Ajker Patrika

বিগত বৈশাখে তারকারা

বিগত বৈশাখে তারকারা

শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪২৮ সাল শুরু হলো। কিন্তু এমন এক সময়ে যখন নেই উৎসব, নেই ঢাকের বাদন কিংবা মেলার বাঁশির ভেঁপু। আছে করোনাভাইরাসের চোখ রাঙানি, আছে তাকে রোখার প্রয়াস হিসেবে লকডাউন। এই দুঃসময়ে মৃত্যুই যেন একমাত্র সত্য। কিন্তু ওই যে কবিতা—‘সব সময়ই সুসময়।’ তাই এই ভয়াবহ সংকটকালেও সুসময়ের কথাই বলতে হয়। আর বছরের শুরুতে বলাটা তো রেওয়াজও। এ জন্য তাকাতে হবে নিজের দিকেই। নিজের উৎসবের দিকে, নিজের আয়োজনগুলোর দিকে। করোনাভাইরাসের কারণে এ নিয়ে দু বছর বৈশাখ পেরিয়ে যাচ্ছে, কোনো আলোড়ন না তুলেই। কথাটা বোধ হয় ভুল হলো। একেবারেই কি আলোড়ন নেই? বাহির যদি বন্ধ হয়, ভেতর তবে জাগে। এই সরল সূত্র মেনেই এই ব–দ্বীপের মানুষেরা আরেকটি বৈশাখকে, আরেকটি নতুন বছরকে বরণ করে নিচ্ছে আজ। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও এবার তেমন আয়োজনে নেই। অথচ একটা সময় দিনটি উদযাপনে মেতেছিলেন অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরাও। শুটিং রেখে সবাই এক হয়েছিলেন প্রাণের টানে। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দিয়েছেন মন খুলে। সেসব দিনের এই স্মৃতি–চিত্রই হয়তো পারে আমাদের এই দুঃসময়কে রাঙাতে, সাহস দিতে। আগের বিভিন্ন পয়লা বৈশাখে তোলা তারকাদের ছবি নিয়ে এই ফটো ফিচার। ছবি তুলেছেন—মুজাহিদ সামিউল্লাহ

বিজরী বরকতুল্লাহ ।

বিপাশা হায়াত ।

চিত্রলেখা গুহ ।

দীপা খন্দকার ।

দিলশাদ নাহার কনা ।

মারিয়া নূর ।

মোশাররফ করিম ।

নাদিয়া নদী ।

নুসরাত ইমরোজ তিশা ।

রুনা খান ।

শবনম ফারিয়া ।

সাদিয়া জাহান প্রভা ।

তারিন জাহান ।

তাসনুভা তিশা ।

উর্মিলা শ্রাবন্তী কর ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত