বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন।
ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’।
বলিউড ভাইজান সালমান খানকে ‘অভদ্র’ বলে ভালোই তোপের মুখে পড়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। পাকিস্তানের এক টিভি শোর ভিডিওতে শুধু সালমান খান নয়, ইমরান হাশমিকেও রিজেক্ট করেছেন অভিনেত্রী। ভিডিওটি ২০১৫ সালের হলেও, পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’–এর তখনকার একটি এক পর্বে সাবা কামারের মন্তব্যগুলোর কারণে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। সাবা আরও জানিয়েছেন, ‘মার্ডার’ তারকার সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।
সাবা কামার পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া পাকিস্তানি অভিনেত্রীদের একজন।
ছোট পর্দায় সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবা কামার তাঁর ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন সিরিয়াল ‘মে আওরা হু’–এর মাধ্যমে। এরপর ‘ঘারুর’, ‘তাকদীর’, ‘ছাপ’, ‘ধুপ মে আন্ধেরা হ্যায়’ সিরিয়ালে অভিনয় করেন তিনি।
২০১৫ সালে উর্দু সাহিত্যের অন্যতম গল্পকার সাদাত হাসান মান্টুর বায়োপিক ‘মান্টু’–এর মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লাহোর সে আগে’ এবং ‘৮৯৬৯’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে সে বছর ফিল্মফেয়ারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।
গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘ঘাবরাণা নাহি হে’ ও ‘কামলি’।
দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
৫ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
৬ ঘণ্টা আগেবিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
৭ ঘণ্টা আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
৯ ঘণ্টা আগে