Ajker Patrika

জিয়া খানের আত্মহত্যা: বেকসুর খালাস পেলেন প্রেমিক সুরাজ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭: ২১
জিয়া খানের আত্মহত্যা: বেকসুর খালাস পেলেন প্রেমিক সুরাজ

বলিউড অভিনেত্রী জিয়া খানকে ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়ার মামলায় বেকসুর খালাস পেয়েছেন তাঁর প্রেমিক অভিনেতা সুরাজ পাঞ্চোলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের স্পেশাল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতের বিচারক এ এস সায়েদ আজ শুক্রবার এ রায় ঘোষণা করেন।

তবে রায়ে সন্তুষ্ট নয় জিয়া খানের পরিবার। রায়ের প্রতিক্রিয়ায় জিয়া খানের মা রাবিয়া খান বলেন, তাঁর মেয়েকে ‘হত্যা’ করা হয়েছে।

রাবিয়া খান বলেন, ‘আমার সন্তান কীভাবে মারা গেল? আমি সব সময় বলে এসেছি এটা খুনের ঘটনা। জিয়ার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা হয়নি।’

আজ বেলা ১১টার দিকে মা জরিনা ওয়াহাবের সঙ্গে আদালত চত্বরে উপস্থিত হন সুরাজ। এদিকে রায় সম্পর্কে সুরাজ কোনো কথা না বললেও তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘গত ১০ বছরে একটা রায়ও সুরাজ পাঞ্চোলির বিরুদ্ধে যায়নি। মুম্বাই পুলিশ বা সিবিআই নিজেদের তদন্তে সুরাজের বিরুদ্ধে কোনো রকম তথ্য-প্রমাণ জোগাড় করতে পারেনি।’

তিনি আরও জানান, এই মামলায় ২২ জন আদালতে সুরাজের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সেই সব খতিয়ে দেখার পরেও আদালত সুরাজকে নির্দোষ ঘোষণা করেছেন বলে জানান অভিনেতার আইনজীবী।

২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সুরাজের সঙ্গে ২০১২ সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন জিয়া। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ২০১৩ সালের জুন মাসেই গ্রেপ্তার হন সুরাজ, যদিও এক মাস পর জামিন পান তিনি। জিয়ার মৃত্যুর পর তাঁর মা রাবিয়া খান জানান, সুরাজের সঙ্গে সম্পর্ক থাকাকালীন জিয়াকে বিভিন্নভাবে হেনস্তা করা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত