তুহিন কান্তি দাস, ঢাকা
‘যে সমুদ্র তোমার পরানের আড়ালে
আমি তার বুকে সে ডুবন্ত মায়া।
কে গো উঠছো পীড়িত হয়ে রন্ধ্রে আমার
আমি রিক্ত গোলাপ প্রেয়সীর খোঁপায়।
তুমি সেই ফোটা ফুল এ ব্যথার বাগানে...’
শোনার পর থেকে মাথায় ঘুরছে গানের দল পেনোয়ার বেশ কয়েকটি গানের কথা ও সুর। এগুলোর মধ্যে অন্যতম উদ্ধৃত কয়টা লাইন। কক্সবাজারের সমুদ্র উপকূলে গানের দল ‘পেনোয়া’ যাত্রা শুরু করেছে বছর দুই আগে। কথার ঝাঁজেই আঁচ করা যাচ্ছে সুরের ধার। যেন বাংলা গানের বাগানে নতুন কুঁড়ি, কিন্তু অফুরন্ত জীবনীশক্তি বার্তা দিচ্ছে দিগন্ত ছোঁয়ার।
কখনো মাটির সুরে শিকড়ের গন্ধ, কখনো যাপিত সময়ের আর্তচিৎকার। দ্রোহ-বিদ্রোহ আবার চাটগাইয়া ভাষার সহজাত কথা ও সুরের মালা। পেনোয়ার গান শুনতে শুনতে মাথায় কড়া নাড়ছে বাংলা গানের আদি ঘোড়াদের সুর সংগ্রামের দৃশ্যপট। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। মহীনের ঘোড়াগুলির কথাই বলছি। ‘মৈমনসিংহ গীতিকা’ থেকে ‘হায় ভালোবাসি’—কী নেই মহীনের ঘোড়াগুলির গানে। এমন কথা আর সুরই যেন ফিরে এসেছে পেনোয়ার গানে, নতুন রূপে।
ঢাকার মঞ্চে প্রথম গান গেয়েছে পেনোয়া। সমুদ্রের পাড় কক্সবাজার থেকে রাজধানী ঢাকা। কংক্রিটের নগরে এসে মুগ্ধতা ছড়াল তাদের বিচিত্র কথা আর সুরের মায়া। গত ৩০ নভেম্বর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ শিরোনামে সন্ধ্যাকালীন আয়োজনে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গান শোনায় ব্যান্ডটি। গানে গানে উঠে এসেছে দলটির সূচনাপর্বের গল্প। দলটির দুই প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসির আরাফাত আর ভগবান রুদ্রের সঙ্গে আলাপচারিতায় ডুব দিতে হলো স্বতঃস্ফূর্তভাবেই।
পেনোয়া মানে হলুদ ফুল। বর্তমান কক্সবাজার একসময় ছিল হলুদ ফুলের রাজ্য। সেই রাজ্যের শব্দ, রূপ, রস, গন্ধ পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। পেনোয়া শুধুই ব্যান্ড বা গানের দল নয়, একটা প্রয়াস। যেখানে সমুদ্র উপকূলের দর্শন, ঐতিহ্য, পুরাকথা এবং লোকাচার নিয়ে পুনরায় অনুসন্ধান করার ব্রত কাঁধে তুলে নিয়েছে কিছু মানুষ। পাশাপাশি পৃথিবীব্যাপী ছড়ানো অজস্র ভাষার সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করছে। কথায়, সুরে বাংলা ও বিশ্বসংগীতের যে ঐশ্বর্যময় সমুদ্র, সেই বিশালতায় ভেলা ভাসাতে চায় ব্যান্ডটি।
‘কথা’ পেনোয়ার গানের অর্ধেক। এই অর্ধেকই আগে তৈরি হয়। কথার মধ্য দিয়েই প্রবাহিত হয় পেনোয়ার গানের অস্তিত্ব ও জীবন, দর্শন, পুরাকথা এবং প্রাণের ইতিহাস। ইয়াসির আরাফাত এর প্রধান গীতিকার ও গায়ক।
‘সুর’ পেনোয়ার গানের বাকি অর্ধেক। হৃদয় থেকে উৎসারিত আবেগের নহরে ডুব দিয়ে সবচেয়ে পুরোনো নুড়িটাই যেন তুলে আনার পণ করেছে। ভগবান রুদ্রই এই কাজের পুরোধা ব্যক্তি। ব্যান্ডটির প্রধান সুরকার ও গায়ক। গল্পই তাঁর গানের প্রাণ।
রথিন পাল ব্যান্ডটির একজন সুরকার ও গায়ক। এ ছাড়া মিউজিক বিভাগের দায়িত্বশীল আরেক প্রাণভোমরা। রথিন সুর করেন তাঁর নিজস্ব নিয়মে।
মোহাম্মদ জাকির হোসেন লিমন, একজন তরুণ সংগীতশিল্পী ও গবেষক। বাংলার নিজস্ব বাদ্যযন্ত্র নিয়েই তাঁর আগ্রহ ও সাধনা। লিমন নিজের বানানো অনেক পরীক্ষামূলক যন্ত্র নিয়ে পেনোয়ার সঙ্গে বাজিয়ে কণ্ঠ মেলান।
অনিন্দ্য পাল জিৎ সবচেয়ে কনিষ্ঠ। তারুণ্যের এক দীপ্ত প্রতিনিধি। তিনি ব্যান্ডটির তালের গতিপথ নিয়ন্ত্রণের কারিগর। পংকজ চৌধুরী রনি, একজন শিল্পী, গবেষক ও চিত্র পরিচালক। তিনি তাঁর বহুমুখী অভিজ্ঞতা নিয়ে ব্যান্ডটির সঙ্গে যুক্ত। মূলত ভিজুয়াল সেকশনের কান্ডারি। ব্র্যান্ডিংটাও তিনি দেখছেন। রাফায়েত নেওয়াজ, একজন মিউজিক প্রডিউসার ও নির্মাতা। তিনিও যুক্ত আছেন। রয়েছেন ফারমিন ফয়সালও। ‘এ রুহের তলে’ অ্যালবামের মিউজিক প্রডিউসার তিনি। এর বাইরেও বেশ কয়েকজন গীতিকার ও সুরকার নিয়ে পেনোয়ার বিস্তৃত এক পরিবার।
দুই বছরের পথচলায় ব্যান্ডটি ত্রিশটির বেশি গান বানিয়েছে। গত ফাল্গুনে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে ‘এ রুহের তলে’। অ্যালবামের ১৩টি গানের ৭টির অডিও-ভিজুয়াল ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। বাকি গানগুলোও আগামী দুই মাসের মধ্যে প্রকাশ করার কথা। এরপরে আসবে পরের অ্যালবাম। সেই অ্যালবামেও ১৩টি গান রাখার পরিকল্পনা তাদের।
নতুন গান বানানোর দিকেই ব্যান্ডটির বেশি মনোযোগ। প্রতিনিয়ত গান বানাতে চায় এবং বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করতে চায়। পেনোয়া সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা অজস্র গানপ্রেমীর সংস্পর্শে আসতে চায়।
‘যে সমুদ্র তোমার পরানের আড়ালে
আমি তার বুকে সে ডুবন্ত মায়া।
কে গো উঠছো পীড়িত হয়ে রন্ধ্রে আমার
আমি রিক্ত গোলাপ প্রেয়সীর খোঁপায়।
তুমি সেই ফোটা ফুল এ ব্যথার বাগানে...’
শোনার পর থেকে মাথায় ঘুরছে গানের দল পেনোয়ার বেশ কয়েকটি গানের কথা ও সুর। এগুলোর মধ্যে অন্যতম উদ্ধৃত কয়টা লাইন। কক্সবাজারের সমুদ্র উপকূলে গানের দল ‘পেনোয়া’ যাত্রা শুরু করেছে বছর দুই আগে। কথার ঝাঁজেই আঁচ করা যাচ্ছে সুরের ধার। যেন বাংলা গানের বাগানে নতুন কুঁড়ি, কিন্তু অফুরন্ত জীবনীশক্তি বার্তা দিচ্ছে দিগন্ত ছোঁয়ার।
কখনো মাটির সুরে শিকড়ের গন্ধ, কখনো যাপিত সময়ের আর্তচিৎকার। দ্রোহ-বিদ্রোহ আবার চাটগাইয়া ভাষার সহজাত কথা ও সুরের মালা। পেনোয়ার গান শুনতে শুনতে মাথায় কড়া নাড়ছে বাংলা গানের আদি ঘোড়াদের সুর সংগ্রামের দৃশ্যপট। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। মহীনের ঘোড়াগুলির কথাই বলছি। ‘মৈমনসিংহ গীতিকা’ থেকে ‘হায় ভালোবাসি’—কী নেই মহীনের ঘোড়াগুলির গানে। এমন কথা আর সুরই যেন ফিরে এসেছে পেনোয়ার গানে, নতুন রূপে।
ঢাকার মঞ্চে প্রথম গান গেয়েছে পেনোয়া। সমুদ্রের পাড় কক্সবাজার থেকে রাজধানী ঢাকা। কংক্রিটের নগরে এসে মুগ্ধতা ছড়াল তাদের বিচিত্র কথা আর সুরের মায়া। গত ৩০ নভেম্বর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ শিরোনামে সন্ধ্যাকালীন আয়োজনে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গান শোনায় ব্যান্ডটি। গানে গানে উঠে এসেছে দলটির সূচনাপর্বের গল্প। দলটির দুই প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসির আরাফাত আর ভগবান রুদ্রের সঙ্গে আলাপচারিতায় ডুব দিতে হলো স্বতঃস্ফূর্তভাবেই।
পেনোয়া মানে হলুদ ফুল। বর্তমান কক্সবাজার একসময় ছিল হলুদ ফুলের রাজ্য। সেই রাজ্যের শব্দ, রূপ, রস, গন্ধ পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। পেনোয়া শুধুই ব্যান্ড বা গানের দল নয়, একটা প্রয়াস। যেখানে সমুদ্র উপকূলের দর্শন, ঐতিহ্য, পুরাকথা এবং লোকাচার নিয়ে পুনরায় অনুসন্ধান করার ব্রত কাঁধে তুলে নিয়েছে কিছু মানুষ। পাশাপাশি পৃথিবীব্যাপী ছড়ানো অজস্র ভাষার সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করছে। কথায়, সুরে বাংলা ও বিশ্বসংগীতের যে ঐশ্বর্যময় সমুদ্র, সেই বিশালতায় ভেলা ভাসাতে চায় ব্যান্ডটি।
‘কথা’ পেনোয়ার গানের অর্ধেক। এই অর্ধেকই আগে তৈরি হয়। কথার মধ্য দিয়েই প্রবাহিত হয় পেনোয়ার গানের অস্তিত্ব ও জীবন, দর্শন, পুরাকথা এবং প্রাণের ইতিহাস। ইয়াসির আরাফাত এর প্রধান গীতিকার ও গায়ক।
‘সুর’ পেনোয়ার গানের বাকি অর্ধেক। হৃদয় থেকে উৎসারিত আবেগের নহরে ডুব দিয়ে সবচেয়ে পুরোনো নুড়িটাই যেন তুলে আনার পণ করেছে। ভগবান রুদ্রই এই কাজের পুরোধা ব্যক্তি। ব্যান্ডটির প্রধান সুরকার ও গায়ক। গল্পই তাঁর গানের প্রাণ।
রথিন পাল ব্যান্ডটির একজন সুরকার ও গায়ক। এ ছাড়া মিউজিক বিভাগের দায়িত্বশীল আরেক প্রাণভোমরা। রথিন সুর করেন তাঁর নিজস্ব নিয়মে।
মোহাম্মদ জাকির হোসেন লিমন, একজন তরুণ সংগীতশিল্পী ও গবেষক। বাংলার নিজস্ব বাদ্যযন্ত্র নিয়েই তাঁর আগ্রহ ও সাধনা। লিমন নিজের বানানো অনেক পরীক্ষামূলক যন্ত্র নিয়ে পেনোয়ার সঙ্গে বাজিয়ে কণ্ঠ মেলান।
অনিন্দ্য পাল জিৎ সবচেয়ে কনিষ্ঠ। তারুণ্যের এক দীপ্ত প্রতিনিধি। তিনি ব্যান্ডটির তালের গতিপথ নিয়ন্ত্রণের কারিগর। পংকজ চৌধুরী রনি, একজন শিল্পী, গবেষক ও চিত্র পরিচালক। তিনি তাঁর বহুমুখী অভিজ্ঞতা নিয়ে ব্যান্ডটির সঙ্গে যুক্ত। মূলত ভিজুয়াল সেকশনের কান্ডারি। ব্র্যান্ডিংটাও তিনি দেখছেন। রাফায়েত নেওয়াজ, একজন মিউজিক প্রডিউসার ও নির্মাতা। তিনিও যুক্ত আছেন। রয়েছেন ফারমিন ফয়সালও। ‘এ রুহের তলে’ অ্যালবামের মিউজিক প্রডিউসার তিনি। এর বাইরেও বেশ কয়েকজন গীতিকার ও সুরকার নিয়ে পেনোয়ার বিস্তৃত এক পরিবার।
দুই বছরের পথচলায় ব্যান্ডটি ত্রিশটির বেশি গান বানিয়েছে। গত ফাল্গুনে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে ‘এ রুহের তলে’। অ্যালবামের ১৩টি গানের ৭টির অডিও-ভিজুয়াল ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। বাকি গানগুলোও আগামী দুই মাসের মধ্যে প্রকাশ করার কথা। এরপরে আসবে পরের অ্যালবাম। সেই অ্যালবামেও ১৩টি গান রাখার পরিকল্পনা তাদের।
নতুন গান বানানোর দিকেই ব্যান্ডটির বেশি মনোযোগ। প্রতিনিয়ত গান বানাতে চায় এবং বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করতে চায়। পেনোয়া সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা অজস্র গানপ্রেমীর সংস্পর্শে আসতে চায়।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৮ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১০ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১১ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে