মীর রাকিব হাসান
একটা লড়াই লড়ছেন। কখনো ভয় পেয়েছেন?
ভয় পেলে লড়াই করা যায় না। পরিস্থিতিই মানুষকে যোদ্ধা করে। আর আমার জীবনে ভয় শব্দটাই মিসিং।
লড়াইয়ে কখনো একা মনে হয়েছে?
মনে হওয়ার কিছু নেই তো। সবাই তো একা! তবে আমি যেখানেই থাকি, মনে হয়েছে মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। মানুষ আমাকে ভালোবাসে। তবে ফিজিক্যালি একাই সামলেছি সব।
আপনার মানসিক অবস্থা কেমন?
শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। অনেক ধকল গেল তো। সুস্থ হতে আরও সময় লাগবে। নতুন নতুন কাজ করতে হবে। মানসিকভাবে তাতেই আমার প্রশান্তি।
আবদুল গাফ্ফার চৌধুরী আপনাকে বরাবরই সমর্থন করেছেন। আপনাকে নিয়ে কলাম ও কবিতা লিখেছেন...
‘আবদুল গাফ্ফার চৌধুরী’ নামটাই আমার জন্য এক মায়া। জীবনে যাঁকে কখনো দেখিনি, এমন কেউ এভাবে কাউকে আগলে রাখতে পারেন, এই মানুষটা জীবনে না এলে কী করে বুঝতাম! আমি একটিবার তাঁকে দেখব বলে অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা যেন জীবনে একবার হলেও তাঁর সঙ্গে দেখা করান।
মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরীসহ নাট্যাঙ্গনের অনেক গণ্যমান্য ব্যক্তিই আপনার হয়ে কথা বলেছেন।
চিরকৃতজ্ঞ আমি। জায়গাটা যে অভিভাবকহীন নয়, এটা তারই বড় প্রমাণ। তাঁদের উদ্দেশে একটা কথাই বলব, আপনারা এভাবেই আমাকে আগলে রাখুন। আমি আপনাদের সম্মান রাখব, প্রতিজ্ঞা করলাম।
সিনেমার সবচেয়ে বড় ক্যানভাস শাকিব খান আপনার সমর্থনে কথা বলেছেন…
শিল্পী যে তিনি। পাশে থাকবেন না তা কী করে হয়। ওনার প্রতি অনেক ভালোবাসা আর শ্রদ্ধা।
‘স্বপ্নজাল’ করার পর হাতে থাকা অনেক ছবি ছেড়ে দিয়েছেন। এক বসায় একের পর এক চেক সই করেছেন। অ্যাডভান্সের টাকা ফেরত দিয়েছেন। এমন সাহসী সিদ্ধান্তে আপনার ম্যানেজারও রাগ করে চলে গেছেন। কিন্তু আপনি চেয়েছেন ভালো ছবি করতে… সেই মন জুড়ানো গল্পের অপেক্ষা কি আছে এখনো? পাচ্ছেন?
অপেক্ষা এখনো আছে। থাকবে। তেমন ভালো ছবি পাচ্ছি, কিন্তু কম। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালোর সংখ্যা ক্রমেই বাড়বে বলেই মনে হয়। এখন অনেক মেধাবী ছবি নির্মাণের সাহস দেখাচ্ছেন। আমি তাঁদের নিয়ে ভীষণ আশাবাদী।
ভালো ছবি পাওয়ার জন্য আপনার নিজের থেকে কী চেষ্টা করেন?
নিজেকে শতভাগ প্রমাণের চেষ্টা আমার বরাবরই থাকবে। অভিনয়ের ক্ষেত্রে যখন যে সুযোগটা পাই, জান-প্রাণ দিয়ে সেটা যথাযথ করার চেষ্টা করি।
‘গুনিন’-এর প্রস্তুতি কেমন হলো? নিশ্চয়ই ট্রমা থেকে বের হওয়ার জন্য এই ছবি ভালো টনিক হবে?
সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করব, এটাই আমার জীবনে বড় পাওয়া। আমি আকাশছোঁয়া খুশি। মন দিয়ে কাজ করতে চাই। রেবেকাকে দেখাতে চাই।
‘গুনিন’ শুটিংয়ের আগে সহশিল্পী রাজের সঙ্গে ভালো বন্ধুত্বের আভাস পাওয়া যাচ্ছে। কেমন দেখছেন তাঁকে?
ও একদম পাগলা ধরনের একজন। কাছ থেকে মিশে ওর শিল্পসত্তার প্রেমে পড়েছি।
‘প্রীতিলতা’ ছবির শুটিংয়ের ডেট দেওয়া হয়েছে?
হ্যাঁ, সব ছবির ডেটই প্রাথমিকভাবে ঠিক করে ফেলেছি। এখন প্রকৃতি সঙ্গে থাকলেই হলো।
অবসর সময়টা কীভাবে কাটছে?
আমার কোনো অবসর নেই। ঘুম আর আর ঘুম (হা হা হা)
প্রযোজক সাব্বির চৌধুরী আপনাকে ও আফরান নিশোকে জুটি করে ছবি বানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে আপনার মন্তব্য কী?
সাব্বির চৌধুরীকে ওয়েলকাম জানাই। আসুন। আর নিশো? উনি তো দারুণ! হলে দারুণ একটা জার্নি হবে।
শিল্পীরা পারেন কাজ দিয়েই অনেক কিছুর জবাব দিতে। আপনার তেমন জবাব কি
প্রত্যাশা করতে পারি?
আমি শুধু শিল্পী নই, এটাও যেন কেউ ভুলে না যায়। অনেকেই তো রয়েছেন দেখলাম যাঁরা আমার কাজ দিয়ে বিচার করেননি। আমি ‘মেয়ে’ এই দৃষ্টিতেই দেখেছেন! তাঁদের তো জবাবটা অভিনয় দিয়ে আর দিতে পারি না, তাই না? তবে আমি বিশ্বাস করি, সবার মনই সুন্দর, মাঝেমধ্যে হয়তো লুকিয়ে রাখে। সবার সুস্থ মস্তিষ্ক কামনা করছি। সৃষ্টিকর্তা সবার সৎ উদ্দেশ্য সফল করুন।
একটা লড়াই লড়ছেন। কখনো ভয় পেয়েছেন?
ভয় পেলে লড়াই করা যায় না। পরিস্থিতিই মানুষকে যোদ্ধা করে। আর আমার জীবনে ভয় শব্দটাই মিসিং।
লড়াইয়ে কখনো একা মনে হয়েছে?
মনে হওয়ার কিছু নেই তো। সবাই তো একা! তবে আমি যেখানেই থাকি, মনে হয়েছে মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। মানুষ আমাকে ভালোবাসে। তবে ফিজিক্যালি একাই সামলেছি সব।
আপনার মানসিক অবস্থা কেমন?
শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। অনেক ধকল গেল তো। সুস্থ হতে আরও সময় লাগবে। নতুন নতুন কাজ করতে হবে। মানসিকভাবে তাতেই আমার প্রশান্তি।
আবদুল গাফ্ফার চৌধুরী আপনাকে বরাবরই সমর্থন করেছেন। আপনাকে নিয়ে কলাম ও কবিতা লিখেছেন...
‘আবদুল গাফ্ফার চৌধুরী’ নামটাই আমার জন্য এক মায়া। জীবনে যাঁকে কখনো দেখিনি, এমন কেউ এভাবে কাউকে আগলে রাখতে পারেন, এই মানুষটা জীবনে না এলে কী করে বুঝতাম! আমি একটিবার তাঁকে দেখব বলে অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা যেন জীবনে একবার হলেও তাঁর সঙ্গে দেখা করান।
মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরীসহ নাট্যাঙ্গনের অনেক গণ্যমান্য ব্যক্তিই আপনার হয়ে কথা বলেছেন।
চিরকৃতজ্ঞ আমি। জায়গাটা যে অভিভাবকহীন নয়, এটা তারই বড় প্রমাণ। তাঁদের উদ্দেশে একটা কথাই বলব, আপনারা এভাবেই আমাকে আগলে রাখুন। আমি আপনাদের সম্মান রাখব, প্রতিজ্ঞা করলাম।
সিনেমার সবচেয়ে বড় ক্যানভাস শাকিব খান আপনার সমর্থনে কথা বলেছেন…
শিল্পী যে তিনি। পাশে থাকবেন না তা কী করে হয়। ওনার প্রতি অনেক ভালোবাসা আর শ্রদ্ধা।
‘স্বপ্নজাল’ করার পর হাতে থাকা অনেক ছবি ছেড়ে দিয়েছেন। এক বসায় একের পর এক চেক সই করেছেন। অ্যাডভান্সের টাকা ফেরত দিয়েছেন। এমন সাহসী সিদ্ধান্তে আপনার ম্যানেজারও রাগ করে চলে গেছেন। কিন্তু আপনি চেয়েছেন ভালো ছবি করতে… সেই মন জুড়ানো গল্পের অপেক্ষা কি আছে এখনো? পাচ্ছেন?
অপেক্ষা এখনো আছে। থাকবে। তেমন ভালো ছবি পাচ্ছি, কিন্তু কম। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালোর সংখ্যা ক্রমেই বাড়বে বলেই মনে হয়। এখন অনেক মেধাবী ছবি নির্মাণের সাহস দেখাচ্ছেন। আমি তাঁদের নিয়ে ভীষণ আশাবাদী।
ভালো ছবি পাওয়ার জন্য আপনার নিজের থেকে কী চেষ্টা করেন?
নিজেকে শতভাগ প্রমাণের চেষ্টা আমার বরাবরই থাকবে। অভিনয়ের ক্ষেত্রে যখন যে সুযোগটা পাই, জান-প্রাণ দিয়ে সেটা যথাযথ করার চেষ্টা করি।
‘গুনিন’-এর প্রস্তুতি কেমন হলো? নিশ্চয়ই ট্রমা থেকে বের হওয়ার জন্য এই ছবি ভালো টনিক হবে?
সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করব, এটাই আমার জীবনে বড় পাওয়া। আমি আকাশছোঁয়া খুশি। মন দিয়ে কাজ করতে চাই। রেবেকাকে দেখাতে চাই।
‘গুনিন’ শুটিংয়ের আগে সহশিল্পী রাজের সঙ্গে ভালো বন্ধুত্বের আভাস পাওয়া যাচ্ছে। কেমন দেখছেন তাঁকে?
ও একদম পাগলা ধরনের একজন। কাছ থেকে মিশে ওর শিল্পসত্তার প্রেমে পড়েছি।
‘প্রীতিলতা’ ছবির শুটিংয়ের ডেট দেওয়া হয়েছে?
হ্যাঁ, সব ছবির ডেটই প্রাথমিকভাবে ঠিক করে ফেলেছি। এখন প্রকৃতি সঙ্গে থাকলেই হলো।
অবসর সময়টা কীভাবে কাটছে?
আমার কোনো অবসর নেই। ঘুম আর আর ঘুম (হা হা হা)
প্রযোজক সাব্বির চৌধুরী আপনাকে ও আফরান নিশোকে জুটি করে ছবি বানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে আপনার মন্তব্য কী?
সাব্বির চৌধুরীকে ওয়েলকাম জানাই। আসুন। আর নিশো? উনি তো দারুণ! হলে দারুণ একটা জার্নি হবে।
শিল্পীরা পারেন কাজ দিয়েই অনেক কিছুর জবাব দিতে। আপনার তেমন জবাব কি
প্রত্যাশা করতে পারি?
আমি শুধু শিল্পী নই, এটাও যেন কেউ ভুলে না যায়। অনেকেই তো রয়েছেন দেখলাম যাঁরা আমার কাজ দিয়ে বিচার করেননি। আমি ‘মেয়ে’ এই দৃষ্টিতেই দেখেছেন! তাঁদের তো জবাবটা অভিনয় দিয়ে আর দিতে পারি না, তাই না? তবে আমি বিশ্বাস করি, সবার মনই সুন্দর, মাঝেমধ্যে হয়তো লুকিয়ে রাখে। সবার সুস্থ মস্তিষ্ক কামনা করছি। সৃষ্টিকর্তা সবার সৎ উদ্দেশ্য সফল করুন।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১১ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১ দিন আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১ দিন আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১ দিন আগে