Ajker Patrika

শুরু হলো প্রতিভা অনুসন্ধানের রিয়্যালিটি শো ‘কিড’স ট্যালেন্ট হান্ট’

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪: ৪০
শুরু হলো প্রতিভা অনুসন্ধানের রিয়্যালিটি শো ‘কিড’স ট্যালেন্ট হান্ট’

শিশুদের প্রতিভা যাচাইয়ের রিয়্যালিটি শো ‘কিড’স ট্যালেন্ট হান্ট’-এর অডিশন রাউন্ড শুরু হয়েছে। ০১ আগস্ট থেকে শুরু হওয়া এই অডিশন রাউন্ড চলবে ২৮ আগস্ট পর্যন্ত। যেখানে ঢাকাসহ সব বিভাগীয় শহরের শিশুরা অংশগ্রহণ করতে পারবে।

এই রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে আছেন স্বনামধন্য নাট্য প্রযোজক কাজী রিটন, শফিকুল ইসলাম ডাবলু নাট্য পরিচালক, নাট্য প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি ও নাট্য পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দীন।
 
এই রিয়্যালিটি শো সম্পর্কে অনুষ্ঠানটির পরিচালক এস এম সালাহ উদ্দিন জানান, ‘টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে হয়। তাই অনুষ্ঠানে ভিন্নতা আনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি চেষ্টা করি, আমার অনুষ্ঠান যেন অন্য সবার চেয়ে কিছুটা আলাদা হয়। এই শোটিও তেমনই ব্যতিক্রম বলা যায়। আমরা সব বিভাগীয় শহরে অডিশন নেব। অডিশন যাত্রা হবে চারটি ভাগে। প্রথম যাত্রা শুরু হয়েছে আগস্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় শহর দিয়ে। যেখানে প্রতিযোগীরা নাচ, গান, আবৃত্তি, অভিনয় যেকোনো বিষয়ের ওপর প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে।’

শুরু হল প্রতিভা অনুসন্ধানের রিয়্যালিটি শো ‘কিড’স ট্যালেন্ট হান্ট’। ছবি: সংগৃহীতশোটির অন্যতম বিচারক কাজী রিটন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘বাচ্চাদের প্রতিভা বাছাইয়ের কাজটি সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি বলে আমি মনে করি। যেহেতু এটি একটি প্রতিযোগিতা, আমাকে প্রতিযোগিতার নিয়ম মেনেই আমার দায়িত্ব পালন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশুর প্রতি রইল আমার ঐকান্তিক শুভকামনা।’ একই সঙ্গে কর্তৃপক্ষকে এ রকম একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিক অভিবাদন জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত