‘ফ্যাশনের অলিম্পিক’খ্যাত মেট গালার গালিচায় এ নিয়ে পরপর দুইবার হাঁটলেন আলিয়া ভাট। এবারের আসরে তাঁর উপস্থিতি নজর কেড়েছে সারা বিশ্বের গণমাধ্যমের। বলা হচ্ছে, মেট গালায় আলিয়ার এই উপস্থিতি তারকা হিসেবে বিশ্বজুড়ে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও ধেয়ে এসেছে আলিয়ার পিছু পিছু। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটি বড় অংশ তাঁকে বয়কটের ডাক দিয়েছেন।
কয়েক মাস ধরে ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ‘ব্লক আউট নাউ’ শিরোনামে আন্দোলন চলছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে যে তারকারা সরব হননি, কিংবা নীরবতা পালন করছেন অথবা ইসরায়েলকে সমর্থন করছেন; তাঁদেরকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এ ডিজিটাল প্রতিবাদের উদ্দেশ্য, ফিলিস্তিনে যুদ্ধবিরতি দাবি জানাতে ওই তারকাদের বাধ্য করা। এরই মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি, কিম কারদাশিয়ান, টেলর সুইফট, বিয়ন্সে, কাইলি জেনার, জেন্ডায়া, মাইলি সাইরাস, সেলেনা গোমেজ, আরিয়ানা গ্র্যান্ডে, কেটি পেরি, নিক জোনাস, জাস্টিন টিম্বারলেকসহ অনেক তারকাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। আলিয়ার নামও যুক্ত হয়েছে এ তালিকায়।
মেট গালায় তারকাদের ওপর তাক করা থাকে কয়েক হাজার ক্যামেরা। লাখো মানুষের চোখ থাকে তাঁদের ওপর। মেট গালার গালিচা ফ্যাশনের ভেতর দিয়ে রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অন্যতম সেরা সুযোগ। কিন্তু এ বছর ইসরায়েলি হামলার এই ভয়ংকর বাস্তবতার সময়ে দাঁড়িয়েও কাউকে সেই সুযোগের সদ্ব্যবহার করতে দেখা যায়নি। অথচ এর আগে ‘মি টু মুভমেন্ট’, ‘ট্যাক্স দ্য রিচ’, ‘টাইমস আপ’সহ অনেক আন্দোলনের সমর্থনে তারকারা সরব হয়েছেন মেট গালার আসরে। সে কারণে এবারের মেট গালার অনুষ্ঠানস্থলের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে। কিন্তু এ বিষয়ে মেট গালায় অংশ নেওয়া তারকারা ছিলেন নিশ্চুপ। এই নীরবতাকে সামগ্রিকভাবে শিল্পীদের নৈতিক অধঃপতন হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের ‘ফ্যাশনসৈনিক’খ্যাত ভেনেটিয়া লা মানা।
‘ফ্যাশনের অলিম্পিক’খ্যাত মেট গালার গালিচায় এ নিয়ে পরপর দুইবার হাঁটলেন আলিয়া ভাট। এবারের আসরে তাঁর উপস্থিতি নজর কেড়েছে সারা বিশ্বের গণমাধ্যমের। বলা হচ্ছে, মেট গালায় আলিয়ার এই উপস্থিতি তারকা হিসেবে বিশ্বজুড়ে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও ধেয়ে এসেছে আলিয়ার পিছু পিছু। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটি বড় অংশ তাঁকে বয়কটের ডাক দিয়েছেন।
কয়েক মাস ধরে ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ‘ব্লক আউট নাউ’ শিরোনামে আন্দোলন চলছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে যে তারকারা সরব হননি, কিংবা নীরবতা পালন করছেন অথবা ইসরায়েলকে সমর্থন করছেন; তাঁদেরকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এ ডিজিটাল প্রতিবাদের উদ্দেশ্য, ফিলিস্তিনে যুদ্ধবিরতি দাবি জানাতে ওই তারকাদের বাধ্য করা। এরই মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি, কিম কারদাশিয়ান, টেলর সুইফট, বিয়ন্সে, কাইলি জেনার, জেন্ডায়া, মাইলি সাইরাস, সেলেনা গোমেজ, আরিয়ানা গ্র্যান্ডে, কেটি পেরি, নিক জোনাস, জাস্টিন টিম্বারলেকসহ অনেক তারকাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। আলিয়ার নামও যুক্ত হয়েছে এ তালিকায়।
মেট গালায় তারকাদের ওপর তাক করা থাকে কয়েক হাজার ক্যামেরা। লাখো মানুষের চোখ থাকে তাঁদের ওপর। মেট গালার গালিচা ফ্যাশনের ভেতর দিয়ে রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অন্যতম সেরা সুযোগ। কিন্তু এ বছর ইসরায়েলি হামলার এই ভয়ংকর বাস্তবতার সময়ে দাঁড়িয়েও কাউকে সেই সুযোগের সদ্ব্যবহার করতে দেখা যায়নি। অথচ এর আগে ‘মি টু মুভমেন্ট’, ‘ট্যাক্স দ্য রিচ’, ‘টাইমস আপ’সহ অনেক আন্দোলনের সমর্থনে তারকারা সরব হয়েছেন মেট গালার আসরে। সে কারণে এবারের মেট গালার অনুষ্ঠানস্থলের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে। কিন্তু এ বিষয়ে মেট গালায় অংশ নেওয়া তারকারা ছিলেন নিশ্চুপ। এই নীরবতাকে সামগ্রিকভাবে শিল্পীদের নৈতিক অধঃপতন হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের ‘ফ্যাশনসৈনিক’খ্যাত ভেনেটিয়া লা মানা।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১১ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১১ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১১ ঘণ্টা আগে