‘ভুলভুলাইয়া ২’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ‘ভুলভুলাইয়া’র মত এই ছবিতে থাকছেন বিদ্যা, জানালেন ছবির পরিচালক আনিস বাজমি। মঞ্জুলিকারূপেই দেখা যাবে এই অভিনেত্রীকে। কোনও বলিউডি গুঞ্জন নয়, এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবির পরিচালক আনিস বাজমি। তিনি জানান, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকা রূপে যেভাবে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন বিদ্যা, ঠিক সেভাবে এই ছবিতেও হাজির হবেন তিনি। তবে এর বেশি বিদ্যা অভিনীত এই চরিত্র সম্পর্কে কথা বলতে চাননি। তাঁর কথায়, ‘বাকি ব্যাপারটুকু ছবির জন্য তোলা থাকুক।’
ভারতীয় সংবাদমাধ্যম মিডডেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’ এবং ‘মঞ্জুলিকা’ প্রসঙ্গে আনিস বলেন, ‘ছবির মধ্যে ব্যক্তিগতভাবে এই চরিত্রটি আমার ভীষণ পছন্দের। তাই ছবির নাম যদি ভুলভুলাইয়া হয়, তাহলে সেখানে মঞ্জুলিকা ছাড়া ভাবতে পারিনি।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবির প্রশংসা করেছে দর্শক ও সমালোচক। ছবিতে বিদ্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয়কুমার, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল ,রাজপাল যাদবদের। অন্যদিকে, আগে জানা গিয়েছিল ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টাবুও।
তবে এর আগে বিদ্যা বলেছিলেন,‘আমি এই ছবির সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই’ বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন তিনি এই ছবিতে অভিনয় করছেন না। গুণগত মানের দিক থেকে এই ছবিটি ‘ভুলভুলাইয়া’-র সমকক্ষ হবে কি না সে প্রশ্নের জবাবও এড়িয়ে যান বিদ্যা। অন্য আরও একটি সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক অনিস বাজমিও জানিয়েছিলেন যে, ছবির নামটুকু ছাড়া ‘ভুলভুলাইয়া’-র সঙ্গে এ ছবির কোনও মিল নেই। ছবির টাইটেল ট্র্যাক ও ‘আমি যে তোমার’ গানখানা ব্যবহার করা হবে এই ছবিতেও। ব্যাস এটুকুই! এছাড়া গল্প থেকে চরিত্র সবকিছুই প্রায় মোটামুটি আলাদা।
‘ভুলভুলাইয়া ২’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ‘ভুলভুলাইয়া’র মত এই ছবিতে থাকছেন বিদ্যা, জানালেন ছবির পরিচালক আনিস বাজমি। মঞ্জুলিকারূপেই দেখা যাবে এই অভিনেত্রীকে। কোনও বলিউডি গুঞ্জন নয়, এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবির পরিচালক আনিস বাজমি। তিনি জানান, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকা রূপে যেভাবে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন বিদ্যা, ঠিক সেভাবে এই ছবিতেও হাজির হবেন তিনি। তবে এর বেশি বিদ্যা অভিনীত এই চরিত্র সম্পর্কে কথা বলতে চাননি। তাঁর কথায়, ‘বাকি ব্যাপারটুকু ছবির জন্য তোলা থাকুক।’
ভারতীয় সংবাদমাধ্যম মিডডেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’ এবং ‘মঞ্জুলিকা’ প্রসঙ্গে আনিস বলেন, ‘ছবির মধ্যে ব্যক্তিগতভাবে এই চরিত্রটি আমার ভীষণ পছন্দের। তাই ছবির নাম যদি ভুলভুলাইয়া হয়, তাহলে সেখানে মঞ্জুলিকা ছাড়া ভাবতে পারিনি।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবির প্রশংসা করেছে দর্শক ও সমালোচক। ছবিতে বিদ্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয়কুমার, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল ,রাজপাল যাদবদের। অন্যদিকে, আগে জানা গিয়েছিল ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টাবুও।
তবে এর আগে বিদ্যা বলেছিলেন,‘আমি এই ছবির সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই’ বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন তিনি এই ছবিতে অভিনয় করছেন না। গুণগত মানের দিক থেকে এই ছবিটি ‘ভুলভুলাইয়া’-র সমকক্ষ হবে কি না সে প্রশ্নের জবাবও এড়িয়ে যান বিদ্যা। অন্য আরও একটি সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক অনিস বাজমিও জানিয়েছিলেন যে, ছবির নামটুকু ছাড়া ‘ভুলভুলাইয়া’-র সঙ্গে এ ছবির কোনও মিল নেই। ছবির টাইটেল ট্র্যাক ও ‘আমি যে তোমার’ গানখানা ব্যবহার করা হবে এই ছবিতেও। ব্যাস এটুকুই! এছাড়া গল্প থেকে চরিত্র সবকিছুই প্রায় মোটামুটি আলাদা।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১০ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১০ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১০ ঘণ্টা আগে