বিনোদন ডেস্ক
বছরটা যেন একাই শাসন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ বছরের এখন পর্যন্ত মুক্তি পাওয়া তাঁর দুটি সিনেমা পেরিয়েছে হাজার কোটির মাইলফলক। এর মধ্যে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ এর বাজেট ২২৫ কোটি ও অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। সিনেমা দুটি থেকে প্রযোজনা সংস্থাও বিপুল আয় করেছে।
বছরের শেষে মুক্তির অপেক্ষায় আছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের সিনেমা ‘ডানকি’। তবে এর বাজেট শুনলে অবাক হতে পারেন। গত ছয় বছরের মধ্যে শাহরুখ অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে কম বাজেটের সিনেমা এটি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, মাত্র ৮৫ কোটি রুপিতে তৈরি হয়েছে সিনেমাটি। ২০২৩ সালে এসে ‘ডানকি’র বাজেট অবাক হওয়ার মতো।
তবে এটি কেবল প্রোডাকশন খরচ; শাহরুখ খান, রাজকুমার হিরানি, তাপসী পান্নু ও ভিকি কৌশলের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত নেই। তবে এ সিনেমা থেকে পরিচালক হিরানি ও অভিনেতা শাহরুখ কোনো পারিশ্রমিক নেবেন না, তাঁরা লভ্যাংশ ভাগাভাগি করবেন। প্রচার ও অন্যান্য পারিশ্রমিক মিলিয়ে ‘ডানকি’র মোট বাজেট ১২০ কোটি রুপি, যা শাহরুখের সিনেমা হিসেবে অনেক কম।
এর আগে জানা গেছে ‘ডানকি’তে শাহরুখ খান পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ২৮ কোটি রুপি। ছবির জন্য তাপসী নিয়েছেন ১১ কোটি রুপি এবং ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ভিকি কৌশল। বোমান ইরানি নিয়েছেন ১৫ কোটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিচালক রাজকুমার হিরানির পরিকল্পনার কারণেই সিনেমাটিতে খরচ কম হয়েছে। মাত্র ৭৫ দিন শুটিং হয়েছে সিনেমাটির, যার মধ্যে শাহরুখের শুটিং ছিল ৬০ দিন। তাঁর অন্যান্য সিনেমার হিসাবে যা অত্যন্ত কম সময়। আর পোস্টপ্রোডাকশনে যাতে বেশি সময় নষ্ট না হয়, সে জন্য ‘ডানকি’র শুটিংয়ের মধ্যেই সম্পাদনার কাজ অনেকটা সেরে নেন পরিচালক হিরানি।
এদিকে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব থেকে ১০০ কোটি রুপি আয় করেছে ‘ডানকি’। আগামী ২১ ডিসেম্বর মুক্তির পর প্রেক্ষাগৃহের আয় যোগ করলে এই অঙ্ক নিশ্চিতভাবেই কয়েক গুণ বাড়বে। আর পরিচালক রাজকুমার হিরানি তো জানিয়েছেন, তাঁর পরিচালিত ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’কেও ছাড়িয়ে যাবে এটি।
উল্লেখ্য, এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’র প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। আর গত বুধবার প্রকাশ্যে এসেছে ‘ডানকি ড্রপ টু’ ‘লুট পুট গ্যায়া’ গানটি। যা ইতিমধ্যে ইউটিউবে দেখা হয়েছে সাড়ে তিন কোটি বারেরও বেশি।
শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।
বছরটা যেন একাই শাসন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ বছরের এখন পর্যন্ত মুক্তি পাওয়া তাঁর দুটি সিনেমা পেরিয়েছে হাজার কোটির মাইলফলক। এর মধ্যে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ এর বাজেট ২২৫ কোটি ও অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। সিনেমা দুটি থেকে প্রযোজনা সংস্থাও বিপুল আয় করেছে।
বছরের শেষে মুক্তির অপেক্ষায় আছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের সিনেমা ‘ডানকি’। তবে এর বাজেট শুনলে অবাক হতে পারেন। গত ছয় বছরের মধ্যে শাহরুখ অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে কম বাজেটের সিনেমা এটি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, মাত্র ৮৫ কোটি রুপিতে তৈরি হয়েছে সিনেমাটি। ২০২৩ সালে এসে ‘ডানকি’র বাজেট অবাক হওয়ার মতো।
তবে এটি কেবল প্রোডাকশন খরচ; শাহরুখ খান, রাজকুমার হিরানি, তাপসী পান্নু ও ভিকি কৌশলের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত নেই। তবে এ সিনেমা থেকে পরিচালক হিরানি ও অভিনেতা শাহরুখ কোনো পারিশ্রমিক নেবেন না, তাঁরা লভ্যাংশ ভাগাভাগি করবেন। প্রচার ও অন্যান্য পারিশ্রমিক মিলিয়ে ‘ডানকি’র মোট বাজেট ১২০ কোটি রুপি, যা শাহরুখের সিনেমা হিসেবে অনেক কম।
এর আগে জানা গেছে ‘ডানকি’তে শাহরুখ খান পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ২৮ কোটি রুপি। ছবির জন্য তাপসী নিয়েছেন ১১ কোটি রুপি এবং ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ভিকি কৌশল। বোমান ইরানি নিয়েছেন ১৫ কোটি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিচালক রাজকুমার হিরানির পরিকল্পনার কারণেই সিনেমাটিতে খরচ কম হয়েছে। মাত্র ৭৫ দিন শুটিং হয়েছে সিনেমাটির, যার মধ্যে শাহরুখের শুটিং ছিল ৬০ দিন। তাঁর অন্যান্য সিনেমার হিসাবে যা অত্যন্ত কম সময়। আর পোস্টপ্রোডাকশনে যাতে বেশি সময় নষ্ট না হয়, সে জন্য ‘ডানকি’র শুটিংয়ের মধ্যেই সম্পাদনার কাজ অনেকটা সেরে নেন পরিচালক হিরানি।
এদিকে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব থেকে ১০০ কোটি রুপি আয় করেছে ‘ডানকি’। আগামী ২১ ডিসেম্বর মুক্তির পর প্রেক্ষাগৃহের আয় যোগ করলে এই অঙ্ক নিশ্চিতভাবেই কয়েক গুণ বাড়বে। আর পরিচালক রাজকুমার হিরানি তো জানিয়েছেন, তাঁর পরিচালিত ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’কেও ছাড়িয়ে যাবে এটি।
উল্লেখ্য, এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। ‘ডানকি’র প্রথম ঝলক ‘ডানকি ড্রপ ওয়ান’ মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। আর গত বুধবার প্রকাশ্যে এসেছে ‘ডানকি ড্রপ টু’ ‘লুট পুট গ্যায়া’ গানটি। যা ইতিমধ্যে ইউটিউবে দেখা হয়েছে সাড়ে তিন কোটি বারেরও বেশি।
শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এ ছাড়া আরও অভিনয় করেছেন–বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
৩ মিনিট আগেবছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
১১ মিনিট আগেবাংলাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে গত রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হয় একক বংশীবাদন অনুষ্ঠান। বাংলাদেশ বাঁশরী ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করে একটি মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা পর্বের সভাপতিত্
১৫ মিনিট আগেমঞ্চে তখন টেলর সুইফট। ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করবেন তিনি। হাতে থাকা ধূসর খাম খুলে বিজয়ীর নামটি পড়েই একরাশ হাসি ছড়িয়ে পড়ল তাঁর চোখমুখে। উচ্ছ্বাস নিয়ে জানিয়ে দিলেন, ‘অ্যান্ড দ্য গ্র্যামি গোজ টু... কাউবয় কার্টার।’ মঞ্চের সামনে যেখানে শিল্পীদের বসার জায়গা, মেয়েকে নিয়ে সেখানে ব
১৮ মিনিট আগে