বিনোদন ডেস্ক
২০ জুন মুক্তি পাচ্ছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এ সিনেমা দিয়ে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আগেই জানা গিয়েছিল এই সিনেমায় অভিষেক হচ্ছে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন অভিনেতার। এবার জানা গেল, সিতারে জমিন পার দিয়ে বলিউডে অভিষেকের অপেক্ষায় আমির খানের মা ৯০ বছর বয়সী জিনাত হুসেন। শুধু তা-ই নয়, এতে দেখা যেতে পারে আমির খান বোন নিখাত খানকেও।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিতারে জমিন পার সিনেমার পরিচালক আর এস প্রসন্ন আমির খানকে অনুরোধ করেছিলেন জিনাত হুসেনের অভিনয়ের বিষয়ে। এরপর আমির তাঁর মায়ের সঙ্গে কথা বলেছিলেন। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমার মা কখনো শুটিং দেখেননি। কিন্তু যখন সিতারে জমিন পরের শুটিং চলছিল, তখন কীভাবে চলচ্চিত্র তৈরি হয় তা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি বললাম এসো। গাড়ি পাঠিয়ে দিলাম। বোনও এল মাকে নিয়ে যাওয়ার জন্য। মা হুইলচেয়ারে আসেন। ওটা ছিল একটা বিয়ের গানের দৃশ্য। আমাদের শুটিং দেখে খুব খুশি হয়েছিলেন। প্রসন্ন আমার কাছে এসে বলল, “স্যার, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আম্মিজিকে দৃশ্যে আসার জন্য অনুরোধ করতে পারেন?”’
পরিচালক প্রসন্নের উত্তরে আমির খান বলেন, ‘আপনি কি পাগল হয়ে গেছেন? আম্মিকে সিনেমায় কাজ করতে বলার সাহস আমার নেই। সে খুব জেদি। সে শুনবে না। আপনার সময় নষ্ট করবেন না।’
নিষেধ করার পরেও পরিচালক বারবার অনুরোধ করছিলেন আমির খানকে। অভিনেতা জানান, এরপর তিনি গিয়ে তাঁর মাকে জিজ্ঞেস করেন, ‘আম্মি, প্রসন্ন অনুরোধ করছেন অতিথি হিসেবে সিনেমায় আপনাকে একটু যোগ দিতে।’ তিনি বললেন, ‘হ্যাঁ, ঠিক আছে। আমি হতবাক হয়ে গেলাম। এভাবেই দু-তিনটি শটের জন্য সিনেমায় হাজির হন তিনি।’
২০০৭ সালে মুক্তি পাওয়া তারে জমিন পার সিনেমার সিকুয়েল সিতারে জমিন পার। তারে জমিন পার সিনেমায় আমির খানকে দেখা গিয়েছিল নিকুম্ব নামের একজন আর্ট শিক্ষকের চরিত্রে। যার সংস্পর্শে পাল্টে গিয়েছিল অমনোযোগী এক শিশুর জীবন। সিকুয়েলে থাকছে ঠিক বিপরীত গল্প। এতে আমির খান রয়েছেন গুলশান নামের বাস্কেটবল কোচের ভূমিকায়। গুলশান চরিত্রটি তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের ঠিক উল্টো। চলনে-বলনে বেশ রূঢ়। সবাইকে অপমান করে আনন্দ পান। নিজের স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করে প্রতিনিয়ত। সিনিয়র কোচদের মারধর করেন। একসময় আদালত তাঁকে শাস্তি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বাস্কেটবল কোচের দায়িত্ব দেন। এরপর বদলে যেতে থাকে গুলশানের জীবন। আমির খান প্রোডাকশন থেকে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেনন প্রমুখ।
২০ জুন মুক্তি পাচ্ছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এ সিনেমা দিয়ে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আগেই জানা গিয়েছিল এই সিনেমায় অভিষেক হচ্ছে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন অভিনেতার। এবার জানা গেল, সিতারে জমিন পার দিয়ে বলিউডে অভিষেকের অপেক্ষায় আমির খানের মা ৯০ বছর বয়সী জিনাত হুসেন। শুধু তা-ই নয়, এতে দেখা যেতে পারে আমির খান বোন নিখাত খানকেও।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিতারে জমিন পার সিনেমার পরিচালক আর এস প্রসন্ন আমির খানকে অনুরোধ করেছিলেন জিনাত হুসেনের অভিনয়ের বিষয়ে। এরপর আমির তাঁর মায়ের সঙ্গে কথা বলেছিলেন। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমার মা কখনো শুটিং দেখেননি। কিন্তু যখন সিতারে জমিন পরের শুটিং চলছিল, তখন কীভাবে চলচ্চিত্র তৈরি হয় তা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি বললাম এসো। গাড়ি পাঠিয়ে দিলাম। বোনও এল মাকে নিয়ে যাওয়ার জন্য। মা হুইলচেয়ারে আসেন। ওটা ছিল একটা বিয়ের গানের দৃশ্য। আমাদের শুটিং দেখে খুব খুশি হয়েছিলেন। প্রসন্ন আমার কাছে এসে বলল, “স্যার, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আম্মিজিকে দৃশ্যে আসার জন্য অনুরোধ করতে পারেন?”’
পরিচালক প্রসন্নের উত্তরে আমির খান বলেন, ‘আপনি কি পাগল হয়ে গেছেন? আম্মিকে সিনেমায় কাজ করতে বলার সাহস আমার নেই। সে খুব জেদি। সে শুনবে না। আপনার সময় নষ্ট করবেন না।’
নিষেধ করার পরেও পরিচালক বারবার অনুরোধ করছিলেন আমির খানকে। অভিনেতা জানান, এরপর তিনি গিয়ে তাঁর মাকে জিজ্ঞেস করেন, ‘আম্মি, প্রসন্ন অনুরোধ করছেন অতিথি হিসেবে সিনেমায় আপনাকে একটু যোগ দিতে।’ তিনি বললেন, ‘হ্যাঁ, ঠিক আছে। আমি হতবাক হয়ে গেলাম। এভাবেই দু-তিনটি শটের জন্য সিনেমায় হাজির হন তিনি।’
২০০৭ সালে মুক্তি পাওয়া তারে জমিন পার সিনেমার সিকুয়েল সিতারে জমিন পার। তারে জমিন পার সিনেমায় আমির খানকে দেখা গিয়েছিল নিকুম্ব নামের একজন আর্ট শিক্ষকের চরিত্রে। যার সংস্পর্শে পাল্টে গিয়েছিল অমনোযোগী এক শিশুর জীবন। সিকুয়েলে থাকছে ঠিক বিপরীত গল্প। এতে আমির খান রয়েছেন গুলশান নামের বাস্কেটবল কোচের ভূমিকায়। গুলশান চরিত্রটি তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের ঠিক উল্টো। চলনে-বলনে বেশ রূঢ়। সবাইকে অপমান করে আনন্দ পান। নিজের স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করে প্রতিনিয়ত। সিনিয়র কোচদের মারধর করেন। একসময় আদালত তাঁকে শাস্তি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বাস্কেটবল কোচের দায়িত্ব দেন। এরপর বদলে যেতে থাকে গুলশানের জীবন। আমির খান প্রোডাকশন থেকে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেনন প্রমুখ।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ মিনিট আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১০ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগে