Ajker Patrika

কার সঙ্গে প্রেম করছেন অনন্যা, জানা গেল জন্মদিনে

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৪: ৫০
Thumbnail image
অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

২৬ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। পরিবার, বন্ধু ও ভক্ত–অনুরাগীদের থেকে পাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা। তবে সবকিছু ছাপিয়ে এখন চর্চায় মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর শুভেচ্ছা বার্তাটি। বলিউডে বহুদিন ধরে অনন্যা ও ওয়াকারের প্রেমের গুঞ্জন চলছে। জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তাঁদের এক সঙ্গে দেখা যায়। এরপর গুঞ্জন চাউর হয়— প্রেম করছেন অনন্যা–ওয়াকার। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন তাঁরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জন্মদিনের প্রথম প্রহরে ওয়াকার তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে অনন্যাকে শুভেচ্ছা জানান। অভিনেত্রীর মিষ্টি হাসির হাই নেক টপ পরা একটি ছবি দিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি অনেক বিশেষ কিছু। আমি ভালোবাসি অ্যানি।’

মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোরের ইনস্টাগ্রামের স্টোরিতে দেওয়া পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম
মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোরের ইনস্টাগ্রামের স্টোরিতে দেওয়া পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম

মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে শৈশবের ভিডিও শেয়ার দিয়েছেন মা ভাবনা পাণ্ডে। সেখানে ক্যাপশনে লেখা, ‘জন্মদিনের আগের দিন। অনন্যা পাণ্ডে! অনেক ভালোবাসা আর কিছু জোর করে চুম্বন।’ ওই ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত ছোট্ট অনন্যা। সে তার মায়ের গালে চুমু দিচ্ছে। ভাবনাও অনন্যার গালে চুমু দিচ্ছেন।

অনন্যার সঙ্গে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেম ছিল। স্পেন, পর্তুগালে অবকাশ যাপনে তাঁদের এক সঙ্গে দেখা যায়। এক সময় করণ জোহরের অনুষ্ঠানে প্রায় বলেই ফেলেছিলেন—আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কে রয়েছে। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই সেই সম্পর্কে ছেদ পড়ে। আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙে অনন্যার। তবে আদিত্যের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত