ট এবং ক্রুদের পারিশ্রমিক পরিশোধ হচ্ছে।
জ্যাকি ভগনানি বলেন, ‘অক্ষয় স্যার সম্প্রতি আমাদের সঙ্গে দেখা করেছেন। পরিস্থিতি সম্পর্কে জানার পর, তিনি এগিয়ে এসে কলাকুশলীদের প্রতি তাঁর সমর্থন দেখাতে দ্বিধা করেননি। আমাদের প্রকল্পগুলোর সব ক্রু সদস্য তাঁদের সম্পূর্ণ অর্থ না পাওয়া পর্যন্ত তিনি নিজের পারিশ্রমিক নেওয়া স্থগিত করেছেন।’
জ্যাকি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞতা। আসলে সিনেমার ব্যবসা নির্ভর করে দৃঢ় সম্পর্কের ওপর, এই চেতনাই আমরা ইন্ডাস্ট্রিতে লালন করার চেষ্টা করি।’
গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার বেশ কয়েকজন অভিনেতা এখনো তাদের পারিশ্রমিক পাননি। অভিনেতাদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা ও টাইগার শ্রফও।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অক্ষয় ও টাইগারের সঙ্গে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, আলিয়া এফ, মানুষী চিল্লার এবং সোনাক্ষী সিনহা। চলতি বছরের ১০ এপ্রিল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মিত হলেও বিশ্বব্যাপী সিনেমাটি মাত্র ১১০ কোটি রুপি আয় করে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১০ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১০ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে