বিনোদন ডেস্ক
রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বিমান হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। রুশ সেনাদের ছুটির দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পোলিনা মেনশিখ নামের ওই শিল্পী।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৯ নভেম্বর দোনেৎস্কের কুমাচোভো গ্রামের একটি নৃত্যশালায় পলিনার পরিবেশনা চলাকালে সেখানে আঘাত হানে ইউক্রেনের গোলা। এতে পোলিনাসহ অন্তত ২০ রুশ সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে ইউক্রেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
ওই অনুষ্ঠানে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, এক নারী মঞ্চে গান গাইছেন ও গিটার বাজাচ্ছেন। তখনই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হলটির লাইটগুলো বন্ধ হয়ে যায়। মঞ্চে যে নারীকে দেখা গেছে, তিনি পোলিনা মেনশিখ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পোলিনা মেনশিখ যে হলে পরিবেশনায় অংশ নিয়েছিলেন, সেখানে প্রায় ১৫০ জনের বসার ব্যবস্থা ছিল।
কুমাচোভো গ্রামটি একেবারে যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থিত। এ রকম ঝুঁকিপূর্ণ জায়গায় এই অভিনেত্রীকে দিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সামরিক ব্লগাররা। তারা তিরস্কার করে বলেন, যুদ্ধক্ষেত্রের এত কাছে এক জায়গায় এত সেনাকে নিয়ে এসে এমন আয়োজন করাই উচিত হয়নি।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস রোববার সেনা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য না করে হতাহতের খবর দিয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনের যুদ্ধাপরাধ সংক্রান্ত বিষয়গুলোর জন্য জয়েন্ট কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার (জেসিসিসি) ডিপিআর-এর মিশনে ইউক্রেনীয় সেনাদের গোলাগুলির ফলে ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর কুমাচোভো গ্রামে একজন মহিলার মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় সেনারা একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে পাঁচটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে।’
এদিকে এই মাসের শুরুর দিকে ইউক্রেনে একটি পুরস্কার অনুষ্ঠানে বিধ্বংসী রুশ হামলার প্রতিশোধ হিসেবে এই হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় এরিয়াল রিকনেসান্স ইউনিট বার্ডস অফ ম্যাগয়ারের কমান্ডার, রবার্ট ব্রোভদি বলেছেন যে কিইভের বাহিনী ‘১২৮ তম ব্রিগেডের প্রতিশোধ’ হিসেবে রাশিয়ান মেরিনদের ৮১০ তম পৃথক ব্রিগেড আক্রমণ করেছিল।
রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বিমান হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। রুশ সেনাদের ছুটির দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পোলিনা মেনশিখ নামের ওই শিল্পী।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৯ নভেম্বর দোনেৎস্কের কুমাচোভো গ্রামের একটি নৃত্যশালায় পলিনার পরিবেশনা চলাকালে সেখানে আঘাত হানে ইউক্রেনের গোলা। এতে পোলিনাসহ অন্তত ২০ রুশ সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে ইউক্রেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
ওই অনুষ্ঠানে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, এক নারী মঞ্চে গান গাইছেন ও গিটার বাজাচ্ছেন। তখনই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং হলটির লাইটগুলো বন্ধ হয়ে যায়। মঞ্চে যে নারীকে দেখা গেছে, তিনি পোলিনা মেনশিখ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পোলিনা মেনশিখ যে হলে পরিবেশনায় অংশ নিয়েছিলেন, সেখানে প্রায় ১৫০ জনের বসার ব্যবস্থা ছিল।
কুমাচোভো গ্রামটি একেবারে যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থিত। এ রকম ঝুঁকিপূর্ণ জায়গায় এই অভিনেত্রীকে দিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সামরিক ব্লগাররা। তারা তিরস্কার করে বলেন, যুদ্ধক্ষেত্রের এত কাছে এক জায়গায় এত সেনাকে নিয়ে এসে এমন আয়োজন করাই উচিত হয়নি।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস রোববার সেনা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য না করে হতাহতের খবর দিয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনের যুদ্ধাপরাধ সংক্রান্ত বিষয়গুলোর জন্য জয়েন্ট কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার (জেসিসিসি) ডিপিআর-এর মিশনে ইউক্রেনীয় সেনাদের গোলাগুলির ফলে ডোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর কুমাচোভো গ্রামে একজন মহিলার মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় সেনারা একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে পাঁচটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে।’
এদিকে এই মাসের শুরুর দিকে ইউক্রেনে একটি পুরস্কার অনুষ্ঠানে বিধ্বংসী রুশ হামলার প্রতিশোধ হিসেবে এই হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় এরিয়াল রিকনেসান্স ইউনিট বার্ডস অফ ম্যাগয়ারের কমান্ডার, রবার্ট ব্রোভদি বলেছেন যে কিইভের বাহিনী ‘১২৮ তম ব্রিগেডের প্রতিশোধ’ হিসেবে রাশিয়ান মেরিনদের ৮১০ তম পৃথক ব্রিগেড আক্রমণ করেছিল।
পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন।
৪০ মিনিট আগেটগর সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর। এ গান দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন আসিফ।‘হবেরে খেলা, কাঁপবে শহর/খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’—এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন আয়ুষ দাস।
১ ঘণ্টা আগেআগামী ১৯ মার্চ তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এক মাসের মধ্যে তাঁদের জবাবদিহি করারও নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ নিয়ে তিন তারকার কেউ এখনো কোনো মন্তব্য করেননি...
২ ঘণ্টা আগেবাংলাদেশে মুক্তির তিন মাস পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখে দরদ। প্রেক্ষাগৃহ ও ওটিটির পর অনন্য শাকিব খান অভিনীত সিনেমাটি এবার দেখা যাবে টেলিভিশনে।
৩ ঘণ্টা আগে