ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। পর্দায় বরাবরই তাঁকে দেখা গেছে কৌতুকাভিনেতার চরিত্রে। হাস্যরসের কারণেই তিনি জনপ্রিয় দর্শকমহলে। পর্দায় সবাইকে তিনি যেমন হাসিয়ে রাখেন ঠিক এর বিপরীতে তাঁর জীবনে রয়েছে অসংখ্য কষ্টের স্মৃতি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কিছু কষ্টের দিনের স্মৃতিচারণ করেছেন তিনি।
সালটা ১৯৯১। সেই সময় প্রথম স্ত্রীকে হারান রাজপাল। পরিবারে তখন অর্থাভাব, বাড়ি থেকে দূরে অন্য শহরে গিয়ে চাকরি করতেন কাপড়ের কারখানায়। কথা ছিল, সন্তান জন্মের সময় দেখা করবেন স্ত্রীর সঙ্গে। কিন্তু তা আর হল না। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তার স্ত্রী।
রাজপালের কথায়, ‘ওই বয়সে আবেগ নিয়ন্ত্রণে থাকে না। এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কষ্ট করে একটা চাকরি জুটিয়েছিলাম কাপড়ের কারখানায়। ভেবেছিলাম সুখের সংসার হবে। সন্তানের জন্ম দিতে স্ত্রী গিয়ে মারা গেল। এক দিন পরেই ওর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়ে উঠল না। কী কপাল!’
রাজপাল আরও বলেন, ‘নিজের কাঁধে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করেছি। এখনো সেই যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।’
প্রথম স্ত্রী মৃত্যুর পর শুরু হল রাজপালের অভিনেতার হয়ে ওঠার লড়াই। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’-তে পড়াশোনা। তার পর একাধিক টিভি শো-তে কাজ করেন রাজপাল। অবশেষে ২০০০ সালে বড় পর্দায় অভিষেক ‘জঙ্গল’ ছবির মাধ্যমে। অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে সময় লেগে যায় প্রায় ১৩ বছর। প্রথম ছবি মুক্তির পর ২০০১ সালে একটি ছবির শুটিং করতে গিয়ে আলাপ হয় বর্তমান স্ত্রী রাধার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই ২০০৩ সালে ফের ঘর বাঁধেন তিনি।
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। পর্দায় বরাবরই তাঁকে দেখা গেছে কৌতুকাভিনেতার চরিত্রে। হাস্যরসের কারণেই তিনি জনপ্রিয় দর্শকমহলে। পর্দায় সবাইকে তিনি যেমন হাসিয়ে রাখেন ঠিক এর বিপরীতে তাঁর জীবনে রয়েছে অসংখ্য কষ্টের স্মৃতি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কিছু কষ্টের দিনের স্মৃতিচারণ করেছেন তিনি।
সালটা ১৯৯১। সেই সময় প্রথম স্ত্রীকে হারান রাজপাল। পরিবারে তখন অর্থাভাব, বাড়ি থেকে দূরে অন্য শহরে গিয়ে চাকরি করতেন কাপড়ের কারখানায়। কথা ছিল, সন্তান জন্মের সময় দেখা করবেন স্ত্রীর সঙ্গে। কিন্তু তা আর হল না। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তার স্ত্রী।
রাজপালের কথায়, ‘ওই বয়সে আবেগ নিয়ন্ত্রণে থাকে না। এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কষ্ট করে একটা চাকরি জুটিয়েছিলাম কাপড়ের কারখানায়। ভেবেছিলাম সুখের সংসার হবে। সন্তানের জন্ম দিতে স্ত্রী গিয়ে মারা গেল। এক দিন পরেই ওর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়ে উঠল না। কী কপাল!’
রাজপাল আরও বলেন, ‘নিজের কাঁধে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করেছি। এখনো সেই যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।’
প্রথম স্ত্রী মৃত্যুর পর শুরু হল রাজপালের অভিনেতার হয়ে ওঠার লড়াই। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’-তে পড়াশোনা। তার পর একাধিক টিভি শো-তে কাজ করেন রাজপাল। অবশেষে ২০০০ সালে বড় পর্দায় অভিষেক ‘জঙ্গল’ ছবির মাধ্যমে। অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে সময় লেগে যায় প্রায় ১৩ বছর। প্রথম ছবি মুক্তির পর ২০০১ সালে একটি ছবির শুটিং করতে গিয়ে আলাপ হয় বর্তমান স্ত্রী রাধার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই ২০০৩ সালে ফের ঘর বাঁধেন তিনি।
২০২২ সালে শেষ হয়েছিল শাহিন সুমনের ‘কুস্তিগীর’ সিনেমার কাজ। ওই বছরেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। এরপর মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ছাড়পত্র পাওয়ার তিন বছর পর আলোর মুখ দেখছে কুস্তিগীর।
৩ ঘণ্টা আগেকরোনার ধাক্কা, লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘট সামলে ২০২৪ সালে স্বরূপে ফিরবে হলিউড—এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু সত্যিকার অর্থে গত বছরটা হলিউডের জন্য খুব সুবিধার যায়নি। বিশেষ করে সুপারহিরো সিনেমার ভরাডুবি ছিল চোখে পড়ার মতো।
৩ ঘণ্টা আগেগত রোববার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে তাঁকে জুলাই অভ্যুত্থানের এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সোমবার অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের
১৫ ঘণ্টা আগেপ্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে আট দিনব্যাপী অনুষ্ঠানমালা। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য নতুন, আকর্ষণীয় নাটক ও টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান রচয়িতা ও নির্মাতারা, অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা...
১ দিন আগে