বিনোদন প্রতিবেদক, ঢাকা
কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।
কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১০ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৫ ঘণ্টা আগে