দুই পক্ষের মারামারির পর স্থগিত করা হয়েছিল বিনোদন তারকাদের ক্রিকেট আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ—সিসিএল। সেটি আবার শুরু হচ্ছে। চলতি অক্টোবরের মাঝামাঝি থেকে আবার মাঠে নামবেন তারকারা। মঙ্গলবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আয়োজক কমিটি।
ভালোই আলোচিত হয়েছিল বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে ক্রিকেটের আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল। সেলিব্রিটিরা অভিনয়ে, গানে, পরিচালনায় কিছুদিনের জন্য ইস্তফা দিয়ে নেমে পড়েছিলেন মাঠে, ব্যাট–বল হাতে।
যদিও খেলা হচ্ছিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, তবে সম্প্রচার মাধ্যমের কল্যাণে প্রতিটি ম্যাচের আপডেট পৌঁছে গিয়েছিল দর্শকদের কাছে। তারকাদের ম্যাচের আলোচিত মুহূর্তগুলো নিয়ে তাই সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা হয়েছিল কয়েকটা দিন।
তবে গত ২৯ সেপ্টেম্বর রাতে ম্যাচ চলাকালে হাতাহাতি ও মারামারিতে জড়ায় দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের টিম এবং দুই দলের সতীর্থরা। সমালোচিত হয় আয়োজন। পরদিন সিসিএলের আয়োজকেরা সংবাদ সম্মেলন করে সাময়িক সময়ের জন্য আয়োজন স্থগিত ঘোষণা করেন।
চারদিন পর জানা গেল, স্থগিত হওয়া সেই সিসিএল আবার শুরু হচ্ছে। সিসিএল–২০২৩–এর আয়োজক কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছে, ‘আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সেলেব্রিটি ক্রিকেট লিগ ২০২৩–এর খেলা এই মাসের (অক্টোবর) ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা।’
আর যারা খেলার মাঠে মারামারিতে জড়িয়েছেন, তাঁদের বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জেনারেশন নেক্সট (জিনেক্সট) ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের সার্থে আমরা কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না।’
দুই পক্ষের মারামারির পর স্থগিত করা হয়েছিল বিনোদন তারকাদের ক্রিকেট আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ—সিসিএল। সেটি আবার শুরু হচ্ছে। চলতি অক্টোবরের মাঝামাঝি থেকে আবার মাঠে নামবেন তারকারা। মঙ্গলবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আয়োজক কমিটি।
ভালোই আলোচিত হয়েছিল বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে ক্রিকেটের আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল। সেলিব্রিটিরা অভিনয়ে, গানে, পরিচালনায় কিছুদিনের জন্য ইস্তফা দিয়ে নেমে পড়েছিলেন মাঠে, ব্যাট–বল হাতে।
যদিও খেলা হচ্ছিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, তবে সম্প্রচার মাধ্যমের কল্যাণে প্রতিটি ম্যাচের আপডেট পৌঁছে গিয়েছিল দর্শকদের কাছে। তারকাদের ম্যাচের আলোচিত মুহূর্তগুলো নিয়ে তাই সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা হয়েছিল কয়েকটা দিন।
তবে গত ২৯ সেপ্টেম্বর রাতে ম্যাচ চলাকালে হাতাহাতি ও মারামারিতে জড়ায় দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের টিম এবং দুই দলের সতীর্থরা। সমালোচিত হয় আয়োজন। পরদিন সিসিএলের আয়োজকেরা সংবাদ সম্মেলন করে সাময়িক সময়ের জন্য আয়োজন স্থগিত ঘোষণা করেন।
চারদিন পর জানা গেল, স্থগিত হওয়া সেই সিসিএল আবার শুরু হচ্ছে। সিসিএল–২০২৩–এর আয়োজক কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছে, ‘আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সেলেব্রিটি ক্রিকেট লিগ ২০২৩–এর খেলা এই মাসের (অক্টোবর) ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা।’
আর যারা খেলার মাঠে মারামারিতে জড়িয়েছেন, তাঁদের বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জেনারেশন নেক্সট (জিনেক্সট) ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের সার্থে আমরা কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না।’
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১০ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১১ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১১ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে