Ajker Patrika

সাবা কামারকে চিনে রাখুন

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৬: ৩৯
সাবা কামারকে চিনে রাখুন

বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে। 

সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন। 

ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। 

পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। 

২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি। 

গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’। পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারপাকিস্তানি অভিনেত্রী সাবা কামারপাকিস্তানি অভিনেত্রী সাবা কামারপাকিস্তানি অভিনেত্রী সাবা কামারপাকিস্তানি অভিনেত্রী সাবা কামারপাকিস্তানি অভিনেত্রী সাবা কামারপাকিস্তানি অভিনেত্রী সাবা কামার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত