Ajker Patrika

‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না কোনো ওটিটি, পরিচালক বললেন ‘সব ষড়যন্ত্র’

আপডেট : ২৬ জুন ২০২৩, ১২: ৫১
‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না কোনো ওটিটি, পরিচালক বললেন ‘সব ষড়যন্ত্র’

মুক্তির পর থেকেই বিতর্ককে সঙ্গী করে বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে আলোচিত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। অথচ এই সিনেমা এখন কিনতে নারাজ ওটিটি প্ল্যাটফর্মগুলো। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে প্রতিক্রিয়ায় পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, ‘সবই ষড়যন্ত্র।’

টাইমস অব ইন্ডিয়াকে পরিচালক জানান, এখনো পর্যন্ত তাঁরা ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভালো কোনো প্রস্তাব পাননি। পরিচালকের অভিযোগ, এ সবই ষড়যন্ত্র। ‘দ্য কেরালা স্টোরি’র বক্স অফিসে ভালো ফলাফল অনেকের অসন্তোষের কারণ বলেও জানান তিনি।

গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। প্রথম দিন থেকেই বিতর্কের শিরোনামে ছিল সিনেমাটি। সমালোচকদের দাবি, এই সিনেমাটি মুসলিমবিরোধী। শুধু তাই নয়, ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধের দাবি জানায় ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস। বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’ কিন্তু পরে আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি।

তবে ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পেলেও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’। অল্প সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। তারপর ২০০ এবং ৩০০ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলে খুব দ্রুত। বর্তমানে সিনেমাটির আয় ৩০৩.৬৮ কোটি রুপি। আয়ের দিক দিয়ে ‘পাঠান’ ও ‘আদিপুরুষ’-এর পরই রয়েছে সিনেমাটি। এত সাফল্যের পরও কোনো ওয়েব প্ল্যাটফর্ম কিনতে চাইছে না সিনেমাটি।

গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধের পরেও অন্য রাজ্যে বেশ ভালোই চলছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত