Ajker Patrika

পদযাত্রায় রাহুলের সঙ্গে স্বরা ভাস্কর, রাজনীতিতে নামার ইঙ্গিত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২৩: ২২
পদযাত্রায় রাহুলের সঙ্গে স্বরা ভাস্কর, রাজনীতিতে নামার ইঙ্গিত

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আজ বৃহস্পতিবার রাহুল গান্ধীর পাশে দেখা গেছে বলিউড তারকা স্বরা ভাস্করকে। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ‘ভারত জড়ো’ যাত্রার মাধ্যমে কংগ্রেস মানুষের মনে জায়গা করে নিতে চাইছে। এমনকি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতজুড়েই এই পদযাত্রার প্রভাব পড়ছে। ভারত জড়ো যাত্রার নেতৃত্ব দিচ্ছেন সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। তাঁর সঙ্গেই পা মেলাচ্ছেন শীর্ষ রাজনৈতিক নেতারাসহ বলিউডের তারকার। রিয়া সেনের পর এবার পা মেলালেন বলি তারকা স্বরা ভাস্কর।

কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পদযাত্রার ছবি শেয়ার করা হয়েছে। অভিনেত্রী স্বরা ভাস্কর নিজেও রিটুইট করেছেন সেটি।  

রাহুল গান্ধীর সঙ্গে স্বরা ভাস্কর। ছবি: টুইটারগত ৭ নভেম্বর দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে ‘ভারত জড়ো যাত্রা’ শুরু করেন রাহুল গান্ধী। এরই মধ্যে এই পদযাত্রায় পা মিলিয়েছেন অসংখ্য তারকা। পূজা ভাট, রেশমি দেশাই, রিয়া সেন, আমল পালেকর, সন্ধ্যা গোখলে, আকাঙ্ক্ষা পুরীর মতো তারকা হেঁটেছেন রাহুল গান্ধীর পাশে। সেই তালিকায় এবার নাম জুড়ল স্বরা ভাস্করের।  

সামাজিক হোক বা রাজনৈতিক, নিজের মতামত নিয়ে বরাবরই সরব স্বরা। গেরুয়া শিবিরের বিভিন্ন পদক্ষেপ ও বক্তব্যের বিরোধিতা করতে দেখা যায় প্রায়শই। এমন পরিস্থিতিতে কংগ্রেসের পাশে তাঁর অবস্থান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

রাজনৈতিক নেতাদের মধ্যে উত্তরখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং, সাবেক সংসদ সদস্য প্রেম চাঁদ গুড্ডু ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাবেক সভাপতি শোভা ওঝাকেও রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়ে হাঁটতে দেখা গেছে। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রায় স্বরা ভাস্কর। ছবি: টুইটারআগামী ১২ দিনের মধ্যে পশ্চিম মধ্যপ্রদেশের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মালওয়া-নিমার অঞ্চলের ৩৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরিকল্পনা রয়েছে রাহুলের। আগামী বছর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মধ্যপ্রদেশ থেকে যাত্রা রাজস্থানে প্রবেশ করবে আগামী ৪ ডিসেম্বর। রাহুল গান্ধীর নেতৃত্বে যাত্রাটি ২৩ নভেম্বর প্রতিবেশী মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় প্রবেশ করে। এটি এখন পর্যন্ত মধ্যপ্রদেশের বুরহানপুর, খান্ডওয়া, খারগাঁও এবং ইন্দোর জেলা অতিক্রম করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত