Ajker Patrika

ইস্টার্ন ইউনিভার্সিটি আন্তকলেজ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্যাম্পাস ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে আন্তকলেজ রচনা প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ছিল এক অনন্য আয়োজন। আইন বিভাগের ব্যবস্থাপনায় ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই অনুষ্ঠান হয়।

প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয় গত ১৯ অক্টোবর। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ নভেম্বর এবং ফল প্রকাশ হয় ৬ ডিসেম্বর। সারা দেশের ৭০টি কলেজের প্রায় ৪০০ প্রতিযোগীর মধ্য থেকে ১০ জন সেরা প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুস্তাইনা মঞ্জুর। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী রাজেস্বরী চ্যাটার্জি ও হাজী ইউনুস আলী কলেজের শিক্ষার্থী জান্নাতুল নিঝুম।

ক্রমান্বয়ে আরও যারা বিজয়ী হয়েছে, তারা হলো আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আঞ্জুয়ারা খাতুন আঞ্জুমান, উত্তরা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ইমা, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ভাবনা আক্তার, নটর ডেম কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী তানভীর আক্তার, ভোলার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. জিহাদ ও রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মো. ফাহিম হাসান।

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকরণ: বাস্তবায়নের রূপরেখা’; ‘চতুর্থ শিল্পবিপ্লব এবং বাংলাদেশে উচ্চশিক্ষা’ এবং ‘রাষ্ট্র সংস্কারে তরুণ সমাজের ভূমিকা’—এই তিনটি বিষয়ে রচনা লিখে প্রতিযোগীরা তাদের মেধা ও সৃজনশীলতার প্রদর্শন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত