বিনোদন ডেস্ক
বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন।
ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’।
বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন।
ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৩৮ মিনিট আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৯ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৩ ঘণ্টা আগে