পরিণীতি চোপড়া অভিনীত বলিউডি সিনেমা ‘সাইনা’র অবস্থা করুণ! মুক্তির দিন ২৬ মার্চ এ সিনেমা ভারতের বক্স অফিসে সংগ্রহ করে মাত্র ২২ লাখ রুপি। মুক্তির পরের দিন অর্থাৎ শনিবার ‘সাইনা’র সংগ্রহ বাড়ে ১০ শতাংশ, সংগ্রহ করে ২৫ লাখ রুপি। আর সাপ্তাহিক ছুটির দিন রবিবার এ সিনেমা সংগ্রহ করে মাত্র ২৩ লাখ রুপি।
সব মিলিয়ে তিন দিনে ‘সাইনা’ সংগ্রহ করেছে মাত্র ৭০ লাখ রুপি। এর মানে দাঁড়ায়, বক্স অফিসে পাত্তাই পাচ্ছে না পরিণীতির সিনেমা।
যদিও ‘সাইনা’ র কনটেন্ট ভালো, এটি বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীভিত্তিক, কিন্তু মনে হচ্ছে দর্শকের এতে আগ্রহ নেই। গত ৩০ দিনে তিনটি সিনেমা মুক্তি পায় পরিণীতি চোপড়ার। দূর্ভাগ্যবশত তিনটি সিনেমাই বক্স অফিসে বিপর্যয়ের মুখে পড়ে। এই প্রথম সম্ভবত কোনো তারকার এমন হলো। তবে আশ্চর্যজনক বিষয় হলো তিনটি সিনেমাই প্রতিশ্রুতিশীল মনে হয়েছিল। তিন সিনেমার কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন পরিণীতি চোপড়া।
সাইনা নেওয়ালের বায়োপিক বোধহয় বলিউডের ইতিহাসে সবচেয়ে বাজে মূল্যায়ন পাওয়া কোনো বায়োপিক।
দিবাকর ব্যানার্জির ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ এর অবস্থা তো আরো ভয়াবহ! এই ছবি একটু দেরি করেই মুক্তি পেয়েছে। অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, নীনা গুপ্ত, রঘুবীর যাদব এবং জয়দীপ আলওয়াত-এর মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে।
২০১৭ সালের নভেম্বরে ফার্স্টলুক প্রকাশ্যে এসেছিল এ ছবির।
প্রথমে সন্দীপ অউর পিঙ্কি ফারার মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৮-র আগস্টে। কিন্তু অনেক টালবাহানার পর গত ২০ মার্চ রিলিজ হয়। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়ে গেছে। কারণ দিবাকর এই ছবিকে সাসপেন্স থ্রিলার বলতে চাইলেও গোড়ায় গলদ করে ফেলেছেন। গল্পের গতি বেশ ধীর। চার বছর আগে শুটিং করা ছবিটি মোটেও দর্শকদের মন জয় করতে পারেনি।
নেটফ্লিক্সে রিলিজ হওয়া ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিটিকেও অডিয়েন্সরা ছুড়ে ফেলে দিয়েছে। একটা সফল ছবি রিমেক করার পিছনে যুক্তি থাকে। কিন্তু যে ছবিটি সেভাবে শোরগোল ফেলেনি, সেটি রিমেকের ব্যাখ্যা ঠিক কী? পরিণীতি চোপড়া অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিটি দেখতে দেখতে এই প্রশ্নটাই মাথায় আসে। পরিণীতির চরিত্রটাই নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করতে পারেনি ছবিজুড়ে। এলোমেলো চুল আর থেবড়ে যাওয়া কাজল দিয়ে চরিত্র নির্মাণ করা যায় না। পরিণীতির চরিত্রের দুঃখ-কষ্টের সঙ্গে দর্শক একাত্ম হওয়ার সুযোগ পায়নি।
করোনা না এলে ছবিটি সিনেমা হলে মুক্তি পেত। কিন্তু ওটিটিতেই ব্যর্থ ছবিটি। কোনোরকম আলোচনায়ই আসতে পারেনি। নির্মাতাদের এবার বুঝতে হবে, ওটিটিতে অজস্র সিনেমা-সিরিজ় দেখে ফেলা দর্শককে যা খুশি খাইয়ে দেওয়া যাবে না।
পরিণীতি চোপড়া অভিনীত বলিউডি সিনেমা ‘সাইনা’র অবস্থা করুণ! মুক্তির দিন ২৬ মার্চ এ সিনেমা ভারতের বক্স অফিসে সংগ্রহ করে মাত্র ২২ লাখ রুপি। মুক্তির পরের দিন অর্থাৎ শনিবার ‘সাইনা’র সংগ্রহ বাড়ে ১০ শতাংশ, সংগ্রহ করে ২৫ লাখ রুপি। আর সাপ্তাহিক ছুটির দিন রবিবার এ সিনেমা সংগ্রহ করে মাত্র ২৩ লাখ রুপি।
সব মিলিয়ে তিন দিনে ‘সাইনা’ সংগ্রহ করেছে মাত্র ৭০ লাখ রুপি। এর মানে দাঁড়ায়, বক্স অফিসে পাত্তাই পাচ্ছে না পরিণীতির সিনেমা।
যদিও ‘সাইনা’ র কনটেন্ট ভালো, এটি বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীভিত্তিক, কিন্তু মনে হচ্ছে দর্শকের এতে আগ্রহ নেই। গত ৩০ দিনে তিনটি সিনেমা মুক্তি পায় পরিণীতি চোপড়ার। দূর্ভাগ্যবশত তিনটি সিনেমাই বক্স অফিসে বিপর্যয়ের মুখে পড়ে। এই প্রথম সম্ভবত কোনো তারকার এমন হলো। তবে আশ্চর্যজনক বিষয় হলো তিনটি সিনেমাই প্রতিশ্রুতিশীল মনে হয়েছিল। তিন সিনেমার কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন পরিণীতি চোপড়া।
সাইনা নেওয়ালের বায়োপিক বোধহয় বলিউডের ইতিহাসে সবচেয়ে বাজে মূল্যায়ন পাওয়া কোনো বায়োপিক।
দিবাকর ব্যানার্জির ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ এর অবস্থা তো আরো ভয়াবহ! এই ছবি একটু দেরি করেই মুক্তি পেয়েছে। অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, নীনা গুপ্ত, রঘুবীর যাদব এবং জয়দীপ আলওয়াত-এর মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে।
২০১৭ সালের নভেম্বরে ফার্স্টলুক প্রকাশ্যে এসেছিল এ ছবির।
প্রথমে সন্দীপ অউর পিঙ্কি ফারার মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৮-র আগস্টে। কিন্তু অনেক টালবাহানার পর গত ২০ মার্চ রিলিজ হয়। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়ে গেছে। কারণ দিবাকর এই ছবিকে সাসপেন্স থ্রিলার বলতে চাইলেও গোড়ায় গলদ করে ফেলেছেন। গল্পের গতি বেশ ধীর। চার বছর আগে শুটিং করা ছবিটি মোটেও দর্শকদের মন জয় করতে পারেনি।
নেটফ্লিক্সে রিলিজ হওয়া ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিটিকেও অডিয়েন্সরা ছুড়ে ফেলে দিয়েছে। একটা সফল ছবি রিমেক করার পিছনে যুক্তি থাকে। কিন্তু যে ছবিটি সেভাবে শোরগোল ফেলেনি, সেটি রিমেকের ব্যাখ্যা ঠিক কী? পরিণীতি চোপড়া অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিটি দেখতে দেখতে এই প্রশ্নটাই মাথায় আসে। পরিণীতির চরিত্রটাই নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করতে পারেনি ছবিজুড়ে। এলোমেলো চুল আর থেবড়ে যাওয়া কাজল দিয়ে চরিত্র নির্মাণ করা যায় না। পরিণীতির চরিত্রের দুঃখ-কষ্টের সঙ্গে দর্শক একাত্ম হওয়ার সুযোগ পায়নি।
করোনা না এলে ছবিটি সিনেমা হলে মুক্তি পেত। কিন্তু ওটিটিতেই ব্যর্থ ছবিটি। কোনোরকম আলোচনায়ই আসতে পারেনি। নির্মাতাদের এবার বুঝতে হবে, ওটিটিতে অজস্র সিনেমা-সিরিজ় দেখে ফেলা দর্শককে যা খুশি খাইয়ে দেওয়া যাবে না।
১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
২ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
২ ঘণ্টা আগেকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১৮ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
১৯ ঘণ্টা আগে