‘ভুলভুলাইয়া ২’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ‘ভুলভুলাইয়া’র মত এই ছবিতে থাকছেন বিদ্যা, জানালেন ছবির পরিচালক আনিস বাজমি। মঞ্জুলিকারূপেই দেখা যাবে এই অভিনেত্রীকে। কোনও বলিউডি গুঞ্জন নয়, এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবির পরিচালক আনিস বাজমি। তিনি জানান, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকা রূপে যেভাবে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন বিদ্যা, ঠিক সেভাবে এই ছবিতেও হাজির হবেন তিনি। তবে এর বেশি বিদ্যা অভিনীত এই চরিত্র সম্পর্কে কথা বলতে চাননি। তাঁর কথায়, ‘বাকি ব্যাপারটুকু ছবির জন্য তোলা থাকুক।’
ভারতীয় সংবাদমাধ্যম মিডডেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’ এবং ‘মঞ্জুলিকা’ প্রসঙ্গে আনিস বলেন, ‘ছবির মধ্যে ব্যক্তিগতভাবে এই চরিত্রটি আমার ভীষণ পছন্দের। তাই ছবির নাম যদি ভুলভুলাইয়া হয়, তাহলে সেখানে মঞ্জুলিকা ছাড়া ভাবতে পারিনি।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবির প্রশংসা করেছে দর্শক ও সমালোচক। ছবিতে বিদ্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয়কুমার, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল ,রাজপাল যাদবদের। অন্যদিকে, আগে জানা গিয়েছিল ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টাবুও।
তবে এর আগে বিদ্যা বলেছিলেন,‘আমি এই ছবির সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই’ বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন তিনি এই ছবিতে অভিনয় করছেন না। গুণগত মানের দিক থেকে এই ছবিটি ‘ভুলভুলাইয়া’-র সমকক্ষ হবে কি না সে প্রশ্নের জবাবও এড়িয়ে যান বিদ্যা। অন্য আরও একটি সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক অনিস বাজমিও জানিয়েছিলেন যে, ছবির নামটুকু ছাড়া ‘ভুলভুলাইয়া’-র সঙ্গে এ ছবির কোনও মিল নেই। ছবির টাইটেল ট্র্যাক ও ‘আমি যে তোমার’ গানখানা ব্যবহার করা হবে এই ছবিতেও। ব্যাস এটুকুই! এছাড়া গল্প থেকে চরিত্র সবকিছুই প্রায় মোটামুটি আলাদা।
‘ভুলভুলাইয়া ২’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ‘ভুলভুলাইয়া’র মত এই ছবিতে থাকছেন বিদ্যা, জানালেন ছবির পরিচালক আনিস বাজমি। মঞ্জুলিকারূপেই দেখা যাবে এই অভিনেত্রীকে। কোনও বলিউডি গুঞ্জন নয়, এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবির পরিচালক আনিস বাজমি। তিনি জানান, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকা রূপে যেভাবে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন বিদ্যা, ঠিক সেভাবে এই ছবিতেও হাজির হবেন তিনি। তবে এর বেশি বিদ্যা অভিনীত এই চরিত্র সম্পর্কে কথা বলতে চাননি। তাঁর কথায়, ‘বাকি ব্যাপারটুকু ছবির জন্য তোলা থাকুক।’
ভারতীয় সংবাদমাধ্যম মিডডেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’ এবং ‘মঞ্জুলিকা’ প্রসঙ্গে আনিস বলেন, ‘ছবির মধ্যে ব্যক্তিগতভাবে এই চরিত্রটি আমার ভীষণ পছন্দের। তাই ছবির নাম যদি ভুলভুলাইয়া হয়, তাহলে সেখানে মঞ্জুলিকা ছাড়া ভাবতে পারিনি।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবির প্রশংসা করেছে দর্শক ও সমালোচক। ছবিতে বিদ্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয়কুমার, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল ,রাজপাল যাদবদের। অন্যদিকে, আগে জানা গিয়েছিল ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টাবুও।
তবে এর আগে বিদ্যা বলেছিলেন,‘আমি এই ছবির সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই’ বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন তিনি এই ছবিতে অভিনয় করছেন না। গুণগত মানের দিক থেকে এই ছবিটি ‘ভুলভুলাইয়া’-র সমকক্ষ হবে কি না সে প্রশ্নের জবাবও এড়িয়ে যান বিদ্যা। অন্য আরও একটি সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক অনিস বাজমিও জানিয়েছিলেন যে, ছবির নামটুকু ছাড়া ‘ভুলভুলাইয়া’-র সঙ্গে এ ছবির কোনও মিল নেই। ছবির টাইটেল ট্র্যাক ও ‘আমি যে তোমার’ গানখানা ব্যবহার করা হবে এই ছবিতেও। ব্যাস এটুকুই! এছাড়া গল্প থেকে চরিত্র সবকিছুই প্রায় মোটামুটি আলাদা।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১০ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১০ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে