ক্যাম্পাস ডেস্ক
ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে আন্তকলেজ রচনা প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ছিল এক অনন্য আয়োজন। আইন বিভাগের ব্যবস্থাপনায় ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয় গত ১৯ অক্টোবর। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ নভেম্বর এবং ফল প্রকাশ হয় ৬ ডিসেম্বর। সারা দেশের ৭০টি কলেজের প্রায় ৪০০ প্রতিযোগীর মধ্য থেকে ১০ জন সেরা প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুস্তাইনা মঞ্জুর। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী রাজেস্বরী চ্যাটার্জি ও হাজী ইউনুস আলী কলেজের শিক্ষার্থী জান্নাতুল নিঝুম।
ক্রমান্বয়ে আরও যারা বিজয়ী হয়েছে, তারা হলো আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আঞ্জুয়ারা খাতুন আঞ্জুমান, উত্তরা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ইমা, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ভাবনা আক্তার, নটর ডেম কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী তানভীর আক্তার, ভোলার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. জিহাদ ও রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মো. ফাহিম হাসান।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকরণ: বাস্তবায়নের রূপরেখা’; ‘চতুর্থ শিল্পবিপ্লব এবং বাংলাদেশে উচ্চশিক্ষা’ এবং ‘রাষ্ট্র সংস্কারে তরুণ সমাজের ভূমিকা’—এই তিনটি বিষয়ে রচনা লিখে প্রতিযোগীরা তাদের মেধা ও সৃজনশীলতার প্রদর্শন করে।
ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে আন্তকলেজ রচনা প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ছিল এক অনন্য আয়োজন। আইন বিভাগের ব্যবস্থাপনায় ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয় গত ১৯ অক্টোবর। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ নভেম্বর এবং ফল প্রকাশ হয় ৬ ডিসেম্বর। সারা দেশের ৭০টি কলেজের প্রায় ৪০০ প্রতিযোগীর মধ্য থেকে ১০ জন সেরা প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুস্তাইনা মঞ্জুর। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী রাজেস্বরী চ্যাটার্জি ও হাজী ইউনুস আলী কলেজের শিক্ষার্থী জান্নাতুল নিঝুম।
ক্রমান্বয়ে আরও যারা বিজয়ী হয়েছে, তারা হলো আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আঞ্জুয়ারা খাতুন আঞ্জুমান, উত্তরা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ইমা, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ভাবনা আক্তার, নটর ডেম কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী তানভীর আক্তার, ভোলার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. জিহাদ ও রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মো. ফাহিম হাসান।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকরণ: বাস্তবায়নের রূপরেখা’; ‘চতুর্থ শিল্পবিপ্লব এবং বাংলাদেশে উচ্চশিক্ষা’ এবং ‘রাষ্ট্র সংস্কারে তরুণ সমাজের ভূমিকা’—এই তিনটি বিষয়ে রচনা লিখে প্রতিযোগীরা তাদের মেধা ও সৃজনশীলতার প্রদর্শন করে।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
১৯ ঘণ্টা আগেডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৯ ঘণ্টা আগেইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কাঠামোয় এনে নৈতিকতা, জ্ঞান ও গবেষণার পথে এগিয়ে নেওয়ার প্রয়াস।
১৯ ঘণ্টা আগেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) ‘আইইইই সিএস বিডিসি সামার সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে