আগস্ট বিকেল ৪টার কিছু সময় পর অভিনেত্রী পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব এবং রাত সোয়া ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরীমণির গ্রেপ্তারের এই ঘটনায় অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক কেউই মুখ খুলছেন না। ফোনে তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো রকম মন্তব্য করছেন না। যদিও এর আগে বোট ক্লাবের ঘটনায় অনেক অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক তাঁদের মন্তব্য জানিয়েছিলেন। কেউ পরীমণির পাশে থেকেছেন, কেউ আবার বিরূপ মন্তব্যও করেছেন। তবে এবার সবাই অদ্ভুত এক নীরবতায় রয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগরের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। ফেসবুকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম মন্তব্য করেননি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারব না। দু-এক দিনের মধ্যে আমরা একটা প্রেস কনফারেন্সের আয়োজন করব। সেখানেই আমাদের মন্তব্য ও অভিমত জানাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নায়ক-নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা অনুরোধ জানিয়েছেন এ বিষয়ে তাঁদের না জড়াতে।
২০১৭ সালের ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি। যেখানে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরীমণি। তিনি ফেসবুকে বলেছেন, ‘পরী “নাটকবাজ”। আমি মনে করি, কারণ ছাড়া কেউ কারও বাসায় অভিযান চালায় না। কারণ যেটাই হোক না কেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।’
গত বছর ১১ ডিসেম্বর মুক্তি পায় পরীমণি অভিনীত ‘বিশ্ব সুন্দরী’। এই ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেছেন, ‘অনেকেই আমাকে নিয়ে কথা বলছেন।
আগেরবার আমি পরীর পাশে ছিলাম এখন কেন নেই। একটা বিষয় বুঝতে হবে, এবারের ঘটনাটা পুরোপুরি আইনের বিষয়। পরীমণি আমার সিনেমার নায়িকা। তাঁর সঙ্গে আমার পেশাগত সম্পর্ক, কাজের সম্পর্ক। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে আমার সম্পৃক্ত থাকার কারণ নেই।’
সব মিলিয়ে অভিনেত্রী পরীমণির গ্রেপ্তারের ঘটনায় শিল্পী, পরিচালক ও প্রযোজকরা তাঁর পাশে থাকবেন কি না কিংবা সহকর্মী হিসেবে কোনো ধরনের পদক্ষেপ নেবেন কি না, তা পরিষ্কার নয় এখনো।
গত ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে রয়েছেন।
আগস্ট বিকেল ৪টার কিছু সময় পর অভিনেত্রী পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব এবং রাত সোয়া ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরীমণির গ্রেপ্তারের এই ঘটনায় অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক কেউই মুখ খুলছেন না। ফোনে তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো রকম মন্তব্য করছেন না। যদিও এর আগে বোট ক্লাবের ঘটনায় অনেক অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক তাঁদের মন্তব্য জানিয়েছিলেন। কেউ পরীমণির পাশে থেকেছেন, কেউ আবার বিরূপ মন্তব্যও করেছেন। তবে এবার সবাই অদ্ভুত এক নীরবতায় রয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগরের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। ফেসবুকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম মন্তব্য করেননি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারব না। দু-এক দিনের মধ্যে আমরা একটা প্রেস কনফারেন্সের আয়োজন করব। সেখানেই আমাদের মন্তব্য ও অভিমত জানাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নায়ক-নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা অনুরোধ জানিয়েছেন এ বিষয়ে তাঁদের না জড়াতে।
২০১৭ সালের ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি। যেখানে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরীমণি। তিনি ফেসবুকে বলেছেন, ‘পরী “নাটকবাজ”। আমি মনে করি, কারণ ছাড়া কেউ কারও বাসায় অভিযান চালায় না। কারণ যেটাই হোক না কেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।’
গত বছর ১১ ডিসেম্বর মুক্তি পায় পরীমণি অভিনীত ‘বিশ্ব সুন্দরী’। এই ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেছেন, ‘অনেকেই আমাকে নিয়ে কথা বলছেন।
আগেরবার আমি পরীর পাশে ছিলাম এখন কেন নেই। একটা বিষয় বুঝতে হবে, এবারের ঘটনাটা পুরোপুরি আইনের বিষয়। পরীমণি আমার সিনেমার নায়িকা। তাঁর সঙ্গে আমার পেশাগত সম্পর্ক, কাজের সম্পর্ক। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে আমার সম্পৃক্ত থাকার কারণ নেই।’
সব মিলিয়ে অভিনেত্রী পরীমণির গ্রেপ্তারের ঘটনায় শিল্পী, পরিচালক ও প্রযোজকরা তাঁর পাশে থাকবেন কি না কিংবা সহকর্মী হিসেবে কোনো ধরনের পদক্ষেপ নেবেন কি না, তা পরিষ্কার নয় এখনো।
গত ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে রয়েছেন।
২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
৫ মিনিট আগেরোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
১৪ মিনিট আগেঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ‘সিনে সন্ধ্যা’ আয়োজনে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ ও ‘আনটং’। ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য দুটি। মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনটাং। ছুরত নির্মিত হয়েছে মানুষের
২৫ মিনিট আগেপরিবারের চেনাজানা এক গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। পরিবারের সম্পর্কের বাঁধন আলগা করে দেয় ক্ষমতার লোভ। ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়; তারই চিত্র তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
৩২ মিনিট আগে