Ajker Patrika

এবারের ঈদে জাককানইবির ৭ শিক্ষার্থীর নির্মাণ ‘সাত দুগুণে চৌদ্দ’

প্রতিনিধি, জাককানইবি
এবারের ঈদে জাককানইবির ৭ শিক্ষার্থীর নির্মাণ ‘সাত দুগুণে চৌদ্দ’

এবারের ঈদুল আজহা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একদল তরুণ শিক্ষার্থীর হাত ধরে সাত দিন ব্যাপী দীপ্ত টিভিতে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আয়োজন ‘সাত দুগুণে চৌদ্দ’। সাত দিন ব্যাপী আয়োজনে প্রতিদিন দুইটি করে মোট চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। যা কি-না “সাত দুগুণে চৌদ্দ”।

জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ জন তরুণ শিক্ষার্থী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন।

আর এর উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।

মনোজ কুমার অভিনয়ের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষতা করছেন। নিজের ডিপার্টমেন্টের ১৪ জন শিক্ষার্থীকে এবারের ঈদে পরিচালকের আসনে অভিষেক করাচ্ছেন তিনি।

এবারের ঈদে ১৪ জন নবীন নির্মাতা ‘সাত দুগুণে চৌদ্দ’ শিরোনামে নিয়ে আসছেন ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করছেন আলফা আই এবং বাস্তবায়নে মনপাচিত্র।

ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুটি করে রাত ১১: ৩০ ও ১১: ৫০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হবে। চলচ্চিত্রগুলো ঈদ পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে। কয়েকটাতে মনোজ কুমার নিজেও অভিনয় করেছেন। একেকটার ট্রেলার দেখে মনে হচ্ছে, ভিন্ন ধরনের গল্প বলার প্রয়াস।

নবীনদের নবনির্মিত কাজ গুলো হলো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নওমহল” পরিচালনায় এবি মামুন, “জুজু” পরিচালনায় সিজু শাহরিয়ার, “সহজ সুন্দর” পরিচালনায় জিডি মজুমদার, “বিড়াল তপস্যা” পরিচালনায় ইশতিয়াক জিহাদ, “কাউয়া” পরিচালনায় গোলাম মুনতাকিম ফাহিম, “শুক্রবার” পরিচালনায় হুমায়রা স্নিগ্ধা, “ভূগোল+” পরিচালনায় মানব মিত্র, “গ্যাঁড়াকল” পরিচালনায় রাহিল রহমান, “সেমিডেট” পরিচালনায় মুনসিফ উজ জামান মিম, “আনোয়ারা মনোয়ারা” ইকবাল হাসান খান, “দেজাভ্যু” পরিচালনায় শ্রী অভীক চন্দ্র তালুকদার, “মধু চক্র” পরিচালনায় হাসিব আহমেদ, “জসুয়া সূর্যসেন জর্ডান বাসকে” পরিচালনায় আহসাবুল ইয়ামিন রিয়াদ, “ঝিলিক” শফিকুল সাজীব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত