Ajker Patrika

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ইকো-ফেস্ট’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ‘জার্নি টুগেদার, থ্রাইভ ফরএভার’ থিম নিয়ে ইকো-ফেস্ট ২০২৪-২৫ আয়োজন করেছে। গত ২ জানুয়ারি এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। এতে শিক্ষার্থীদের উদ্যোগ ও প্রকল্প নিয়ে সজ্জিত স্টলগুলো পরিদর্শন এবং বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

একাডেমিক অধিবেশন শুরু হয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কাজী তানভীর মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন ‘বাংলাদেশের অর্থনীতিতে জুলাই বিপ্লবের প্রভাব’ বিষয়ে আলোচনা করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোফাজ্জল হোসেন যৌথ প্রচেষ্টা ও স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গুরুত্ব তুলে ধরেন। সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম ‘উন্নয়নের অর্থ’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন। এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত